আর্লিং হালান্ডের কাছে গোল করা যেন একরকম নেশা। গতকাল রাতে ইতিহাদে লাইপজিগকে রীতিমতো নাচিয়ে ছেড়েছেন হালান্ড। গোলবন্যায় ভাসানো হালান্ডকে নেটিজেনরা বলছেন ‘অমানুষ।’
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে লাইপজিগের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ম্যানচেস্টার সিটি। ইতিহাদে গতকাল লাইপজিগকে ৭-০ গোলে হারিয়েছে সিটিজেনরা। যেখানে হালান্ড একাই করেছেন ৫ গোল। ৫ গোলের একটি করেছেন পেনাল্টি থেকে। হ্যাটট্রিক পূর্ণ করেছেন প্রথমার্ধে।
গোলের বন্যা বইয়ে দেওয়ার পর সামাজিকমাধ্যমে প্রশংসায় ভাসছেন হালান্ড। সেভেন্টিন নামের এক আইডি থেকে টুইট করা হয়েছে, ‘আর্লিং হালান্ডের এখন পাঁচটা হয়েছে। সে অমানুষ।’ এএফসি আয়াক্স নামের এক টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, ‘আর্লিং হালান্ড তার পঞ্চম গোল করেছে। ৫ গোল। ইতিহাস নতুন করে লেখা হয়েছে।’
৫ গোল করে গতকাল রেকর্ড বইয়ের পাতা ওলট-পালট করেছেন হালান্ড। এক ম্যাচেই বহু রেকর্ড ভেঙেছেন এবং কিছু প্রথমবারের মতো করেছেন তিনি। তৃতীয় খেলোয়াড় হিসেবে এই টুর্নামেন্টে ৫ গোল করেছেন সিটি স্ট্রাইকার। প্রথম ফুটবলার হিসেবে ২০১২ সালের মার্চে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে এমন কীর্তি গড়েছিলেন বার্সেলোনার হয়ে লিওনেল মেসি। আর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে শাখতার দোনেৎস্কের হয়ে ২০১৪ সালের অক্টোবরে মেসির পাশে বসেছিলেন লুইজ আদ্রিয়ানো। চ্যাম্পিয়নস লিগে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ৩০ গোলের রেকর্ড গড়েছেন হালান্ড। ২২ বছর ২৩৬ দিন বয়সে এই রেকর্ড গড়েছেন নরওয়ের এই স্ট্রাইকার।
গোল করতে যে পছন্দ করেন, তা হালান্ড নিজে জানিয়েছেন। বিটি স্পোর্টকে নরওয়ের এই স্ট্রাইকার বলেন, ‘আমার শক্তির জায়গা হচ্ছে গোল করা। অনেক গোল যে হয়েছে, তা আমি মনে করি না। আমি গোল করার চেষ্টা করছিলাম।’
আর্লিং হালান্ডের কাছে গোল করা যেন একরকম নেশা। গতকাল রাতে ইতিহাদে লাইপজিগকে রীতিমতো নাচিয়ে ছেড়েছেন হালান্ড। গোলবন্যায় ভাসানো হালান্ডকে নেটিজেনরা বলছেন ‘অমানুষ।’
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে লাইপজিগের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ম্যানচেস্টার সিটি। ইতিহাদে গতকাল লাইপজিগকে ৭-০ গোলে হারিয়েছে সিটিজেনরা। যেখানে হালান্ড একাই করেছেন ৫ গোল। ৫ গোলের একটি করেছেন পেনাল্টি থেকে। হ্যাটট্রিক পূর্ণ করেছেন প্রথমার্ধে।
গোলের বন্যা বইয়ে দেওয়ার পর সামাজিকমাধ্যমে প্রশংসায় ভাসছেন হালান্ড। সেভেন্টিন নামের এক আইডি থেকে টুইট করা হয়েছে, ‘আর্লিং হালান্ডের এখন পাঁচটা হয়েছে। সে অমানুষ।’ এএফসি আয়াক্স নামের এক টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, ‘আর্লিং হালান্ড তার পঞ্চম গোল করেছে। ৫ গোল। ইতিহাস নতুন করে লেখা হয়েছে।’
৫ গোল করে গতকাল রেকর্ড বইয়ের পাতা ওলট-পালট করেছেন হালান্ড। এক ম্যাচেই বহু রেকর্ড ভেঙেছেন এবং কিছু প্রথমবারের মতো করেছেন তিনি। তৃতীয় খেলোয়াড় হিসেবে এই টুর্নামেন্টে ৫ গোল করেছেন সিটি স্ট্রাইকার। প্রথম ফুটবলার হিসেবে ২০১২ সালের মার্চে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে এমন কীর্তি গড়েছিলেন বার্সেলোনার হয়ে লিওনেল মেসি। আর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে শাখতার দোনেৎস্কের হয়ে ২০১৪ সালের অক্টোবরে মেসির পাশে বসেছিলেন লুইজ আদ্রিয়ানো। চ্যাম্পিয়নস লিগে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ৩০ গোলের রেকর্ড গড়েছেন হালান্ড। ২২ বছর ২৩৬ দিন বয়সে এই রেকর্ড গড়েছেন নরওয়ের এই স্ট্রাইকার।
গোল করতে যে পছন্দ করেন, তা হালান্ড নিজে জানিয়েছেন। বিটি স্পোর্টকে নরওয়ের এই স্ট্রাইকার বলেন, ‘আমার শক্তির জায়গা হচ্ছে গোল করা। অনেক গোল যে হয়েছে, তা আমি মনে করি না। আমি গোল করার চেষ্টা করছিলাম।’
চীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
১৯ মিনিট আগেএশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৫ ঘণ্টা আগে