এমন ম্যাচ কেউ কখনো দেখেছে কি না সন্দেহ। টাইব্রেকারেও ফল মীমাংসা না হওয়ায় রেফারি দুই দলের অধিনায়ককে ডেকে সিদ্ধান্ত নিলেন টস করার। সেখানে যে জিতবে, চ্যাম্পিয়ন হবে তারা—সেই টসই জন্ম দিল যত বিতর্কের।
টসে বাংলাদেশ হারের সঙ্গে সঙ্গে শিরোপা জয়ের খুশিতে উদ্যাপনে মেতে ওঠেন ভারতের মেয়েরা। কিন্তু পরক্ষণেই লাগে মহাগ্যাঞ্জাম। বাংলাদেশের কোচ-কর্মকর্তারা আপত্তি জানান রেফারির সিদ্ধান্তের। ভারতও নাছোড়বান্দা। টস যে তারাই জিতেছে! কিন্তু দুই পক্ষের এমন নাছোড়বান্দা মানসিকতায় উত্তেজিত হয়ে উঠে কমলাপুর স্টেডিয়াম।
একপর্যায়ে মাঠ ছেড়ে যায় ভারত। ফল নিষ্পত্তির জন্য দুই ঘণ্টা বেশি সময় অপেক্ষার পর অবশেষে দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।
ফাইনালকে ঘিরে এই বিতর্ক জন্ম নেয় মূলত শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার সিলভা জয়সুরিয়া ডিলনের ভুলে। আন্তর্জাতিকভাবে টাইব্রেকারে ফল নির্ধারণ না হওয়া পর্যন্ত শট নেওয়ার নিয়ম থাকলেও ম্যাচ কমিশনার দুই অধিনায়ককে ডাকেন টসের জন্য। তাতেই জন্ম বিতর্কের। সেই গ্যাঞ্জামের সময় জানা যায়, ভারত ৩০ মিনিটের মধ্যে মাঠে না ফিরলে বিজয়ী ঘোষণা করা হতে পারে বাংলাদেশকে। তবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি। লম্বা সময় অপেক্ষা করতে হলেও দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে
এই বিতর্কের আগে দারুণ এক উপভোগ্য ফাইনাল দেখেছেন মাঠের দর্শকেরা। ম্যাচে আট মিনিটে শিবানী দেবীর গোলে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। অতিরিক্ত চার মিনিট সময়ের এক মিনিট আগে সাগরিকার গোলে ম্যাচে সমতায় ফেরে বাংলাদেশ। খেলা গড়ায় টাইব্রেকারে। সেই টাইব্রেকার থেকেই জন্ম নিয়েছে যত বিতর্কের।
আজ বারুদ ঠাসা এক বাংলাদেশ-ভারত অনূর্ধ্ব-১৯ সাফের ফাইনাল দেখার জন্য কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে হাজির হয়েছিলেন হাজার হাজার দর্শক। সেই দর্শকেরা দেখলেন শ্বাসরুদ্ধকর ফাইনাল। ১-০ গোলে পিছিয়ে থাকা ফাইনালে বাংলাদেশ সমতায় ফিরল একদম শেষ সময়ে এসে। সেখান থেকে খেলা গড়াল টাইব্রেকারে। ভাগ্যের খেলাতেও ১১ শটে নির্ধারিত হলো না শিরোপা। টসের জন্য দুই অধিনায়ককে ডাকলে শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার সিলভা জয়সুরিয়া ডিলন। টসে শিরোপা হারার পর রেফারি রাই অঞ্জনা ও কমিশনারকে ঘিরে ধরলেন বাংলাদেশের খেলোয়াড়-কর্মকর্তারা। বাংলাদেশের আপত্তিতে খেলা চালানোর সিদ্ধান্ত নিলেন ম্যাচ কমিশনার। সিদ্ধান্ত জানানোর পর আপত্তি তুলে ভারত মাঠ ছেড়ে যায়। শিরোপা জিতল কারা, এখন তা নিয়ে চরম অনিশ্চয়তা।
এমন ম্যাচ কেউ কখনো দেখেছে কি না সন্দেহ। টাইব্রেকারেও ফল মীমাংসা না হওয়ায় রেফারি দুই দলের অধিনায়ককে ডেকে সিদ্ধান্ত নিলেন টস করার। সেখানে যে জিতবে, চ্যাম্পিয়ন হবে তারা—সেই টসই জন্ম দিল যত বিতর্কের।
