গত বছর লিওনেল মেসি প্যারিসের থিয়েটার দ্য শ্যালেতে উঁচিয়ে ধরেছিলেন ব্যালন ডি অর। ২০২১ সালে রেকর্ড সপ্তমবারের মতো জিতেছিলেন পুরস্কারটি। ব্যালন ডি অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় নিজের নাম থাকা নিয়মে পরিণত করেছিলেন মেসি। এবার সেই তালিকায় বত্যয় ঘটেছে। গতকাল প্রকাশিত ৩০ জনের তালিকায় নেই সর্বোচ্চ রেকর্ডের মালিকের নাম।
মেসি বহু বছর পর ব্যালন ডি অরের তালিকায় নেই। ২০০৫ সালের পর এই প্রথম ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় নেই পিএসজি তারকার নাম। অর্থাৎ, ১৬ বছর পর বাদ পড়লেন তিনি। তালিকায় আর্জেন্টাইন তারকার সঙ্গে তাঁর ক্লাব সতীর্থ নেইমারের নামও নেই। আর কোনো বড় তারকা বাদ পড়েননি তালিকা থেকে।
মেসি ও নেইমার বাদ পড়লেও ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পের নাম আছে সংক্ষিপ্ত তালিকায়। তালিকায় জায়গা পেয়েছেন সময়ের আরেক সেরা ক্রিস্টিয়ানো রোনালদো। এবারের তালিকায় নাম থাকায় পর্তুগিজ তারকার একটি রেকর্ড হয়েছে। সর্বোচ্চ ১৭ বার এই তালিকায় মনোনয়ন পেলেন সিআরসেভেন। এবার ব্যালন ডি অরের অন্যতম দাবিবার করিম বেনজামার সঙ্গে অন্য বড় তারকারা আছেন তালিকায়।
ব্যালন ডি অরের ৩০ জনের তালিকা:
থিবো কুর্তোয়া, রাফায়েল লিও, ক্রিস্টোফার এনকুকু, মোহাম্মাদ সালাহ, জশুয়া কিমিখ, ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ড, ভিনিসিয়ুস জুনিয়র, বের্নাডো সিলভা, লুইজ দিয়াস, রবার্তো লেভানডোভস্কি, রিয়াদ মহারেজ, কাসেমিরো, হিউং মিন সন, ফ্যাবিনিয়ো, করিম বেনজেমা, মাইক মাইগনান, হ্যারি কেইন, ডারউইন নুনেজ, ফিল ফোডেন, সাদিও মানে, সেবাস্তিয়ান হলার, লুকা মদ্রিচ, ক্রিস্টিয়ানো রোনালদো, আন্তোনিও রুডিগার, কেভিন ডি ব্রুইনা, দুসান ভ্লাহোভিচ, ভার্জিল ফন ডাইক, জোয়াও কানসালো, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড।
গত বছর লিওনেল মেসি প্যারিসের থিয়েটার দ্য শ্যালেতে উঁচিয়ে ধরেছিলেন ব্যালন ডি অর। ২০২১ সালে রেকর্ড সপ্তমবারের মতো জিতেছিলেন পুরস্কারটি। ব্যালন ডি অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় নিজের নাম থাকা নিয়মে পরিণত করেছিলেন মেসি। এবার সেই তালিকায় বত্যয় ঘটেছে। গতকাল প্রকাশিত ৩০ জনের তালিকায় নেই সর্বোচ্চ রেকর্ডের মালিকের নাম।
মেসি বহু বছর পর ব্যালন ডি অরের তালিকায় নেই। ২০০৫ সালের পর এই প্রথম ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় নেই পিএসজি তারকার নাম। অর্থাৎ, ১৬ বছর পর বাদ পড়লেন তিনি। তালিকায় আর্জেন্টাইন তারকার সঙ্গে তাঁর ক্লাব সতীর্থ নেইমারের নামও নেই। আর কোনো বড় তারকা বাদ পড়েননি তালিকা থেকে।
মেসি ও নেইমার বাদ পড়লেও ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পের নাম আছে সংক্ষিপ্ত তালিকায়। তালিকায় জায়গা পেয়েছেন সময়ের আরেক সেরা ক্রিস্টিয়ানো রোনালদো। এবারের তালিকায় নাম থাকায় পর্তুগিজ তারকার একটি রেকর্ড হয়েছে। সর্বোচ্চ ১৭ বার এই তালিকায় মনোনয়ন পেলেন সিআরসেভেন। এবার ব্যালন ডি অরের অন্যতম দাবিবার করিম বেনজামার সঙ্গে অন্য বড় তারকারা আছেন তালিকায়।
ব্যালন ডি অরের ৩০ জনের তালিকা:
থিবো কুর্তোয়া, রাফায়েল লিও, ক্রিস্টোফার এনকুকু, মোহাম্মাদ সালাহ, জশুয়া কিমিখ, ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ড, ভিনিসিয়ুস জুনিয়র, বের্নাডো সিলভা, লুইজ দিয়াস, রবার্তো লেভানডোভস্কি, রিয়াদ মহারেজ, কাসেমিরো, হিউং মিন সন, ফ্যাবিনিয়ো, করিম বেনজেমা, মাইক মাইগনান, হ্যারি কেইন, ডারউইন নুনেজ, ফিল ফোডেন, সাদিও মানে, সেবাস্তিয়ান হলার, লুকা মদ্রিচ, ক্রিস্টিয়ানো রোনালদো, আন্তোনিও রুডিগার, কেভিন ডি ব্রুইনা, দুসান ভ্লাহোভিচ, ভার্জিল ফন ডাইক, জোয়াও কানসালো, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড।
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২৯ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
২ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে