মোমের মূর্তির জন্য বিশ্ববিখ্যাত মাদাম তুসো মিউজিয়াম। লন্ডনে অবস্থিত এই জাদুঘরে আছে বিশ্বের বিখ্যাত ও জনপ্রিয় ব্যক্তিত্বদের মূর্তি। অনেক জগৎ বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে মিউজিয়ামটিতে রয়েছে বল পায়ে দৌড়ানো লিওনেল মেসিরও মূর্তি। আর্জেন্টাইন তারকাকে দেখার জন্য যেখানে প্রতিদিনই ভিড় করে লক্ষ লক্ষ ভক্ত-সমর্থক।
অনেকের মতো মেসির খেলার ভক্ত কিয়ানু বাক্কাসও। তবে খুদে জাদুকরকে দেখার জন্য মাদাম তুসো মিউজিয়ামে যাননি এই অস্ট্রেলিয়া মিডফিল্ডার। এবারের বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে এমএলটেনকে মোমের মূর্তি মনে করেছেন তিনি।
অস্ট্রেলিয়াকে হারিয়েই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সেই ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন বাক্কাসও। মেসির বিপক্ষে খেলতে পারাটাকে আশ্চর্যজনক মনে করছেন তিনি। অস্ট্রেলিয়া মিডফিল্ডার বলেছেন, ‘দেখতে সে ‘বিশেষ’ একজন খেলোয়াড়। মাঠে তাকে নকল মনে হচ্ছিল। সত্যি কথা বলতে, অনেকটা মোমের মূর্তির মতো লাগছিল। তার বিপক্ষে খেলতে পারাটা আশ্চর্যজনক ছিল। আমি তাকে দেখে শিখতে চেষ্টা করেছিলাম। কিন্তু এটা অনেক কঠিন ছিল।’
মাঠে ৭ বারের ব্যালন ডি অর জয়ী মেসির পেছন পেছন তাড়া করাকে পরাবাস্তব বলে মনে করেন বাক্কাস। তিনি বলেছেন, ‘বাস্তবে সে কত ভালো, কীভাবে ম্যাচকে দেখেন এবং নিয়ন্ত্রণ নেন এটা দেখা পরাবাস্তব ছিল। এটি বিশেষ কিছু ছিল। মাঠের যেকোনো প্রান্ত থেকে সে বল ধরে এবং নিজেকে দ্রুত ঘুরিয়ে নেয়। সতীর্থদের আত্মবিশ্বাসী করে এবং খেলার নিয়ন্ত্রণ নেয়। তাকে কাঁধের ওপর দিয়ে দেখার চেষ্টা করছিলাম সে কোথায় ছিল এবং সে কি করছিল।’
আর কয়েক ঘণ্টা পরেই নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে আর্জেন্টিনা। নিজের অধরা স্বপ্ন পূরণ করতে হলে অস্ট্রেলিয়া ম্যাচের মতো আজও জ্বলে উঠতে হবে মেসিকে। সেদিন দলের জয়ের প্রথম গোলটি করেছিলেন পিএসজি তারকা।
মোমের মূর্তির জন্য বিশ্ববিখ্যাত মাদাম তুসো মিউজিয়াম। লন্ডনে অবস্থিত এই জাদুঘরে আছে বিশ্বের বিখ্যাত ও জনপ্রিয় ব্যক্তিত্বদের মূর্তি। অনেক জগৎ বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে মিউজিয়ামটিতে রয়েছে বল পায়ে দৌড়ানো লিওনেল মেসিরও মূর্তি। আর্জেন্টাইন তারকাকে দেখার জন্য যেখানে প্রতিদিনই ভিড় করে লক্ষ লক্ষ ভক্ত-সমর্থক।
অনেকের মতো মেসির খেলার ভক্ত কিয়ানু বাক্কাসও। তবে খুদে জাদুকরকে দেখার জন্য মাদাম তুসো মিউজিয়ামে যাননি এই অস্ট্রেলিয়া মিডফিল্ডার। এবারের বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে এমএলটেনকে মোমের মূর্তি মনে করেছেন তিনি।
অস্ট্রেলিয়াকে হারিয়েই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সেই ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন বাক্কাসও। মেসির বিপক্ষে খেলতে পারাটাকে আশ্চর্যজনক মনে করছেন তিনি। অস্ট্রেলিয়া মিডফিল্ডার বলেছেন, ‘দেখতে সে ‘বিশেষ’ একজন খেলোয়াড়। মাঠে তাকে নকল মনে হচ্ছিল। সত্যি কথা বলতে, অনেকটা মোমের মূর্তির মতো লাগছিল। তার বিপক্ষে খেলতে পারাটা আশ্চর্যজনক ছিল। আমি তাকে দেখে শিখতে চেষ্টা করেছিলাম। কিন্তু এটা অনেক কঠিন ছিল।’
মাঠে ৭ বারের ব্যালন ডি অর জয়ী মেসির পেছন পেছন তাড়া করাকে পরাবাস্তব বলে মনে করেন বাক্কাস। তিনি বলেছেন, ‘বাস্তবে সে কত ভালো, কীভাবে ম্যাচকে দেখেন এবং নিয়ন্ত্রণ নেন এটা দেখা পরাবাস্তব ছিল। এটি বিশেষ কিছু ছিল। মাঠের যেকোনো প্রান্ত থেকে সে বল ধরে এবং নিজেকে দ্রুত ঘুরিয়ে নেয়। সতীর্থদের আত্মবিশ্বাসী করে এবং খেলার নিয়ন্ত্রণ নেয়। তাকে কাঁধের ওপর দিয়ে দেখার চেষ্টা করছিলাম সে কোথায় ছিল এবং সে কি করছিল।’
আর কয়েক ঘণ্টা পরেই নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে আর্জেন্টিনা। নিজের অধরা স্বপ্ন পূরণ করতে হলে অস্ট্রেলিয়া ম্যাচের মতো আজও জ্বলে উঠতে হবে মেসিকে। সেদিন দলের জয়ের প্রথম গোলটি করেছিলেন পিএসজি তারকা।
রাজনৈতিক দ্বন্দ্বের কারণে লম্বা সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত-পাকিস্তান। সেই দ্বন্দ্বের আঁচ পড়ে ক্রিকেটারদের মধ্যেও। বন্ধুত্বের আড়ালে উঠে আসে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা। তেমনই এক ঘটনা শোনালেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান। ২০০৬ সালে করাচি থেকে লাহোরে যাওয়ার সময় পাকিস্তানের সাবেক অলরাউন্ডা
১ ঘণ্টা আগেডিসেম্বরে ভারতে আসছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ভারতে এবারই যে তাঁর প্রথম সফর তা নয়। ২০১১ সালেও পা রাখেন তিনি। তবে সেবার তাঁর সঙ্গী হয়েছিল পুরো আর্জেন্টিনা দল। এবার আসছেন ব্যক্তিগতভাবে। মেসিকে রাজি করানোটা তাই সহজ ছিল না ভারতের ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের জন্য।
২ ঘণ্টা আগে‘রুত, দিনিস, দুয়ার্তে, মাতিলদা—অ্যানফিল্ড সবসময় তোমাদের ঘর হয়ে থাকবে। তোমরা কখনো একা হাঁটবে না।’
৩ ঘণ্টা আগেমিরপুরে কোয়াবের গত দুটি সভায় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবিতে হওয়া সভায় ক্রিকেটারদের কল্যাণ সমিতি কোয়াবের নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা করা হয়।
৪ ঘণ্টা আগে