বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে সাম্প্রতিক সময়ে দারুণ সাফল্য পেয়েছেন ইউলিয়ান নাগেলসমান। কোচ হিসেবে নাগেলসমানের নিবেদনের কথাও কারও অজানা নয়। তবে ফুটবল-পাগল নাগেলসমানের এমন নিবেদনের খেসারত দিতে হয় তাঁর স্ত্রী ভেরেনাকে। এমনকি নাগেলসমানের যন্ত্রণায় ভেরেনার ঘুমও হারাম হয়ে গেছে।
ভেরেনার জন্য ঘটনাটি যন্ত্রণার হলেও, বায়ার্ন ভক্তদের জন্য আনন্দের হতে পারে খবরটি। কোচিংয়ের জন্য নিজেকে উজাড় করে দেওয়া নাগেলসমান নাকি ঘুমের মধ্যেও নিজের দায়িত্ব পালন করেন। ঘুমের মধ্যেই খেলোয়াড়দের নাম চিৎকার করে ওঠেন তিনি। আর তাতেই ঘুম হারাম হয়েছে ভেরেনার। উদ্ভট এই কাণ্ডের কথা স্বীকার করেছেন নাগেলসমান নিজেই।
সম্প্রতি একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে নাগেলসমান বলেছেন, ‘কখনো কখনো ম্যাচ শেষে ঘুমের মধ্যে আমি খেলোয়াড়দের নাম ধরে চিৎকার করে উঠি। আমরা স্ত্রী একবার এটা আমাকে বলেছিল। এই চিৎকার অনেক সময় ওকেও জাগিয়ে দেয়।’
নাগেলসমান আরও বলেছেন, ‘আমার মাথার পাশে সব সময় একটা নোটবুক থাকে। অনেক সময় ম্যাচের পর আমি সেখানে কিছু লেখা খুঁজে পাই। তবে রাতের বেলা কখন সেগুলো লিখেছি, তা আমি নিজেও মনে করতে পারি না।’
তবে নাগেলসমান আশা করেন যে, তাঁর শিষ্যরা তাঁকে খুব বেশি ঘুমহীন রাত উপহার দেবে না। আর তেমনটা হলে সেটি ভেরেনার জন্যও স্বস্তির কারণ হবে।
শুধু নাগেলমানই নন; একই সমস্যায় ভোগেন ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পারের কোচ আন্তোনিও কন্তেও। ম্যাচ হারলে ঠিক মতো ঘুমাতে পারেন না কন্তে। ঘুমালেও বেশি সময়ের জন্য নয়। এ ব্যাপারে ইতালিয়ান কোচের ভাষ্য, ‘জয়ের রাতে আমি খুব সহজেই ঘুমাতে পারি। কিন্তু জিততে না পারলে দুই থেকে চার ঘণ্টার মধ্যে ঘুম ভেঙে যায়। আমি উঠে বসে পড়ি আর ম্যাচ হারার কারণ খুঁজতে থাকি।’
বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে সাম্প্রতিক সময়ে দারুণ সাফল্য পেয়েছেন ইউলিয়ান নাগেলসমান। কোচ হিসেবে নাগেলসমানের নিবেদনের কথাও কারও অজানা নয়। তবে ফুটবল-পাগল নাগেলসমানের এমন নিবেদনের খেসারত দিতে হয় তাঁর স্ত্রী ভেরেনাকে। এমনকি নাগেলসমানের যন্ত্রণায় ভেরেনার ঘুমও হারাম হয়ে গেছে।
ভেরেনার জন্য ঘটনাটি যন্ত্রণার হলেও, বায়ার্ন ভক্তদের জন্য আনন্দের হতে পারে খবরটি। কোচিংয়ের জন্য নিজেকে উজাড় করে দেওয়া নাগেলসমান নাকি ঘুমের মধ্যেও নিজের দায়িত্ব পালন করেন। ঘুমের মধ্যেই খেলোয়াড়দের নাম চিৎকার করে ওঠেন তিনি। আর তাতেই ঘুম হারাম হয়েছে ভেরেনার। উদ্ভট এই কাণ্ডের কথা স্বীকার করেছেন নাগেলসমান নিজেই।
সম্প্রতি একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে নাগেলসমান বলেছেন, ‘কখনো কখনো ম্যাচ শেষে ঘুমের মধ্যে আমি খেলোয়াড়দের নাম ধরে চিৎকার করে উঠি। আমরা স্ত্রী একবার এটা আমাকে বলেছিল। এই চিৎকার অনেক সময় ওকেও জাগিয়ে দেয়।’
নাগেলসমান আরও বলেছেন, ‘আমার মাথার পাশে সব সময় একটা নোটবুক থাকে। অনেক সময় ম্যাচের পর আমি সেখানে কিছু লেখা খুঁজে পাই। তবে রাতের বেলা কখন সেগুলো লিখেছি, তা আমি নিজেও মনে করতে পারি না।’
তবে নাগেলসমান আশা করেন যে, তাঁর শিষ্যরা তাঁকে খুব বেশি ঘুমহীন রাত উপহার দেবে না। আর তেমনটা হলে সেটি ভেরেনার জন্যও স্বস্তির কারণ হবে।
শুধু নাগেলমানই নন; একই সমস্যায় ভোগেন ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পারের কোচ আন্তোনিও কন্তেও। ম্যাচ হারলে ঠিক মতো ঘুমাতে পারেন না কন্তে। ঘুমালেও বেশি সময়ের জন্য নয়। এ ব্যাপারে ইতালিয়ান কোচের ভাষ্য, ‘জয়ের রাতে আমি খুব সহজেই ঘুমাতে পারি। কিন্তু জিততে না পারলে দুই থেকে চার ঘণ্টার মধ্যে ঘুম ভেঙে যায়। আমি উঠে বসে পড়ি আর ম্যাচ হারার কারণ খুঁজতে থাকি।’
দুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
৩ মিনিট আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১০ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১১ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১২ ঘণ্টা আগে