অনেক দিন ধরেই কঠিন সময় পার করছেন রোমেলু লুকাকু। জাতীয় দল কিংবা ক্লাব—কোনো জায়গাতেই নিজের পারফরম্যান্স দেখাতে পারছিলেন না তিনি। এতে সমালোচনায় বিদ্ধ হয়ে আসছেন ইন্টার মিলান তারকা।
সব সমালোচনার জবাব দিতে যেন গতকালের রাতকে বেছে নিয়েছেন লুকাকু। ইউরো বাছাইয়ের ম্যাচে সুইডেনের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি তৃতীয় হ্যাটট্রিক তাঁর। হ্যাটট্রিকটি দিয়ে যেন সমালোচকদের জানিয়ে দিলেন, তিনি ফিরে এসেছেন।
সুইডেনের বিপক্ষে গতকাল নতুন নেতৃত্বে শুরু করেছে বেলজিয়াম। অধিনায়ক কেভিন ডি ব্রুইনা ও কোচ ডমেনিকো টেডেসকোর নতুন যুগ শুরু হয়েছে। দুজনের অধীনে প্রতিপক্ষের মাঠে ৩-০ ব্যাবধানের দুর্দান্ত জয়ও পেয়েছে বেলজিয়াম। তবে তাঁদের স্মরণীয় ম্যাচটার সব আলো কেড়ে নিয়েছেন লুকাকু। দলের হয়ে সব গোল করেছেন তিনি।
লুকাকু শুরুটা করেছিলেন ৩৫ মিনিটে ডডি লুকেবাকিওর দুর্দান্ত এক ক্রসে হেডের মাধ্যমে। গোলের পর উদ্যাপনটাও ছিল দেখার মতো। স্যালুট ও মুখে আঙুল দেওয়ার ভঙ্গি করে সমালোচকদের যেন চুপ থাকতে জানিয়েছেন তিনি। দ্বিতীয় গোলটি করেছেন বিরতির পরপরই। ৪৯ মিনিটের এবারে গোলটিতেও সহায়তা করেছেন লুকেবাকিও। আর হ্যাটট্রিক পূর্ণ করেছেন ৮২ মিনিটে। প্রতিপক্ষের ডি বক্সে অরক্ষিত অবস্থায় সতীর্থ জোহান বাকায়োকোর বাড়ানো বল পেয়ে ফাঁকা পোস্টে গোল দিতে ভুল করেননি লুকাকু।
ইউরো বাছাইয়ের এই ম্যাচেই দুর্দান্ত এক কীর্তি গড়েছেন চল্লিশ পেরিয়েও চালশে নয় জ্বলাতন ইব্রাহিমোভিচ। বেলজিয়ামের বিপক্ষে ৭৩ মিনিটে বদলি নেমে ইউরোর বাছাইয়ে দ্বিতীয় বয়স্ক ফুটবলারের রেকর্ড গড়েছেন তিনি। ৪১ বছর ১৭২ দিনে এই কীর্তি গড়েছেন সুইডিশ স্ট্রাইকার। একই রাতে ৪১ বছর ১৭৬ দিনে সবচেয়ে বয়স্ক ফুটবলারের রেকর্ড গড়েছেন জিব্রাল্টারের স্ট্রাইকার লি ক্যাসিয়ারো। দুজনেই ছাড়িয়ে গেছেন ইতালির গোলরক্ষক দিনো জফকে। এত দিন ৪১ বছর ৯০ দিনে সবার শীর্ষে ছিলেন এই কিংবদন্তি।
অনেক দিন ধরেই কঠিন সময় পার করছেন রোমেলু লুকাকু। জাতীয় দল কিংবা ক্লাব—কোনো জায়গাতেই নিজের পারফরম্যান্স দেখাতে পারছিলেন না তিনি। এতে সমালোচনায় বিদ্ধ হয়ে আসছেন ইন্টার মিলান তারকা।
সব সমালোচনার জবাব দিতে যেন গতকালের রাতকে বেছে নিয়েছেন লুকাকু। ইউরো বাছাইয়ের ম্যাচে সুইডেনের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি তৃতীয় হ্যাটট্রিক তাঁর। হ্যাটট্রিকটি দিয়ে যেন সমালোচকদের জানিয়ে দিলেন, তিনি ফিরে এসেছেন।
সুইডেনের বিপক্ষে গতকাল নতুন নেতৃত্বে শুরু করেছে বেলজিয়াম। অধিনায়ক কেভিন ডি ব্রুইনা ও কোচ ডমেনিকো টেডেসকোর নতুন যুগ শুরু হয়েছে। দুজনের অধীনে প্রতিপক্ষের মাঠে ৩-০ ব্যাবধানের দুর্দান্ত জয়ও পেয়েছে বেলজিয়াম। তবে তাঁদের স্মরণীয় ম্যাচটার সব আলো কেড়ে নিয়েছেন লুকাকু। দলের হয়ে সব গোল করেছেন তিনি।
লুকাকু শুরুটা করেছিলেন ৩৫ মিনিটে ডডি লুকেবাকিওর দুর্দান্ত এক ক্রসে হেডের মাধ্যমে। গোলের পর উদ্যাপনটাও ছিল দেখার মতো। স্যালুট ও মুখে আঙুল দেওয়ার ভঙ্গি করে সমালোচকদের যেন চুপ থাকতে জানিয়েছেন তিনি। দ্বিতীয় গোলটি করেছেন বিরতির পরপরই। ৪৯ মিনিটের এবারে গোলটিতেও সহায়তা করেছেন লুকেবাকিও। আর হ্যাটট্রিক পূর্ণ করেছেন ৮২ মিনিটে। প্রতিপক্ষের ডি বক্সে অরক্ষিত অবস্থায় সতীর্থ জোহান বাকায়োকোর বাড়ানো বল পেয়ে ফাঁকা পোস্টে গোল দিতে ভুল করেননি লুকাকু।
ইউরো বাছাইয়ের এই ম্যাচেই দুর্দান্ত এক কীর্তি গড়েছেন চল্লিশ পেরিয়েও চালশে নয় জ্বলাতন ইব্রাহিমোভিচ। বেলজিয়ামের বিপক্ষে ৭৩ মিনিটে বদলি নেমে ইউরোর বাছাইয়ে দ্বিতীয় বয়স্ক ফুটবলারের রেকর্ড গড়েছেন তিনি। ৪১ বছর ১৭২ দিনে এই কীর্তি গড়েছেন সুইডিশ স্ট্রাইকার। একই রাতে ৪১ বছর ১৭৬ দিনে সবচেয়ে বয়স্ক ফুটবলারের রেকর্ড গড়েছেন জিব্রাল্টারের স্ট্রাইকার লি ক্যাসিয়ারো। দুজনেই ছাড়িয়ে গেছেন ইতালির গোলরক্ষক দিনো জফকে। এত দিন ৪১ বছর ৯০ দিনে সবার শীর্ষে ছিলেন এই কিংবদন্তি।
চীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
৩১ মিনিট আগেএশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৪ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৫ ঘণ্টা আগে