টানা ৯ শিরোপা জয়ে ইতালিয়ান লিগ সিরি ‘আ’কে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিল জুভেন্টাস! একটা পর্যায়ে মনে হচ্ছিল, জুভেন্টাস হয়তো কখনোই লিগ শিরোপা আর হাতছাড়া করবে না। কিন্তু সবকিছুরই শেষ আছে! জুভেন্টাসের সুদিন শেষ হয়েছে গত মৌসুমে। রাজত্ব হারানো জুভরা মৌসুম শেষ করেছে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে থেকে। এমনকি তাদের সেরা চারে থাকাও শেষ দিন পর্যন্ত নিশ্চিত ছিল না।
এ পরিস্থিতিতে সামনের মৌসুমে শিরোপা পুনরুদ্ধার করাটাই জুভেন্টাসের বড় চ্যালেঞ্জ। এর মাঝে গত মৌসুমে ব্যর্থতার দায়ে কোচও বদলে ফেলেছে ‘তুরিনের বুড়ি’রা। ক্লাব কিংবদন্তি আন্দ্রেয়া পিরলোকে সরিয়ে এখন দায়িত্ব দেওয়া হয়েছে ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রিকে। এর আগেও জুভেন্টাসের কোচের দায়িত্বে ছিলেন তিনি। এখন নিজের পুরোনো সময় ফিরিয়ে আনাই হবে তাঁর প্রথম কাজ।
দীর্ঘ সময় ধরে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের শিরোপাও ছুঁতে পারছে না জুভরা। সেই আক্ষেপ দূর করতে রিয়াল মাদ্রিদ থেকে চ্যাম্পিয়নস লিগ ‘স্পেশালিস্ট’ ক্রিস্টিয়ানো রোনালদোকেও উড়িয়ে এনেছিল তারা। কিন্তু তাতেও ভাগ্য ফেরেনি জুভেন্টাসের। উল্টো গত মৌসুমের ব্যর্থতার পর রোনালদোর থাকা না–থাকা নিয়েও আছে দোলাচল। তবে ইউরোপীয় অনেক সংবাদমাধ্যম বলেছে, রোনালদো নতুন মৌসুমে জুভেন্টাসেই থাকবেন। সিআর সেভেন নাকি ক্লাবকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েও দিয়েছেন।
গতকাল অবশ্য রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘ডিসিশন ডে’। যদিও সেটি কিসের ডিসিশন এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। রোনালদো থেকে গেলে অ্যালেগ্রি তাঁকে কীভাবে ব্যবহার করবেন, সেটিও এখন দেখার বিষয় হবে।
এরই মধ্যে অবশ্য জুভেন্টাসের নতুন তারকা হিসেবে আবির্ভূত হয়েছেন ইতালির ইউরো জয়ের অন্যতম নায়ক ফেদেরিকো কিয়েসা। গত মৌসুমে ধারে এলেও তাঁকে ধরে রাখতে মরিয়া জুভরা। গোল ডটকমের একটি প্রতিবেদন বলছে, রোনালদো থেকে গেলেও আগামী মৌসুমে জুভেন্টাসের মূল খেলোয়াড় হতে পারেন এ কিয়েসাই।
আগামী মৌসুমে চোখ রেখে দলবদলে আরও কিছু চমক দিতে পারে জুভেন্টাস। পরিকল্পনায় আছেন পিয়ানিচ–লোকাতেল্লিরাও। সব মিলিয়ে পুরোনো কোচের নতুন মেয়াদে বদলে যাওয়া এক জুভেন্টাসকেই হয়তো দেখা যাবে।
টানা ৯ শিরোপা জয়ে ইতালিয়ান লিগ সিরি ‘আ’কে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিল জুভেন্টাস! একটা পর্যায়ে মনে হচ্ছিল, জুভেন্টাস হয়তো কখনোই লিগ শিরোপা আর হাতছাড়া করবে না। কিন্তু সবকিছুরই শেষ আছে! জুভেন্টাসের সুদিন শেষ হয়েছে গত মৌসুমে। রাজত্ব হারানো জুভরা মৌসুম শেষ করেছে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে থেকে। এমনকি তাদের সেরা চারে থাকাও শেষ দিন পর্যন্ত নিশ্চিত ছিল না।
