প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যেন একটু অস্বস্তিতেই আছেন লিওনেল মেসি। আশানুরূপ পারফর্ম করতে না পেলে শুনতে হয় দুয়োধ্বনি। মেসিকে তাই পিএসজি ছেড়ে পুরনো ক্লাব বার্সেলোনায় ফেরার পরামর্শ দিলেন ক্লাবটির (বার্সেলোনা) সাবেক সভাপতি হুয়ান গাসপার্ত।
পার্ক দে প্রিন্সেসে ২ এপ্রিল লিগ ওয়ানের ম্যাচে পিএসজির প্রতিপক্ষ ছিল লিওঁ। লিগ ওয়ানে যা ছিল মেসির ৫০ তম ম্যাচ। মাইলফলকের এই ম্যাচ মেসি স্মরণীয় করে রাখতে পারেননি। লিওঁর কাছে ১-০ গোলে হেরে যায় প্যারিসিয়ানরা। ম্যাচ শেষে মেসির ওপর দুয়োধ্বনি তাই বেড়ে যায় বহুগুণ। আর্জেন্টাইন তারকা ফুটবলারকে উদ্দেশ্য করে শিষ দেওয়া হয়েছে। গাসপার্ত মনে করেন, বার্সায় ফিরলে মেসি এমন দুয়োধ্বনি পাবেন না। সাবেক বার্সা সভাপতি বলেন, ‘প্যারিসে তাকে (মেসি) দেখলে সবাই শিষ দেন। এখানে আমরা তাকে ভালোবাসি। সে তার ক্যারিয়ার এখানে শেষ করতে পারে এবং ক্লাবে চিরস্থায়ীভাবে থাকতে পারে।’
বর্তমানে পিএসজিতে প্রতি মৌসুমে ৪৩১ কোটি ৩১ লাখ টাকা বেতন পান মেসি। সপ্তাহের হিসেবে যা ৮ কোটি ২৯ লাখ টাকা। তবে বার্সায় ফিরলে এত বেশি বেতন তিনি পাবেন না। লা লিগার বেতন সীমাসংক্রান্ত নীতি অনুযায়ী, একটি নির্দিষ্ট পরিমাণ বেতনই তিনি পাবেন। আর্জেন্টাইন তারকা ফুটবলারকে এ ব্যাপারটিও মনে করিয়ে দিয়ে গাসপার্ত বলেন, ‘যদি সে আর্থিক অবস্থার কথা চিন্তা করে, তাহলে সে আরও ভালো জায়গায় খেলার সুযোগ পাবে। কিন্তু যদি সে এটা তার হৃদয় দিয়ে চিন্তা করে, তাহলে বার্সেলোনার মতো ভালোবাসা সে কোথাও পাবে না।’
প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যেন একটু অস্বস্তিতেই আছেন লিওনেল মেসি। আশানুরূপ পারফর্ম করতে না পেলে শুনতে হয় দুয়োধ্বনি। মেসিকে তাই পিএসজি ছেড়ে পুরনো ক্লাব বার্সেলোনায় ফেরার পরামর্শ দিলেন ক্লাবটির (বার্সেলোনা) সাবেক সভাপতি হুয়ান গাসপার্ত।
পার্ক দে প্রিন্সেসে ২ এপ্রিল লিগ ওয়ানের ম্যাচে পিএসজির প্রতিপক্ষ ছিল লিওঁ। লিগ ওয়ানে যা ছিল মেসির ৫০ তম ম্যাচ। মাইলফলকের এই ম্যাচ মেসি স্মরণীয় করে রাখতে পারেননি। লিওঁর কাছে ১-০ গোলে হেরে যায় প্যারিসিয়ানরা। ম্যাচ শেষে মেসির ওপর দুয়োধ্বনি তাই বেড়ে যায় বহুগুণ। আর্জেন্টাইন তারকা ফুটবলারকে উদ্দেশ্য করে শিষ দেওয়া হয়েছে। গাসপার্ত মনে করেন, বার্সায় ফিরলে মেসি এমন দুয়োধ্বনি পাবেন না। সাবেক বার্সা সভাপতি বলেন, ‘প্যারিসে তাকে (মেসি) দেখলে সবাই শিষ দেন। এখানে আমরা তাকে ভালোবাসি। সে তার ক্যারিয়ার এখানে শেষ করতে পারে এবং ক্লাবে চিরস্থায়ীভাবে থাকতে পারে।’
বর্তমানে পিএসজিতে প্রতি মৌসুমে ৪৩১ কোটি ৩১ লাখ টাকা বেতন পান মেসি। সপ্তাহের হিসেবে যা ৮ কোটি ২৯ লাখ টাকা। তবে বার্সায় ফিরলে এত বেশি বেতন তিনি পাবেন না। লা লিগার বেতন সীমাসংক্রান্ত নীতি অনুযায়ী, একটি নির্দিষ্ট পরিমাণ বেতনই তিনি পাবেন। আর্জেন্টাইন তারকা ফুটবলারকে এ ব্যাপারটিও মনে করিয়ে দিয়ে গাসপার্ত বলেন, ‘যদি সে আর্থিক অবস্থার কথা চিন্তা করে, তাহলে সে আরও ভালো জায়গায় খেলার সুযোগ পাবে। কিন্তু যদি সে এটা তার হৃদয় দিয়ে চিন্তা করে, তাহলে বার্সেলোনার মতো ভালোবাসা সে কোথাও পাবে না।’
হকি এশিয়া কাপে বাংলাদেশের খেলাটা অনেকটাই নিশ্চিত ছিল। অবশেষে আজ এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেল। ২০২৫ হকি এশিয়া কাপে খেলবে বাংলাদেশ।
১২ মিনিট আগেএক দিন বিরতির পর আজ মাঠে নামছে পাকিস্তান শাহিনস। ডারউইনে বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে শুরু হবে পাকিস্তান শাহিনস-মেলবোর্ন রেনেগেডস একাডেমি ম্যাচ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’-এরও ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩৭ মিনিট আগেডি বক্সের বেশ বাইরে থেকে ফ্রি-কিক পেলেন হুলিয়ান আলভারেজ। ডান পায়ে বাঁকানো এক শট নিলেন তিনি। এসপানিওলের ডিফেন্ডাররা তো বটেই। তাদের গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ ডান দিকে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। আলভারেজের বল জালে জড়াতেই উদযাপন শুরু আতলেতিকো মাদ্রিদের ফুটবলারদের।
১ ঘণ্টা আগেএশিয়া কাপ, আইসিসি ইভেন্ট ছাড়া ভারত-পাকিস্তানের এখন মুখোমুখি হওয়ার কোনো সুযোগই নেই। সাম্প্রতিক পারফরম্যান্সে দুই দলের মধ্যে আকাশ-পাতাল তফাৎ। তবু দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ নিয়ে উত্তাপ না ছড়িয়ে কি পারে! মাঠে নামার আগেই দুই দলের ক্রিকেটারদের মধ্যে জমে ওঠে কথার লড়াই।
২ ঘণ্টা আগে