কাতার বিশ্বকাপ জিতে সব অপূর্ণতা ঘুচে যায় লিওনেল মেসির। আরাধ্য ট্রফির কাছাকাছি গিয়ে ফিরে আসার পর অবশেষে গত বছর জিতেছেন বিশ্বকাপ। ক্যাবিনেটে তাঁর জমা হয়েছে অসংখ্য শিরোপা।
ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবলে মেসি গড়েছেন একের পর এক রেকর্ড। ‘রেকর্ডের বরপুত্র’ মেসি এখন খেলছেন ইন্টার মায়ামিতে। স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন ছেলে থিয়াগো, মাতেও, সিরোকে নিয়ে মায়ামিতে বেশ সুখেই আছেন। তাছাড়া ক্যারিয়ারের বাইরে পরিবার নিয়ে তেমন একটা কথাবার্তা বলেন না তিনি। এবার ওলগা চ্যানেলে বিখ্যাত স্ট্রিমার মিগ গ্রানাদোসের সঙ্গে পরিবার নিয়ে কথা বলে ভক্ত-সমর্থকদের যেন চমকে দিলেন মেসি। সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী ফুটবলার বলেন, ‘আমরা আরেকটি বাচ্চা নেওয়ার পরিকল্পনা করছি। সেভাবে এখনো চেষ্টা করছি না। দেখি মেয়েসন্তান হয় কি না।’
সন্তানদের কতটা মেসি ভালোবাসেন, তা কারও অজানা নয়। নিজে অনুশীলন ক্যাম্পে গেলে ছেলেদের সঙ্গে নিয়ে যান। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের ভাষ্য, ‘আমি যখন ছোট ছিলাম, আমাকে আমার মা-বাবা যা শিখিয়েছেন, তা-ই শেখানোর চেষ্টা করছি। আমি একজন ভালো বাবা। কারণ আমার মা-বাবা ভালো অভিভাবক।’
ম্যাচ খেলার কারণে বেশির ভাগ সময়ই বাসার বাইরে থাকতে হয় মেসিকে। তিন ছেলেকে সে সময় দেখাশোনা করেন রোকুজ্জো। স্ত্রীর প্রশংসা করে সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী ফুটবলার বলেন, ‘আমি তাকে (রোকুজ্জো) খুব শ্রদ্ধা করি। বাচ্চাদের সে ২৪ ঘণ্টা সময় দেয়। ম্যাচ, সফর, জাতীয় দল—নানা কারণে আমাকে প্রায় সময়ই বাড়ির বাইরে থাকতে হয়। মাঝেমধ্যে তা এক-দেড় মাসও হয়ে যায়। তখন সে বাচ্চাদের সঙ্গে থাকে।’
কাতার বিশ্বকাপ জিতে সব অপূর্ণতা ঘুচে যায় লিওনেল মেসির। আরাধ্য ট্রফির কাছাকাছি গিয়ে ফিরে আসার পর অবশেষে গত বছর জিতেছেন বিশ্বকাপ। ক্যাবিনেটে তাঁর জমা হয়েছে অসংখ্য শিরোপা।
ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবলে মেসি গড়েছেন একের পর এক রেকর্ড। ‘রেকর্ডের বরপুত্র’ মেসি এখন খেলছেন ইন্টার মায়ামিতে। স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন ছেলে থিয়াগো, মাতেও, সিরোকে নিয়ে মায়ামিতে বেশ সুখেই আছেন। তাছাড়া ক্যারিয়ারের বাইরে পরিবার নিয়ে তেমন একটা কথাবার্তা বলেন না তিনি। এবার ওলগা চ্যানেলে বিখ্যাত স্ট্রিমার মিগ গ্রানাদোসের সঙ্গে পরিবার নিয়ে কথা বলে ভক্ত-সমর্থকদের যেন চমকে দিলেন মেসি। সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী ফুটবলার বলেন, ‘আমরা আরেকটি বাচ্চা নেওয়ার পরিকল্পনা করছি। সেভাবে এখনো চেষ্টা করছি না। দেখি মেয়েসন্তান হয় কি না।’
সন্তানদের কতটা মেসি ভালোবাসেন, তা কারও অজানা নয়। নিজে অনুশীলন ক্যাম্পে গেলে ছেলেদের সঙ্গে নিয়ে যান। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের ভাষ্য, ‘আমি যখন ছোট ছিলাম, আমাকে আমার মা-বাবা যা শিখিয়েছেন, তা-ই শেখানোর চেষ্টা করছি। আমি একজন ভালো বাবা। কারণ আমার মা-বাবা ভালো অভিভাবক।’
ম্যাচ খেলার কারণে বেশির ভাগ সময়ই বাসার বাইরে থাকতে হয় মেসিকে। তিন ছেলেকে সে সময় দেখাশোনা করেন রোকুজ্জো। স্ত্রীর প্রশংসা করে সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী ফুটবলার বলেন, ‘আমি তাকে (রোকুজ্জো) খুব শ্রদ্ধা করি। বাচ্চাদের সে ২৪ ঘণ্টা সময় দেয়। ম্যাচ, সফর, জাতীয় দল—নানা কারণে আমাকে প্রায় সময়ই বাড়ির বাইরে থাকতে হয়। মাঝেমধ্যে তা এক-দেড় মাসও হয়ে যায়। তখন সে বাচ্চাদের সঙ্গে থাকে।’
২০১২, ২০১৬, ২০১৮—তিনবার এশিয়া কাপের ফাইনালে উঠেও শিরোপা ছুঁতে পারেনি বাংলাদেশ। মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসানদের সেই কান্নাভেজা মুহূর্ত এখনো বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা ভুলতে পারছেন না।
১৬ মিনিট আগেহকি এশিয়া কাপে বাংলাদেশের খেলাটা অনেকটাই নিশ্চিত ছিল। অবশেষে আজ এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেল। ২০২৫ হকি এশিয়া কাপে খেলবে বাংলাদেশ।
১ ঘণ্টা আগেএক দিন বিরতির পর আজ মাঠে নামছে পাকিস্তান শাহিনস। ডারউইনে বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে শুরু হবে পাকিস্তান শাহিনস-মেলবোর্ন রেনেগেডস একাডেমি ম্যাচ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’-এরও ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগেডি বক্সের বেশ বাইরে থেকে ফ্রি-কিক পেলেন হুলিয়ান আলভারেজ। ডান পায়ে বাঁকানো এক শট নিলেন তিনি। এসপানিওলের ডিফেন্ডাররা তো বটেই। তাদের গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ ডান দিকে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। আলভারেজের বল জালে জড়াতেই উদযাপন শুরু আতলেতিকো মাদ্রিদের ফুটবলারদের।
২ ঘণ্টা আগে