অনেক দিন ধরেই কঠিন সময় পার করছেন রোমেলু লুকাকু। জাতীয় দল কিংবা ক্লাব—কোনো জায়গাতেই নিজের পারফরম্যান্স দেখাতে পারছিলেন না তিনি। এতে সমালোচনায় বিদ্ধ হয়ে আসছেন ইন্টার মিলান তারকা।
সব সমালোচনার জবাব দিতে যেন গতকালের রাতকে বেছে নিয়েছেন লুকাকু। ইউরো বাছাইয়ের ম্যাচে সুইডেনের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি তৃতীয় হ্যাটট্রিক তাঁর। হ্যাটট্রিকটি দিয়ে যেন সমালোচকদের জানিয়ে দিলেন, তিনি ফিরে এসেছেন।
সুইডেনের বিপক্ষে গতকাল নতুন নেতৃত্বে শুরু করেছে বেলজিয়াম। অধিনায়ক কেভিন ডি ব্রুইনা ও কোচ ডমেনিকো টেডেসকোর নতুন যুগ শুরু হয়েছে। দুজনের অধীনে প্রতিপক্ষের মাঠে ৩-০ ব্যাবধানের দুর্দান্ত জয়ও পেয়েছে বেলজিয়াম। তবে তাঁদের স্মরণীয় ম্যাচটার সব আলো কেড়ে নিয়েছেন লুকাকু। দলের হয়ে সব গোল করেছেন তিনি।
লুকাকু শুরুটা করেছিলেন ৩৫ মিনিটে ডডি লুকেবাকিওর দুর্দান্ত এক ক্রসে হেডের মাধ্যমে। গোলের পর উদ্যাপনটাও ছিল দেখার মতো। স্যালুট ও মুখে আঙুল দেওয়ার ভঙ্গি করে সমালোচকদের যেন চুপ থাকতে জানিয়েছেন তিনি। দ্বিতীয় গোলটি করেছেন বিরতির পরপরই। ৪৯ মিনিটের এবারে গোলটিতেও সহায়তা করেছেন লুকেবাকিও। আর হ্যাটট্রিক পূর্ণ করেছেন ৮২ মিনিটে। প্রতিপক্ষের ডি বক্সে অরক্ষিত অবস্থায় সতীর্থ জোহান বাকায়োকোর বাড়ানো বল পেয়ে ফাঁকা পোস্টে গোল দিতে ভুল করেননি লুকাকু।
ইউরো বাছাইয়ের এই ম্যাচেই দুর্দান্ত এক কীর্তি গড়েছেন চল্লিশ পেরিয়েও চালশে নয় জ্বলাতন ইব্রাহিমোভিচ। বেলজিয়ামের বিপক্ষে ৭৩ মিনিটে বদলি নেমে ইউরোর বাছাইয়ে দ্বিতীয় বয়স্ক ফুটবলারের রেকর্ড গড়েছেন তিনি। ৪১ বছর ১৭২ দিনে এই কীর্তি গড়েছেন সুইডিশ স্ট্রাইকার। একই রাতে ৪১ বছর ১৭৬ দিনে সবচেয়ে বয়স্ক ফুটবলারের রেকর্ড গড়েছেন জিব্রাল্টারের স্ট্রাইকার লি ক্যাসিয়ারো। দুজনেই ছাড়িয়ে গেছেন ইতালির গোলরক্ষক দিনো জফকে। এত দিন ৪১ বছর ৯০ দিনে সবার শীর্ষে ছিলেন এই কিংবদন্তি।
অনেক দিন ধরেই কঠিন সময় পার করছেন রোমেলু লুকাকু। জাতীয় দল কিংবা ক্লাব—কোনো জায়গাতেই নিজের পারফরম্যান্স দেখাতে পারছিলেন না তিনি। এতে সমালোচনায় বিদ্ধ হয়ে আসছেন ইন্টার মিলান তারকা।
সব সমালোচনার জবাব দিতে যেন গতকালের রাতকে বেছে নিয়েছেন লুকাকু। ইউরো বাছাইয়ের ম্যাচে সুইডেনের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি তৃতীয় হ্যাটট্রিক তাঁর। হ্যাটট্রিকটি দিয়ে যেন সমালোচকদের জানিয়ে দিলেন, তিনি ফিরে এসেছেন।
সুইডেনের বিপক্ষে গতকাল নতুন নেতৃত্বে শুরু করেছে বেলজিয়াম। অধিনায়ক কেভিন ডি ব্রুইনা ও কোচ ডমেনিকো টেডেসকোর নতুন যুগ শুরু হয়েছে। দুজনের অধীনে প্রতিপক্ষের মাঠে ৩-০ ব্যাবধানের দুর্দান্ত জয়ও পেয়েছে বেলজিয়াম। তবে তাঁদের স্মরণীয় ম্যাচটার সব আলো কেড়ে নিয়েছেন লুকাকু। দলের হয়ে সব গোল করেছেন তিনি।
লুকাকু শুরুটা করেছিলেন ৩৫ মিনিটে ডডি লুকেবাকিওর দুর্দান্ত এক ক্রসে হেডের মাধ্যমে। গোলের পর উদ্যাপনটাও ছিল দেখার মতো। স্যালুট ও মুখে আঙুল দেওয়ার ভঙ্গি করে সমালোচকদের যেন চুপ থাকতে জানিয়েছেন তিনি। দ্বিতীয় গোলটি করেছেন বিরতির পরপরই। ৪৯ মিনিটের এবারে গোলটিতেও সহায়তা করেছেন লুকেবাকিও। আর হ্যাটট্রিক পূর্ণ করেছেন ৮২ মিনিটে। প্রতিপক্ষের ডি বক্সে অরক্ষিত অবস্থায় সতীর্থ জোহান বাকায়োকোর বাড়ানো বল পেয়ে ফাঁকা পোস্টে গোল দিতে ভুল করেননি লুকাকু।
ইউরো বাছাইয়ের এই ম্যাচেই দুর্দান্ত এক কীর্তি গড়েছেন চল্লিশ পেরিয়েও চালশে নয় জ্বলাতন ইব্রাহিমোভিচ। বেলজিয়ামের বিপক্ষে ৭৩ মিনিটে বদলি নেমে ইউরোর বাছাইয়ে দ্বিতীয় বয়স্ক ফুটবলারের রেকর্ড গড়েছেন তিনি। ৪১ বছর ১৭২ দিনে এই কীর্তি গড়েছেন সুইডিশ স্ট্রাইকার। একই রাতে ৪১ বছর ১৭৬ দিনে সবচেয়ে বয়স্ক ফুটবলারের রেকর্ড গড়েছেন জিব্রাল্টারের স্ট্রাইকার লি ক্যাসিয়ারো। দুজনেই ছাড়িয়ে গেছেন ইতালির গোলরক্ষক দিনো জফকে। এত দিন ৪১ বছর ৯০ দিনে সবার শীর্ষে ছিলেন এই কিংবদন্তি।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরের সূর্যটা তখন মাথার ওপরে। কিছুক্ষণ আগে আকাশে যে মেঘ ছিল, সেটাও সরে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে যে ২৪ রান বাকি ছিল, সেটা মেহেদী হাসান মিরাজ পূর্ণ করেছেন লাঞ্চের পরে।
২৭ মিনিট আগেবিপিএল ছাড়াও দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ হয়েছে তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়ের। দুজনেই খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। আর ২০২৫ এলপিএল মাঠে গড়ানোর আগে বাংলাদেশি ক্রিকেটারদের স্মৃতি জড়ানো দলগুলোর সঙ্গে চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
১ ঘণ্টা আগে২০২৪-এর আগস্টে ক্ষমতার পটপরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন নাজমুল হাসান পাপন। তখনই সেই চেয়ারে বসেন ফারুক আহমেদ। তবে তাঁর মেয়াদও বেশি দিন নেই। সভাপতি হতে হলে ফারুককেও বোর্ড পরিচালক হয়ে নির্বাচনে অংশ নিতে হবে।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে রাতে নামছে বার্সেলোনা-ইন্টার মিলান। বাংলাদেশ সময় রাত ১টায় এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিজ স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। চট্টগ্রামে বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। আর রাতে পিএসএলে রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্সের...
৩ ঘণ্টা আগে