বার্সেলোনার সুদিন ফেরাতে হতাশ কোচ হাত বাড়িয়েছিলেন তরুণদের দিকে। সেই তরুণেরা নিরাশ করেননি জাভিকে। ওসাসুনার মাঠে বার্সার দুই গোলের দুটিই এসেছে দুই তরুণের কাছ থেকে। কিন্তু গোল করার কাজটা ঠিকঠাক হলেও, গোল বাঁচানোর কাজটা ভালোভাবে করতে পারেনি বার্সা। শেষ মুহূর্তে গোল খেয়ে তারা ম্যাচ ড্র করেছে ২-২ গোলে। এই ড্রয়ে এখন সেরা চারের পথটা আরও কঠিন হলো বার্সার জন্য।প্রতিপক্ষের মাঠে এদিন তারুণ্য ও অভিজ্ঞতার সমন্বয়ে একাদশ গড়ে বার্সা। বল দখলেও এদিন ওসাসুনার চেয়ে এগিয়ে ছিল বার্সা। তবে সুযোগ তৈরিতে বার্সার সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে ওসাসুনা। আক্রমণের ধারাবাহিকতায় ১২ মিনিটে বার্সাকে লিড এনে দেন ১৯ বছর বয়সী স্প্যানিশ তারকা নিকো গঞ্জালেস। তবে এই লিড দুই মিনিটের বেশি ধরে রাখতে পারেনি কাতালান ক্লাবটি। ডেভিড গার্সিয়ার গোলে দ্রুত সমতায় ফেরে স্বাগতিকেরা। সমতাতেই শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর জমে ওঠা লড়াইয়ে বার্সাকে এগিয়ে দেন আরেক ১৯ বছর বয়সী তারকা মরক্কোর আবদে এজাজুলি। একপর্যায়ে মনে হচ্ছিল ম্যাচটা বার্সার পকেটেই যাচ্ছে। তবে ৮৬ মিনিটে বার্সার জয়ের স্বপ্ন ভেঙে যায় এজকুয়েল আভিলার গোলে। ব্যর্থতার বৃত্তে থেকেই শেষ পর্যন্ত হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বার্সাকে।
এ ড্রয়ে ১৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে বার্সার অবস্থান এখন ৮ নম্বরে। টানা ব্যর্থতায় এখন বার্সার সেরা চারে থাকার সম্ভাবনাও ক্রমে ফিকে হয়ে আসছে।
বার্সেলোনার সুদিন ফেরাতে হতাশ কোচ হাত বাড়িয়েছিলেন তরুণদের দিকে। সেই তরুণেরা নিরাশ করেননি জাভিকে। ওসাসুনার মাঠে বার্সার দুই গোলের দুটিই এসেছে দুই তরুণের কাছ থেকে। কিন্তু গোল করার কাজটা ঠিকঠাক হলেও, গোল বাঁচানোর কাজটা ভালোভাবে করতে পারেনি বার্সা। শেষ মুহূর্তে গোল খেয়ে তারা ম্যাচ ড্র করেছে ২-২ গোলে। এই ড্রয়ে এখন সেরা চারের পথটা আরও কঠিন হলো বার্সার জন্য।প্রতিপক্ষের মাঠে এদিন তারুণ্য ও অভিজ্ঞতার সমন্বয়ে একাদশ গড়ে বার্সা। বল দখলেও এদিন ওসাসুনার চেয়ে এগিয়ে ছিল বার্সা। তবে সুযোগ তৈরিতে বার্সার সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে ওসাসুনা। আক্রমণের ধারাবাহিকতায় ১২ মিনিটে বার্সাকে লিড এনে দেন ১৯ বছর বয়সী স্প্যানিশ তারকা নিকো গঞ্জালেস। তবে এই লিড দুই মিনিটের বেশি ধরে রাখতে পারেনি কাতালান ক্লাবটি। ডেভিড গার্সিয়ার গোলে দ্রুত সমতায় ফেরে স্বাগতিকেরা। সমতাতেই শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর জমে ওঠা লড়াইয়ে বার্সাকে এগিয়ে দেন আরেক ১৯ বছর বয়সী তারকা মরক্কোর আবদে এজাজুলি। একপর্যায়ে মনে হচ্ছিল ম্যাচটা বার্সার পকেটেই যাচ্ছে। তবে ৮৬ মিনিটে বার্সার জয়ের স্বপ্ন ভেঙে যায় এজকুয়েল আভিলার গোলে। ব্যর্থতার বৃত্তে থেকেই শেষ পর্যন্ত হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বার্সাকে।
এ ড্রয়ে ১৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে বার্সার অবস্থান এখন ৮ নম্বরে। টানা ব্যর্থতায় এখন বার্সার সেরা চারে থাকার সম্ভাবনাও ক্রমে ফিকে হয়ে আসছে।
হাভিয়ের কাবরেরার দল নির্বাচন বরাবরই প্রশ্নবিদ্ধ। এশিয়ান কাপ বাছাইয়ে গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারের পেছনে সেটা অন্যতম কারণ হিসেবে মনে করেন অনেকেই। খোদ বাফুফের নির্বাহী কমিটির এক সদস্যও তাঁর পদত্যাগের দাবি তোলেন। তা স্বাভাবিক হিসেবেই মেনে নিয়েছেন বাংলাদেশ কোচ।
২৭ মিনিট আগেবাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে দুই সপ্তাহও বাকি নেই। এরই মধ্যে নেদারল্যান্ডস সিরিজের দল ঘোষণা করেছে। চমক হিসেবে আছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাত্র দুই ম্যাচ খেলা বেন ফ্লেচার।
২ ঘণ্টা আগে৫০ ওভারের ম্যাচে মেয়েদের জাতীয় দল ৩৮ ওভারেই অলআউট। এক শর নিচে ৯৪ রানে অলআউট হয়ে বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচে ৮৭ রানের বড় ব্যবধানে হেরেছেন মেয়েরা। হেরেছেন অনূর্ধ্ব-১৫ কিশোর দলের কাছে।
২ ঘণ্টা আগেকেশব মহারাজের ঘূর্ণিতে গতকাল নাকাল হয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার কাছে ৯৮ রানে হেরেছে অজিরা। ওয়ানডেতে ক্যারিয়ারসেরা বোলিংয়ের পরই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন মহারাজ। ২১ মাস পর ফিরে পেলেন হারানো সিংহাসন।
৩ ঘণ্টা আগে