Ajker Patrika

কোয়াব পরিচালনা কমিটিতে থাকছে নারী পদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১৩: ৫২
কোয়াব। ছবি: ফেসবুক
কোয়াব। ছবি: ফেসবুক

মিরপুরে কোয়াবের গত দুটি সভায় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবিতে হওয়া সভায় ক্রিকেটারদের কল্যাণ সমিতি কোয়াবের নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা করা হয়।

গতকালও একটি সভা হয়েছে। তবে সেটি বিসিবিতে নয়; তা ছিল রুদ্ধদ্বার সভা। মিরপুরের ডিওএইচএস এলাকার একটি কফি শপে ৬০-৭০ জন ক্রিকেটারের অংশগ্রহণে কোয়াবের আসন্ন নির্বাচন নিয়ে তামিম ইকবালের নেতৃত্বে হয়েছে এই সভা।

সূত্রের খবর, বৈঠকে আলোচনা হয়েছে নির্বাচনে ক্রিকেটারদের প্রার্থিতা ও নারী ক্রিকেটারদের ভূমিকা বাড়ানোর পরিকল্পনা নিয়ে। নারী ক্রিকেটারদের মধ্যে সাবেক নারী ক্রিকেটার সাথিরা জাকির জেসি ও জাতীয় দলের বাইরে থাকা রুমানা আহমেদ উপস্থিত ছিলেন। কোয়াবের পরিচালনা কমিটিতে নারীবিষয়ক একটি পদে নারীদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়। ২১ আগস্টের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। ২৩ থেকে ২৬ আগস্ট ভোটার তালিকার বৈধ প্রার্থীরা কোয়াব নির্বাচনে প্রার্থী হিসেবে নমিনেশন সংগ্রহ ও জমা দিতে পারবেন।

সূত্র আরও জানিয়েছে, নির্বাচনে ভোটাধিকার থাকবে শুধু সাবেক ও বর্তমান জাতীয় দলের ক্রিকেটার এবং বর্তমান প্রথম শ্রেণির ক্রিকেটারদের। সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার, সাবেক ঢাকা প্রিমিয়ার লিগ, প্রথম ও দ্বিতীয় বিভাগে খেলা ক্রিকেটারদের ভোটাধিকার রাখা হয়নি। ফলে এই শ্রেণির ক্রিকেটাররা কোয়াব নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। জাতীয় দলের খেলোয়াড়েরা অবশ্য সদস্য হয়ে প্রার্থিতা দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাদ্রাসাছাত্রীকে তুলে রেস্তোরাঁয় নিয়ে ধর্ষণ, আড়াল করতে সাউন্ডবক্সে চলে গান

দেড় মাস ধরে কর্মস্থলে নেই সহকারী কমিশনার, নিয়োগ বাতিল করল সরকার

পর্নো সাইটে বাংলাদেশি যুগলের ১১২ ভিডিও, র‍্যাঙ্কিংয়ে অষ্টম: সিআইডি

জুবায়েদ হত্যার নেপথ্যে ‘প্রেমের সম্পর্ক’, সিসিটিভির ফুটেজ দেখে আটক ৩

৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

এলাকার খবর
Loading...