বাঁচা-মরার ম্যাচে আল-বায়েত স্টেডিয়ামে কোস্টারিকাকে গতকাল ৪-২ গোলে হারিয়েছিল জার্মানি। তারপরও জার্মানির দ্বিতীয় রাউন্ডে যাওয়া নির্ভর করছিল জাপান-স্পেন ম্যাচের ওপর। যে ম্যাচটিতে জাপান হারলে বা ড্র করলে জার্মানরা চলে যেত শেষ ষোলোয়। কিন্তু স্পেনকে ২-১ গোলে জাপান হারালে বিদায়ঘণ্টা বেজে যায় জার্মানদের। যেখানে জাপানের একটা ‘বিতর্কিত’ গোল রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছে।
খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটের সময় আলভারো মোরাতার গোলে এগিয়ে যায় স্পেন। এরপর ৪৮ মিনিটে রিতসু দোয়ানের গোলে সমতায় ফেরে জাপান। ৫১ মিনিটের সময় হয় সেই নাটকীয় গোল। রিতসু দোয়ানের ক্রস লাইনের বাইরে চলে যাচ্ছিল। উইঙ্গার কাওরু মিতোমা বলটা দ্রুত রিসিভ করে ক্রস করেন এবং তানাকা গোলটি করেছেন। প্রথমে জাপান ডাগআউট উল্লাস করলেও মাঠের রেফারি গোলের ব্যাপারে কোনো সংকেত দেননি। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্যে গোলটি জাপানের পক্ষে যায়। কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছিল বলটা লাইনের বাইরে ছিল।
এই গোল নিয়ে রীতিমতো সমালোচনা হচ্ছে। ইএসপিন এফসি টুইটারে লিখেছে, ‘এই গোলটা বাতিল হলে জার্মানি শেষ ষোলোয় উঠত।’ লুইস এনরিকে হতাশা প্রকাশ করেছেন এই গোল নিয়ে। স্প্যানিশ কোচ বলেন, ‘জাপানের মতো দলের যখন কিছুই হারানোর থাকে না, তখন এমন ঘটনায় তারা রীতিমতো উড়ছিল। এতে আমি প্রচণ্ড বিরক্ত। আমরা প্রথম হতে চেয়েছিলাম।’
জার্মানি, স্পেন-দুটো দলকে ২-১ গোলে হারিয়ে ই-গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে যায়। আগামী সোমবার আল জানুব স্টেডিয়ামে ‘এফ’-গ্রুপ রানারআপ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে শেষ ষোলোয়।
বাঁচা-মরার ম্যাচে আল-বায়েত স্টেডিয়ামে কোস্টারিকাকে গতকাল ৪-২ গোলে হারিয়েছিল জার্মানি। তারপরও জার্মানির দ্বিতীয় রাউন্ডে যাওয়া নির্ভর করছিল জাপান-স্পেন ম্যাচের ওপর। যে ম্যাচটিতে জাপান হারলে বা ড্র করলে জার্মানরা চলে যেত শেষ ষোলোয়। কিন্তু স্পেনকে ২-১ গোলে জাপান হারালে বিদায়ঘণ্টা বেজে যায় জার্মানদের। যেখানে জাপানের একটা ‘বিতর্কিত’ গোল রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছে।
খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটের সময় আলভারো মোরাতার গোলে এগিয়ে যায় স্পেন। এরপর ৪৮ মিনিটে রিতসু দোয়ানের গোলে সমতায় ফেরে জাপান। ৫১ মিনিটের সময় হয় সেই নাটকীয় গোল। রিতসু দোয়ানের ক্রস লাইনের বাইরে চলে যাচ্ছিল। উইঙ্গার কাওরু মিতোমা বলটা দ্রুত রিসিভ করে ক্রস করেন এবং তানাকা গোলটি করেছেন। প্রথমে জাপান ডাগআউট উল্লাস করলেও মাঠের রেফারি গোলের ব্যাপারে কোনো সংকেত দেননি। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্যে গোলটি জাপানের পক্ষে যায়। কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছিল বলটা লাইনের বাইরে ছিল।
এই গোল নিয়ে রীতিমতো সমালোচনা হচ্ছে। ইএসপিন এফসি টুইটারে লিখেছে, ‘এই গোলটা বাতিল হলে জার্মানি শেষ ষোলোয় উঠত।’ লুইস এনরিকে হতাশা প্রকাশ করেছেন এই গোল নিয়ে। স্প্যানিশ কোচ বলেন, ‘জাপানের মতো দলের যখন কিছুই হারানোর থাকে না, তখন এমন ঘটনায় তারা রীতিমতো উড়ছিল। এতে আমি প্রচণ্ড বিরক্ত। আমরা প্রথম হতে চেয়েছিলাম।’
জার্মানি, স্পেন-দুটো দলকে ২-১ গোলে হারিয়ে ই-গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে যায়। আগামী সোমবার আল জানুব স্টেডিয়ামে ‘এফ’-গ্রুপ রানারআপ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে শেষ ষোলোয়।
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
৪ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
৫ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
৭ ঘণ্টা আগে