টসে বাংলাদেশ হারের সঙ্গে সঙ্গে শিরোপা জয়ের খুশিতে উদ্যাপনে মেতে ওঠেন ভারতের মেয়েরা। কিন্তু পরক্ষণেই লাগে মহাগ্যাঞ্জাম। বাংলাদেশের কোচ-কর্মকর্তারা আপত্তি জানান রেফারির সিদ্ধান্তের। ভারতও নাছোড়বান্দা। টস যে তারাই জিতেছে! কিন্তু দুই পক্ষের এমন নাছোড়বান্দা মানসিকতায় উত্তেজিত হয়ে উঠে কমলাপুর স্টেডিয়াম।
একপর্যায়ে মাঠ ছেড়ে যায় ভারত। ফল নিষ্পত্তির জন্য দুই ঘণ্টা বেশি সময় অপেক্ষার পর অবশেষে দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।
ফাইনালকে ঘিরে এই বিতর্ক জন্ম নেয় মূলত শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার সিলভা জয়সুরিয়া ডিলনের ভুলে। আন্তর্জাতিকভাবে টাইব্রেকারে ফল নির্ধারণ না হওয়া পর্যন্ত শট নেওয়ার নিয়ম থাকলেও ম্যাচ কমিশনার দুই অধিনায়ককে ডাকেন টসের জন্য। তাতেই জন্ম বিতর্কের। সেই গ্যাঞ্জামের সময় জানা যায়, ভারত ৩০ মিনিটের মধ্যে মাঠে না ফিরলে বিজয়ী ঘোষণা করা হতে পারে বাংলাদেশকে। তবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি। লম্বা সময় অপেক্ষা করতে হলেও দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে
এই বিতর্কের আগে দারুণ এক উপভোগ্য ফাইনাল দেখেছেন মাঠের দর্শকেরা। ম্যাচে আট মিনিটে শিবানী দেবীর গোলে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। অতিরিক্ত চার মিনিট সময়ের এক মিনিট আগে সাগরিকার গোলে ম্যাচে সমতায় ফেরে বাংলাদেশ। খেলা গড়ায় টাইব্রেকারে। সেই টাইব্রেকার থেকেই জন্ম নিয়েছে যত বিতর্কের।
আজ বারুদ ঠাসা এক বাংলাদেশ-ভারত অনূর্ধ্ব-১৯ সাফের ফাইনাল দেখার জন্য কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে হাজির হয়েছিলেন হাজার হাজার দর্শক। সেই দর্শকেরা দেখলেন শ্বাসরুদ্ধকর ফাইনাল। ১-০ গোলে পিছিয়ে থাকা ফাইনালে বাংলাদেশ সমতায় ফিরল একদম শেষ সময়ে এসে। সেখান থেকে খেলা গড়াল টাইব্রেকারে। ভাগ্যের খেলাতেও ১১ শটে নির্ধারিত হলো না শিরোপা। টসের জন্য দুই অধিনায়ককে ডাকলে শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার সিলভা জয়সুরিয়া ডিলন। টসে শিরোপা হারার পর রেফারি রাই অঞ্জনা ও কমিশনারকে ঘিরে ধরলেন বাংলাদেশের খেলোয়াড়-কর্মকর্তারা। বাংলাদেশের আপত্তিতে খেলা চালানোর সিদ্ধান্ত নিলেন ম্যাচ কমিশনার। সিদ্ধান্ত জানানোর পর আপত্তি তুলে ভারত মাঠ ছেড়ে যায়। শিরোপা জিতল কারা, এখন তা নিয়ে চরম অনিশ্চয়তা।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৬ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৭ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৮ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৯ ঘণ্টা আগে