Ajker Patrika

সালাহদের চোখে লেজার মেরে বিশ্বকাপের স্বপ্ন গুঁড়িয়ে দিলেন সেনেগালের সমর্থকেরা 

আপডেট : ৩০ মার্চ ২০২২, ১২: ৫৭
সালাহদের চোখে লেজার মেরে বিশ্বকাপের স্বপ্ন গুঁড়িয়ে দিলেন সেনেগালের সমর্থকেরা 

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সেনেগালের কাছে টাইব্রেকে হেরে বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গেছে মিসরের। গত ফেব্রুয়ারির আফ্রিকান নেশনস কাপ ফাইনালের মতো এবারও সেনেগালের কাছে হার মানতে হয়েছে মোহামেদ সালাহর মিসরকে। 

সেনেগাল জিতলেও বিতর্ক হচ্ছে লেজার নিয়ে। টাইব্রেকের সময় মিসরের ফুটবলারদের চোখেমুখে লেজার মেরেছেন সেনেগালের সমর্থকেরা। টাইব্রেকে গোল করতে ব্যর্থ হয়েছেন সালাহ। শুধু লিভারপুলে তারকাই নন, পেনাল্টি মিস করেছেন জিজো, মোস্তাফা মোহাম্মদও। কারণ শট নেওয়ার গুরুত্বপূর্ণ সময়ে লেজারের আলো অস্বস্তিতে ফেলেছে সালাহ-জিজোদের।

পেনাল্টি শুটআউটের পুরোটা সময় মিসরীয় খেলোয়াড়দের দিকে তাক করে লেজারের আলো ফেলেছে সেনেগালের সমর্থকেরা। সালাহ যখন পেনাল্টি নিতে এলেন, সবুজ রঙের একাধিক লেজারের আলো এসে পড়ে তাঁর চোখেমুখে। মিসরের গোলরক্ষক এল সেনাওয়ের চোখেও বেশ কয়েকবার লেজার ফেলেন স্বাগতিক দর্শকেরা।

প্রতিপক্ষ খেলোয়াড়ের দিকে লেজার মারার সংস্কৃতি আফ্রিকার দেশগুলোতে নতুন নয়। সালাহর মিসরের সমর্থকেরাই এ কাজ করেছেন একাধিকবার। গত সপ্তাহে  কায়রোতে হওয়া প্রথম লেগে সেনেগালের খেলোয়াড়দের দিকে লেজার মেরেছিল মিসরের সমর্থকেরা। এবার সেই লেজারের শিকার হলেন তাঁরা নিজেরাই। আর তাতেই বিশ্বকাপ খেলার স্বপ্ন ভাঙল তাঁদের।

পেনাল্টি শুট আউটে দুই দলের নেওয়া প্রথম চার শটে একটিও গোল হয়নি। সেনেগাল তাদের বাকি তিন শটের সবকটিতেই গোল করে। কিন্তু মিসর তৃতীয় শটে গোল পেলেও চতুর্থ শটে ব্যর্থ হয়। সেনেগালের পক্ষে তাই  পঞ্চম শটে সাদিও মানে লক্ষ্যভেদ করলেই জয় নিশ্চিত হয়ে যায় আফ্রিকান চ্যাম্পিয়নদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় সংসদ নির্বাচন: বিএনপির প্রার্থী বাছাই শেষ হওয়ার পথে

চাল রপ্তানিতে নতুন শর্ত দিল ভারত, বাংলাদেশে কতটা প্রভাব পড়বে

মামুনুরের খোঁজ মেলেনি ৫ দিনেও, ক্লু নেই সিসিটিভি ফুটেজে

নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর অভিযোগ তদন্ত করছে ডাকসু নির্বাচন কমিশন

বাংলাদেশের বিদায়ে ৪১ বছরে প্রথমবার ভারত-পাকিস্তান ফাইনাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত