Ajker Patrika

‘আর্লিং হালান্ড অমানুষ’

‘আর্লিং হালান্ড অমানুষ’

আর্লিং হালান্ডের কাছে গোল করা যেন একরকম নেশা। গতকাল রাতে ইতিহাদে লাইপজিগকে রীতিমতো নাচিয়ে ছেড়েছেন হালান্ড। গোলবন্যায় ভাসানো হালান্ডকে নেটিজেনরা বলছেন ‘অমানুষ।’

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে লাইপজিগের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ম্যানচেস্টার সিটি। ইতিহাদে গতকাল লাইপজিগকে ৭-০ গোলে হারিয়েছে সিটিজেনরা। যেখানে হালান্ড একাই করেছেন ৫ গোল। ৫ গোলের একটি করেছেন পেনাল্টি থেকে। হ্যাটট্রিক পূর্ণ করেছেন প্রথমার্ধে।

গোলের বন্যা বইয়ে দেওয়ার পর সামাজিকমাধ্যমে প্রশংসায় ভাসছেন হালান্ড। সেভেন্টিন নামের এক আইডি থেকে টুইট করা হয়েছে, ‘আর্লিং হালান্ডের এখন পাঁচটা হয়েছে। সে অমানুষ।’ এএফসি আয়াক্স নামের এক টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, ‘আর্লিং হালান্ড তার পঞ্চম গোল করেছে। ৫ গোল। ইতিহাস নতুন করে লেখা হয়েছে।’

 ৫ গোল করে গতকাল রেকর্ড বইয়ের পাতা ওলট-পালট করেছেন হালান্ড। এক ম্যাচেই বহু রেকর্ড ভেঙেছেন এবং কিছু প্রথমবারের মতো করেছেন তিনি। তৃতীয় খেলোয়াড় হিসেবে এই টুর্নামেন্টে ৫ গোল করেছেন সিটি স্ট্রাইকার। প্রথম ফুটবলার হিসেবে ২০১২ সালের মার্চে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে এমন কীর্তি গড়েছিলেন বার্সেলোনার হয়ে লিওনেল মেসি। আর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে শাখতার দোনেৎস্কের হয়ে ২০১৪ সালের অক্টোবরে মেসির পাশে বসেছিলেন লুইজ আদ্রিয়ানো। চ্যাম্পিয়নস লিগে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ৩০ গোলের রেকর্ড গড়েছেন হালান্ড। ২২ বছর ২৩৬ দিন বয়সে এই রেকর্ড গড়েছেন নরওয়ের এই স্ট্রাইকার।

গোল করতে যে পছন্দ করেন, তা হালান্ড নিজে জানিয়েছেন। বিটি স্পোর্টকে নরওয়ের এই স্ট্রাইকার বলেন, ‘আমার শক্তির জায়গা হচ্ছে গোল করা। অনেক গোল যে হয়েছে, তা আমি মনে করি না। আমি গোল করার চেষ্টা করছিলাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত