ঢাকা: চিলির বিপক্ষে গোল করে আরও একটি রেকর্ডে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেলেন লিওনেল মেসি। ফ্রি কিক থেকে গোল করায় এখন পর্তুগিজ সুপারস্টারকে টপকালেন মেসি। বার্সেলোনা তারকার সামনে এখন সুযোগ কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকেও ছাড়িয়ে যাওয়ার।
কাল রাতে রিও ডি জেনিরোর এস্তাদিও নিলটন সান্তোস স্টেডিয়ামে ফ্রি কিক থেকে গোল করেও আর্জেন্টিনাকে জেতাতে পারেননি মেসি। তবে একটা জায়গায় ঠিকই ছাড়িয়ে গেছেন রোনালদোকে। মেসি তাঁর ক্যারিয়ারে সরাসরি ফ্রি কিক থেকে গোল করেছেন ৫৭টি। রোনালদো ফ্রি কিকে গোল করেছেন ৫৬টি। ক্যারিয়ারের বড় সময় রিয়াল মাদ্রিদে কাটানো রোনালদো ফ্রি কিক থেকে ৩২ গোল করেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৩টি, পর্তুগালের হয়ে ১০টি আর বর্তমান ক্লাব জুভেন্টাসের হয়ে সরাসরি ফ্রি কিক থেকে ১টি গোল করেছেন রোনালদো।
আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড মেসি ছাড়িয়ে গেছেন আগেই। এবার অপেক্ষায় আছেন ফ্রি কিক গোলে ম্যারাডোনাকে ছাড়ানোর। ফ্রি কিকে ম্যারাডোনার গোল ৬২। পাঁচ গোলে পিছিয়ে আছেন মেসি (৫৭)। বার্সেলোনার হয়ে মেসি ফ্রি কিকে গোল করেছেন ৫০টি। বাকি ৭ গোল আর্জেন্টিনার হয়ে। মেসির ক্যারিয়ারে করা ৭৪৫ গোলের মধ্যে ৭.৬ শতাংশ এসেছে সরাসরি ফ্রি কিক থেকে। ম্যারাডোনা তাঁর ক্যারিয়ারে ৩৫৩ গোলের ১৭ শতাংশ করেছেন ফ্রি কিক থেকে।
ফ্রি কিক থেকে গোলে শীর্ষে আছেন জুনিনহো পেরনামবুকানো। ব্রাজিলের সাবেক এই মিডফিল্ডারকে বলা হয় ফ্রি কিকের শিল্পী। ক্যারিয়ারে তিনি সর্বোচ্চ ৭৭ গোল করেছেন ফ্রি কিক থেকে। ৭০ গোল করে তাঁর পরই রয়েছেন তিনবার বিশ্বকাপজয়ী ব্রাজিল কিংবদন্তি পেলে। সমান ৬৬ গোল নিয়ে যৌথভাবে তৃতীয় আর্জেন্টিনার ভিক্টর লেগরোতাগলি ও ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো।
ঢাকা: চিলির বিপক্ষে গোল করে আরও একটি রেকর্ডে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেলেন লিওনেল মেসি। ফ্রি কিক থেকে গোল করায় এখন পর্তুগিজ সুপারস্টারকে টপকালেন মেসি। বার্সেলোনা তারকার সামনে এখন সুযোগ কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকেও ছাড়িয়ে যাওয়ার।
কাল রাতে রিও ডি জেনিরোর এস্তাদিও নিলটন সান্তোস স্টেডিয়ামে ফ্রি কিক থেকে গোল করেও আর্জেন্টিনাকে জেতাতে পারেননি মেসি। তবে একটা জায়গায় ঠিকই ছাড়িয়ে গেছেন রোনালদোকে। মেসি তাঁর ক্যারিয়ারে সরাসরি ফ্রি কিক থেকে গোল করেছেন ৫৭টি। রোনালদো ফ্রি কিকে গোল করেছেন ৫৬টি। ক্যারিয়ারের বড় সময় রিয়াল মাদ্রিদে কাটানো রোনালদো ফ্রি কিক থেকে ৩২ গোল করেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৩টি, পর্তুগালের হয়ে ১০টি আর বর্তমান ক্লাব জুভেন্টাসের হয়ে সরাসরি ফ্রি কিক থেকে ১টি গোল করেছেন রোনালদো।
আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড মেসি ছাড়িয়ে গেছেন আগেই। এবার অপেক্ষায় আছেন ফ্রি কিক গোলে ম্যারাডোনাকে ছাড়ানোর। ফ্রি কিকে ম্যারাডোনার গোল ৬২। পাঁচ গোলে পিছিয়ে আছেন মেসি (৫৭)। বার্সেলোনার হয়ে মেসি ফ্রি কিকে গোল করেছেন ৫০টি। বাকি ৭ গোল আর্জেন্টিনার হয়ে। মেসির ক্যারিয়ারে করা ৭৪৫ গোলের মধ্যে ৭.৬ শতাংশ এসেছে সরাসরি ফ্রি কিক থেকে। ম্যারাডোনা তাঁর ক্যারিয়ারে ৩৫৩ গোলের ১৭ শতাংশ করেছেন ফ্রি কিক থেকে।
ফ্রি কিক থেকে গোলে শীর্ষে আছেন জুনিনহো পেরনামবুকানো। ব্রাজিলের সাবেক এই মিডফিল্ডারকে বলা হয় ফ্রি কিকের শিল্পী। ক্যারিয়ারে তিনি সর্বোচ্চ ৭৭ গোল করেছেন ফ্রি কিক থেকে। ৭০ গোল করে তাঁর পরই রয়েছেন তিনবার বিশ্বকাপজয়ী ব্রাজিল কিংবদন্তি পেলে। সমান ৬৬ গোল নিয়ে যৌথভাবে তৃতীয় আর্জেন্টিনার ভিক্টর লেগরোতাগলি ও ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১২ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে