অনেক দিন ধরেই কঠিন সময় পার করছেন রোমেলু লুকাকু। জাতীয় দল কিংবা ক্লাব—কোনো জায়গাতেই নিজের পারফরম্যান্স দেখাতে পারছিলেন না তিনি। এতে সমালোচনায় বিদ্ধ হয়ে আসছেন ইন্টার মিলান তারকা।
সব সমালোচনার জবাব দিতে যেন গতকালের রাতকে বেছে নিয়েছেন লুকাকু। ইউরো বাছাইয়ের ম্যাচে সুইডেনের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি তৃতীয় হ্যাটট্রিক তাঁর। হ্যাটট্রিকটি দিয়ে যেন সমালোচকদের জানিয়ে দিলেন, তিনি ফিরে এসেছেন।
সুইডেনের বিপক্ষে গতকাল নতুন নেতৃত্বে শুরু করেছে বেলজিয়াম। অধিনায়ক কেভিন ডি ব্রুইনা ও কোচ ডমেনিকো টেডেসকোর নতুন যুগ শুরু হয়েছে। দুজনের অধীনে প্রতিপক্ষের মাঠে ৩-০ ব্যাবধানের দুর্দান্ত জয়ও পেয়েছে বেলজিয়াম। তবে তাঁদের স্মরণীয় ম্যাচটার সব আলো কেড়ে নিয়েছেন লুকাকু। দলের হয়ে সব গোল করেছেন তিনি।
লুকাকু শুরুটা করেছিলেন ৩৫ মিনিটে ডডি লুকেবাকিওর দুর্দান্ত এক ক্রসে হেডের মাধ্যমে। গোলের পর উদ্যাপনটাও ছিল দেখার মতো। স্যালুট ও মুখে আঙুল দেওয়ার ভঙ্গি করে সমালোচকদের যেন চুপ থাকতে জানিয়েছেন তিনি। দ্বিতীয় গোলটি করেছেন বিরতির পরপরই। ৪৯ মিনিটের এবারে গোলটিতেও সহায়তা করেছেন লুকেবাকিও। আর হ্যাটট্রিক পূর্ণ করেছেন ৮২ মিনিটে। প্রতিপক্ষের ডি বক্সে অরক্ষিত অবস্থায় সতীর্থ জোহান বাকায়োকোর বাড়ানো বল পেয়ে ফাঁকা পোস্টে গোল দিতে ভুল করেননি লুকাকু।
ইউরো বাছাইয়ের এই ম্যাচেই দুর্দান্ত এক কীর্তি গড়েছেন চল্লিশ পেরিয়েও চালশে নয় জ্বলাতন ইব্রাহিমোভিচ। বেলজিয়ামের বিপক্ষে ৭৩ মিনিটে বদলি নেমে ইউরোর বাছাইয়ে দ্বিতীয় বয়স্ক ফুটবলারের রেকর্ড গড়েছেন তিনি। ৪১ বছর ১৭২ দিনে এই কীর্তি গড়েছেন সুইডিশ স্ট্রাইকার। একই রাতে ৪১ বছর ১৭৬ দিনে সবচেয়ে বয়স্ক ফুটবলারের রেকর্ড গড়েছেন জিব্রাল্টারের স্ট্রাইকার লি ক্যাসিয়ারো। দুজনেই ছাড়িয়ে গেছেন ইতালির গোলরক্ষক দিনো জফকে। এত দিন ৪১ বছর ৯০ দিনে সবার শীর্ষে ছিলেন এই কিংবদন্তি।
অনেক দিন ধরেই কঠিন সময় পার করছেন রোমেলু লুকাকু। জাতীয় দল কিংবা ক্লাব—কোনো জায়গাতেই নিজের পারফরম্যান্স দেখাতে পারছিলেন না তিনি। এতে সমালোচনায় বিদ্ধ হয়ে আসছেন ইন্টার মিলান তারকা।
সব সমালোচনার জবাব দিতে যেন গতকালের রাতকে বেছে নিয়েছেন লুকাকু। ইউরো বাছাইয়ের ম্যাচে সুইডেনের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি তৃতীয় হ্যাটট্রিক তাঁর। হ্যাটট্রিকটি দিয়ে যেন সমালোচকদের জানিয়ে দিলেন, তিনি ফিরে এসেছেন।
সুইডেনের বিপক্ষে গতকাল নতুন নেতৃত্বে শুরু করেছে বেলজিয়াম। অধিনায়ক কেভিন ডি ব্রুইনা ও কোচ ডমেনিকো টেডেসকোর নতুন যুগ শুরু হয়েছে। দুজনের অধীনে প্রতিপক্ষের মাঠে ৩-০ ব্যাবধানের দুর্দান্ত জয়ও পেয়েছে বেলজিয়াম। তবে তাঁদের স্মরণীয় ম্যাচটার সব আলো কেড়ে নিয়েছেন লুকাকু। দলের হয়ে সব গোল করেছেন তিনি।