এ পরিস্থিতিতে সামনের মৌসুমে শিরোপা পুনরুদ্ধার করাটাই জুভেন্টাসের বড় চ্যালেঞ্জ। এর মাঝে গত মৌসুমে ব্যর্থতার দায়ে কোচও বদলে ফেলেছে ‘তুরিনের বুড়ি’রা। ক্লাব কিংবদন্তি আন্দ্রেয়া পিরলোকে সরিয়ে এখন দায়িত্ব দেওয়া হয়েছে ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রিকে। এর আগেও জুভেন্টাসের কোচের দায়িত্বে ছিলেন তিনি। এখন নিজের পুরোনো সময় ফিরিয়ে আনাই হবে তাঁর প্রথম কাজ।
দীর্ঘ সময় ধরে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের শিরোপাও ছুঁতে পারছে না জুভরা। সেই আক্ষেপ দূর করতে রিয়াল মাদ্রিদ থেকে চ্যাম্পিয়নস লিগ ‘স্পেশালিস্ট’ ক্রিস্টিয়ানো রোনালদোকেও উড়িয়ে এনেছিল তারা। কিন্তু তাতেও ভাগ্য ফেরেনি জুভেন্টাসের। উল্টো গত মৌসুমের ব্যর্থতার পর রোনালদোর থাকা না–থাকা নিয়েও আছে দোলাচল। তবে ইউরোপীয় অনেক সংবাদমাধ্যম বলেছে, রোনালদো নতুন মৌসুমে জুভেন্টাসেই থাকবেন। সিআর সেভেন নাকি ক্লাবকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েও দিয়েছেন।
গতকাল অবশ্য রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘ডিসিশন ডে’। যদিও সেটি কিসের ডিসিশন এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। রোনালদো থেকে গেলে অ্যালেগ্রি তাঁকে কীভাবে ব্যবহার করবেন, সেটিও এখন দেখার বিষয় হবে।
এরই মধ্যে অবশ্য জুভেন্টাসের নতুন তারকা হিসেবে আবির্ভূত হয়েছেন ইতালির ইউরো জয়ের অন্যতম নায়ক ফেদেরিকো কিয়েসা। গত মৌসুমে ধারে এলেও তাঁকে ধরে রাখতে মরিয়া জুভরা। গোল ডটকমের একটি প্রতিবেদন বলছে, রোনালদো থেকে গেলেও আগামী মৌসুমে জুভেন্টাসের মূল খেলোয়াড় হতে পারেন এ কিয়েসাই।
আগামী মৌসুমে চোখ রেখে দলবদলে আরও কিছু চমক দিতে পারে জুভেন্টাস। পরিকল্পনায় আছেন পিয়ানিচ–লোকাতেল্লিরাও। সব মিলিয়ে পুরোনো কোচের নতুন মেয়াদে বদলে যাওয়া এক জুভেন্টাসকেই হয়তো দেখা যাবে।
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টিতে টানা তৃতীয় জয়ের দেখা পেল ঢাকা। সবশেষ ম্যাচে আজ রাজশাহীকে ২৮ রানে হারিয়েছে মাহিদুল ইসলাম অঙ্কন অ্যান্ড কোং। বৃষ্টির কারণে ঢাকার প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়। এরপর মাঠে নামা ৩ ম্যাচেই শেষ হাসি নিয়ে মাঠ ছাড়ল রাজধানীপাড়ার দলটি।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চোট পান হার্দিক পান্ডিয়া। এজন্য তাকে ছাড়াই ফাইনাল খেলতে নামে ভারত। এই তারকা অলরাউন্ডারের ফেরা নিয়ে অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে দলটির। অর্থাৎ অক্টোবর–নভেম্বরে ভারতের অস্ট্রেলিয়া সফরে হার্দিককে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগেপাকিস্তানি ক্রিকেটারদের বিদেশি লিগে খেলা বন্ধ করল দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হারার পরই এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি–প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৬ ঘণ্টা আগেজাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি–টোয়েন্টি আসরে টানা দুই হারের পর অবশেষে জয়ের দেখা পেল গতবারের রানার্সআপ ঢাকা মহানগর। দলে প্রথমবার সুযোগ পেয়েই অলরাউন্ড নৈপুণ্যে আলো ছড়ালেন আইচ মোল্লা।
৬ ঘণ্টা আগে