ক্রিড়া ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমে অ্যানফিল্ডে ২-০ গোলে এগিয়ে থাকার পরও এনক এমওয়েফু ও লিয়ান্দ্রো ট্রোসার্ডের গোলে ব্রাইটনের বিপক্ষে জয়বঞ্চিত হয়েছিল লিভারপুল। ২০২২-২৩ মৌসুমে এসে আবারও দলটির বিপক্ষে জয়হীন থাকল অলরেডরা। দুবারই লিভারপুলের জয়ের পথের বাধা হয়ে দাঁড়ালেন বেলজিয়ান ফরোয়ার্ড ট্রোসার্ড।
এবার অবশ্য ব্রাইটন ড্র করতে পেরেছে ট্রোসার্ডের একক কৃতিত্বে। তাঁর হ্যাটট্রিকে ঘরের মাঠে ম্যাচটি ৩-৩ গোলের ড্রয়ে সন্তুষ্ট থাকতে হলো লিভারপুলকে। সেই সঙ্গে ব্রাইটনের বিপক্ষে অ্যানফিল্ডে টানা তিন মৌসুমে জয়বঞ্চিত থাকল ইউর্গেন ক্লপের দল।। আগের দুই মৌসুমে যথাক্রমে ২-২ ও ১-১ গোলে ড্র হয়েছিল।
চলতি মৌসুমে এ নিয়ে সাত ম্যাচে চারবার ড্রয়ের চিত্র দেখল লিভারপুল। প্রতিপক্ষের মাঠে ইংলিশ ফরোয়ার্ড ড্যানি ওয়েলবেকের পাস থেকে ৪ মিনিটেই ট্রোসার্ড ব্রাইটনকে এগিয়ে দেন। ১৭ মিনিটে মিডফিল্ডার সলি মার্চ থেকে বল পেয়ে আবারও লক্ষ্যভেদ করেন তিনি। গোল শোধে মরিয়া লিভারপুলকে প্রথম সাফল্য এনে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবার্তো ফিরমিনো। ৩৩ মিনিটে মোহামেদ সালাহর পাস থেকে গোল করেন তিনি।
বিরতির আগে কোনো দল আর জালের দেখা পায়নি। তবে বিরতি থেকে ফিরে ফের গোল করে স্বাগতিকদের ম্যাচে ফেরান ফিরমিনো। ৬৩ মিনিটে নিজেদের জালে বল ঢুকিয়ে ব্রাইটনকে ৩-২ গোলে পিছিয়ে দেন ডিফেন্ডার ওয়েবস্টার।
এই গোলে জয়ের স্বপ্নও হয়তো দেখতে শুরু করেছিলের ক্লপের শিষ্যরা। কিন্তু ৮৩ মিনিটে সেই স্বপ্নে জল ঢেলে দেন ট্রোসার্ড।
সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বর্তমান লিগ রানার-আপদের অবস্থান টেবিলের ৯ নম্বরে সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে ব্রাইটন।
এদিকে লিগের আরেক ম্যাচে চেলসি ২-১ গোলে ক্রিস্টাল প্যালেসকে এবং ফুলহ্যামকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে নিউক্যাসেল ইউনাইটেড।
ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমে অ্যানফিল্ডে ২-০ গোলে এগিয়ে থাকার পরও এনক এমওয়েফু ও লিয়ান্দ্রো ট্রোসার্ডের গোলে ব্রাইটনের বিপক্ষে জয়বঞ্চিত হয়েছিল লিভারপুল। ২০২২-২৩ মৌসুমে এসে আবারও দলটির বিপক্ষে জয়হীন থাকল অলরেডরা। দুবারই লিভারপুলের জয়ের পথের বাধা হয়ে দাঁড়ালেন বেলজিয়ান ফরোয়ার্ড ট্রোসার্ড।
এবার অবশ্য ব্রাইটন ড্র করতে পেরেছে ট্রোসার্ডের একক কৃতিত্বে। তাঁর হ্যাটট্রিকে ঘরের মাঠে ম্যাচটি ৩-৩ গোলের ড্রয়ে সন্তুষ্ট থাকতে হলো লিভারপুলকে। সেই সঙ্গে ব্রাইটনের বিপক্ষে অ্যানফিল্ডে টানা তিন মৌসুমে জয়বঞ্চিত থাকল ইউর্গেন ক্লপের দল।। আগের দুই মৌসুমে যথাক্রমে ২-২ ও ১-১ গোলে ড্র হয়েছিল।
চলতি মৌসুমে এ নিয়ে সাত ম্যাচে চারবার ড্রয়ের চিত্র দেখল লিভারপুল। প্রতিপক্ষের মাঠে ইংলিশ ফরোয়ার্ড ড্যানি ওয়েলবেকের পাস থেকে ৪ মিনিটেই ট্রোসার্ড ব্রাইটনকে এগিয়ে দেন। ১৭ মিনিটে মিডফিল্ডার সলি মার্চ থেকে বল পেয়ে আবারও লক্ষ্যভেদ করেন তিনি। গোল শোধে মরিয়া লিভারপুলকে প্রথম সাফল্য এনে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবার্তো ফিরমিনো। ৩৩ মিনিটে মোহামেদ সালাহর পাস থেকে গোল করেন তিনি।
বিরতির আগে কোনো দল আর জালের দেখা পায়নি। তবে বিরতি থেকে ফিরে ফের গোল করে স্বাগতিকদের ম্যাচে ফেরান ফিরমিনো। ৬৩ মিনিটে নিজেদের জালে বল ঢুকিয়ে ব্রাইটনকে ৩-২ গোলে পিছিয়ে দেন ডিফেন্ডার ওয়েবস্টার।
এই গোলে জয়ের স্বপ্নও হয়তো দেখতে শুরু করেছিলের ক্লপের শিষ্যরা। কিন্তু ৮৩ মিনিটে সেই স্বপ্নে জল ঢেলে দেন ট্রোসার্ড।
সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বর্তমান লিগ রানার-আপদের অবস্থান টেবিলের ৯ নম্বরে সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে ব্রাইটন।
এদিকে লিগের আরেক ম্যাচে চেলসি ২-১ গোলে ক্রিস্টাল প্যালেসকে এবং ফুলহ্যামকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে নিউক্যাসেল ইউনাইটেড।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে হার দিয়ে শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ তারা ৭৯ রানে হরে গেছে পাকিস্তান শাহিনস তথা পাকিস্তান ‘এ’ দলের কাছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে তাওহীদ হৃদয় ফেসবুকে সাধারণত যেকোনো বিষয়ে পোস্ট দেন বিস্তারিত লিখে। আজ ফেসবুকে তিনি যেটা লিখেছেন, সেখানে রীতিমতো ক্ষোভই ঝেড়েছেন। কিন্তু কী নিয়ে খেপলেন বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটার?
২ ঘণ্টা আগেবাবা কিংবদন্তি ক্রিকেটার। ছেলে নিজেও ক্রিকেট খেলেন। কিন্তু বাবা এতই বড় ক্রিকেটার ছিলেন যে—তাঁর ছায়া থেকে বেরিয়ে আসা হয়নি অর্জুন টেন্ডুলকারের। এতক্ষণে নিশ্চয়ই বুঝে ফেলার কথা, বলা হচ্ছে শচীন টেন্ডুলকার তনয় অর্জুনের কথা।
২ ঘণ্টা আগে