Ajker Patrika

ইউরোপাতেও খেলতে পারবেন না হ্যারি কেইনরা 

ইউরোপাতেও খেলতে পারবেন না হ্যারি কেইনরা 

আগামী মৌসুমে টটেনহামের চ্যাম্পিয়নস লিগ খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে আগেই। ‘সান্ত্বনা’ হিসেবে ইউরোপা লিগ, ইউরোপা কনফারেন্স লিগে খেলার সুযোগ ছিল স্পার্সদের সামনে। গতকাল শেষ সুযোগটুকুও হাতছাড়া হয়েছে হ্যারি কেইনদের। 

২০২২-২৩ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ দিন ছিল গতকাল। এলান্ড রোডে লিডস ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়েছে টটেনহাম। জোড়া গোল করেছেন কেইন এবং একটি করে গোল করেছেন পেদ্রো পোরো ও লুকাস মউরা। তখন ৬০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাত নম্বরে ছিল স্পার্স। কেইনদের সামনে তখন আগামী মৌসুমে ইউরোপা কনফারেন্স লিগের কোয়ালিফায়ারে খেলার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু এখানে বাধ সাধে অ্যাস্টন ভিলা। ভিলা পার্কে ব্রাইটনকে ২-১ গোলে হারায় অ্যাস্টন ভিলা। স্পার্সকে টপকে সাতে উঠে আসে ভিলা। 

অন্যদিকে আগেভাগেই এবারের প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত হয়ে গিয়েছিল ম্যানচেস্টার সিটির। ব্রেন্টফোর্ডের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট শেষ করে ম্যান সিটি। সিটির নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড জয় দিয়ে মৌসুম শেষ করে। ফুলহামকে ২-১ গোলে হারিয়েছে ইউনাইটেড। ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থেকে মৌসুম শেষ করে রেড ডেভিলরা। ৮৪ পয়েন্টে দুইয়ে ও ৭১ পয়েন্টে চারে থেকে টুর্নামেন্ট শেষ করেছে আর্সেনাল ও নিউক্যাসল। আর ৪-৪ গোলে ড্র করেছে সাউদাম্পটন-লিভারপুল। লিভারপুলের হয়ে জোড়া গোল করেছেন দিয়েগো জোতা, একটি করে গোল করেছেন রবার্তো ফিরমিনো ও কোডি গাকপো। ৬৭ পয়েন্ট নিয়ে পাঁচে থেকে টুর্নামেন্ট শেষ করেছে অলরেডরা। ছয়ে থেকে মৌসুম শেষ করেছে ব্রাইটন। ব্রাইটন, লিভারপুল-আগামী মৌসুমের ইউরোপা লিগের গ্রুপ পর্বে খেলতে পারবে। আর বোর্নমাউথকে ১-০ গোলে হারিয়ে অবনমন এড়িয়েছে এভারটন। 

২০২২-২৩ ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা সাত দল: 
ম্যানচেস্টার সিটি: ৮৯ 
আর্সেনাল: ৮৪ 
ম্যানচেস্টার ইউনাইটেড: ৭৫ 
নিউক্যাসল: ৭১ 
লিভারপুল: ৬৭ 
ব্রাইটন: ৬২ 
অ্যাস্টন ভিলা: ৬১

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত