ক্রীড়া ডেস্ক
দুই দলই নিজেদের হারিয়ে খুঁজছে। এর মধ্যে আবার তাদের দেখা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে। আজ পিএসজির ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে আতিথেয়তা নেবে ম্যানচেস্টার সিটি। এখন পর্যন্ত ইউরোপসেরার এই লড়াইয়ে ছয় ম্যাচের দুটিতে জিতেছে লিগ ওয়ানের ক্লাবটি। অন্যদিকে ম্যানসিটিও পিএসজির সমান ম্যাচ খেলে জিতেছে দুটি। তবে বাকি ম্যাচগুলোর মধ্যে দুটিতে ড্র করায় পিএসজি থেকে এক পয়েন্ট বেশি সিটিজেনদের, যা দিয়ে শেষ ষোলোতে যাওয়া দুই দলের জন্যই কঠিন। তাই বাকি দুই ম্যাচে জয় ছাড়া কিছু ভাবছে না তারা। আজ যে দল তিন পয়েন্ট নিতে পারবে, তাদের পরের রাউন্ডে যাওয়ার আশাটাও বেঁচে থাকবে।
এমন কঠিন সমীকরণের ম্যাচে পেপ গার্দিওলার শিষ্যদের প্রেরণা ঝকঝকে অতীত। পরিসংখ্যান বলছে, ইউরোপিয়ান প্রতিযোগিতায় এখন পর্যন্ত সাতবার সিটির মুখোমুখি হয়েছে পিএসজি। যেখানে জয় কেবল একটি। বাকি ছয় ম্যাচের চারটিতে হার আর দুটিতে হয় ড্র। এবারও সিটি চাইবে তেমন কিছু। তবে পিএসজির জন্য জয়টা খুবই দরকার। সেই বিবেচনায় তাদেরও হাল ছাড়ার কথা নয়। যদিও তাদের আগের মতো তারকাখ্যাতিও নেই। লিওনেল মেসি, নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে ক্লাব ছাড়ার পর ব্র্যাডলি বারকোলা ও উসমান দেম্বেলেই তাদের গোলমুখের ভরসা। লিগ ওয়ানের সেরা গোলদাতার তালিকায়ও আছেন দুজন। যেখানে বারকোলার গোল ১১ আর দেম্বেলে ১০। গোলমুখে আসল টক্কর হলেও গতির লড়াইও জমতে পারে বেশ।
গার্দিওলার সিটি অবশ্য কাউন্টার অ্যাটাকে বেশ ভয়ংকর। পিএসজির কোচ লুইস এনরিকে হয়তো তাদের সেই গতি কমানোর ছকই আঁকছেন। তাতে যদি আরলিং হাল্যান্ড, পিল ফোডেনদের আটকানো যায়। যদিও দারুণ ছন্দে থাকা হাল্যান্ড নিজের পারফরম্যান্সের দিন যেকোনো প্রতিপক্ষকে চুরমার করে দিতে পারেন। পিএসজি আশাবাদী হতেই পারে। ম্যাচটা যেহেতু নিজেদের মাঠে, সেদিক থেকে জয়টা তারা উদ্যাপন করলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সর্বশেষ এই প্যারিসেই কিন্তু সিটিকে ২-০ গোলে হারিয়েছিল পিএসজি। ২০২১-২২ মৌসুমের সেই চ্যাম্পিয়নস লিগের ম্যাচটিতে সিটির বিপক্ষে গোল করেছিলেন মেসি ও ইদ্রিসা গায়া। বর্তমানে এই দুজনের কেউই নেই ফরাসি ক্লাবটিতে।
দুই দলই নিজেদের হারিয়ে খুঁজছে। এর মধ্যে আবার তাদের দেখা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে। আজ পিএসজির ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে আতিথেয়তা নেবে ম্যানচেস্টার সিটি। এখন পর্যন্ত ইউরোপসেরার এই লড়াইয়ে ছয় ম্যাচের দুটিতে জিতেছে লিগ ওয়ানের ক্লাবটি। অন্যদিকে ম্যানসিটিও পিএসজির সমান ম্যাচ খেলে জিতেছে দুটি। তবে বাকি ম্যাচগুলোর মধ্যে দুটিতে ড্র করায় পিএসজি থেকে এক পয়েন্ট বেশি সিটিজেনদের, যা দিয়ে শেষ ষোলোতে যাওয়া দুই দলের জন্যই কঠিন। তাই বাকি দুই ম্যাচে জয় ছাড়া কিছু ভাবছে না তারা। আজ যে দল তিন পয়েন্ট নিতে পারবে, তাদের পরের রাউন্ডে যাওয়ার আশাটাও বেঁচে থাকবে।
এমন কঠিন সমীকরণের ম্যাচে পেপ গার্দিওলার শিষ্যদের প্রেরণা ঝকঝকে অতীত। পরিসংখ্যান বলছে, ইউরোপিয়ান প্রতিযোগিতায় এখন পর্যন্ত সাতবার সিটির মুখোমুখি হয়েছে পিএসজি। যেখানে জয় কেবল একটি। বাকি ছয় ম্যাচের চারটিতে হার আর দুটিতে হয় ড্র। এবারও সিটি চাইবে তেমন কিছু। তবে পিএসজির জন্য জয়টা খুবই দরকার। সেই বিবেচনায় তাদেরও হাল ছাড়ার কথা নয়। যদিও তাদের আগের মতো তারকাখ্যাতিও নেই। লিওনেল মেসি, নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে ক্লাব ছাড়ার পর ব্র্যাডলি বারকোলা ও উসমান দেম্বেলেই তাদের গোলমুখের ভরসা। লিগ ওয়ানের সেরা গোলদাতার তালিকায়ও আছেন দুজন। যেখানে বারকোলার গোল ১১ আর দেম্বেলে ১০। গোলমুখে আসল টক্কর হলেও গতির লড়াইও জমতে পারে বেশ।
গার্দিওলার সিটি অবশ্য কাউন্টার অ্যাটাকে বেশ ভয়ংকর। পিএসজির কোচ লুইস এনরিকে হয়তো তাদের সেই গতি কমানোর ছকই আঁকছেন। তাতে যদি আরলিং হাল্যান্ড, পিল ফোডেনদের আটকানো যায়। যদিও দারুণ ছন্দে থাকা হাল্যান্ড নিজের পারফরম্যান্সের দিন যেকোনো প্রতিপক্ষকে চুরমার করে দিতে পারেন। পিএসজি আশাবাদী হতেই পারে। ম্যাচটা যেহেতু নিজেদের মাঠে, সেদিক থেকে জয়টা তারা উদ্যাপন করলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সর্বশেষ এই প্যারিসেই কিন্তু সিটিকে ২-০ গোলে হারিয়েছিল পিএসজি। ২০২১-২২ মৌসুমের সেই চ্যাম্পিয়নস লিগের ম্যাচটিতে সিটির বিপক্ষে গোল করেছিলেন মেসি ও ইদ্রিসা গায়া। বর্তমানে এই দুজনের কেউই নেই ফরাসি ক্লাবটিতে।
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
১১ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
১২ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
১৪ ঘণ্টা আগে