লুকাকু শুরুটা করেছিলেন ৩৫ মিনিটে ডডি লুকেবাকিওর দুর্দান্ত এক ক্রসে হেডের মাধ্যমে। গোলের পর উদ্যাপনটাও ছিল দেখার মতো। স্যালুট ও মুখে আঙুল দেওয়ার ভঙ্গি করে সমালোচকদের যেন চুপ থাকতে জানিয়েছেন তিনি। দ্বিতীয় গোলটি করেছেন বিরতির পরপরই। ৪৯ মিনিটের এবারে গোলটিতেও সহায়তা করেছেন লুকেবাকিও। আর হ্যাটট্রিক পূর্ণ করেছেন ৮২ মিনিটে। প্রতিপক্ষের ডি বক্সে অরক্ষিত অবস্থায় সতীর্থ জোহান বাকায়োকোর বাড়ানো বল পেয়ে ফাঁকা পোস্টে গোল দিতে ভুল করেননি লুকাকু।
ইউরো বাছাইয়ের এই ম্যাচেই দুর্দান্ত এক কীর্তি গড়েছেন চল্লিশ পেরিয়েও চালশে নয় জ্বলাতন ইব্রাহিমোভিচ। বেলজিয়ামের বিপক্ষে ৭৩ মিনিটে বদলি নেমে ইউরোর বাছাইয়ে দ্বিতীয় বয়স্ক ফুটবলারের রেকর্ড গড়েছেন তিনি। ৪১ বছর ১৭২ দিনে এই কীর্তি গড়েছেন সুইডিশ স্ট্রাইকার। একই রাতে ৪১ বছর ১৭৬ দিনে সবচেয়ে বয়স্ক ফুটবলারের রেকর্ড গড়েছেন জিব্রাল্টারের স্ট্রাইকার লি ক্যাসিয়ারো। দুজনেই ছাড়িয়ে গেছেন ইতালির গোলরক্ষক দিনো জফকে। এত দিন ৪১ বছর ৯০ দিনে সবার শীর্ষে ছিলেন এই কিংবদন্তি।
শেষ মুহূর্তে পাকিস্তানের সরে দাঁড়ানোয় এশিয়া কাপ হকি খেলার সুযোগ পায় বাংলাদেশ। সেরা পাঁচে থাকলে জায়গা করে নিত বিশ্বকাপ বাছাইয়ে। গত মাসে ভারতের বিহারে অনুষ্ঠিত টুর্নামেন্টে সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হন রেজাউল-আশরাফুলরা। সুযোগ অবশ্য হারিয়ে যায়নি।
১ ঘণ্টা আগেজাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টিতে টানা তৃতীয় জয়ের দেখা পেল ঢাকা। সবশেষ ম্যাচে আজ রাজশাহীকে ২৮ রানে হারিয়েছে মাহিদুল ইসলাম অঙ্কন অ্যান্ড কোং। বৃষ্টির কারণে ঢাকার প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়। এরপর মাঠে নামা ৩ ম্যাচেই শেষ হাসি নিয়ে মাঠ ছাড়ল রাজধানীপাড়ার দলটি।
৬ ঘণ্টা আগেএশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চোট পান হার্দিক পান্ডিয়া। এজন্য তাকে ছাড়াই ফাইনাল খেলতে নামে ভারত। এই তারকা অলরাউন্ডারের ফেরা নিয়ে অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে দলটির। অর্থাৎ অক্টোবর–নভেম্বরে ভারতের অস্ট্রেলিয়া সফরে হার্দিককে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগেপাকিস্তানি ক্রিকেটারদের বিদেশি লিগে খেলা বন্ধ করল দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হারার পরই এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি–প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৯ ঘণ্টা আগে