বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সেনেগালের কাছে টাইব্রেকে হেরে বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গেছে মিসরের। গত ফেব্রুয়ারির আফ্রিকান নেশনস কাপ ফাইনালের মতো এবারও সেনেগালের কাছে হার মানতে হয়েছে মোহামেদ সালাহর মিসরকে।
সেনেগাল জিতলেও বিতর্ক হচ্ছে লেজার নিয়ে। টাইব্রেকের সময় মিসরের ফুটবলারদের চোখেমুখে লেজার মেরেছেন সেনেগালের সমর্থকেরা। টাইব্রেকে গোল করতে ব্যর্থ হয়েছেন সালাহ। শুধু লিভারপুলে তারকাই নন, পেনাল্টি মিস করেছেন জিজো, মোস্তাফা মোহাম্মদও। কারণ শট নেওয়ার গুরুত্বপূর্ণ সময়ে লেজারের আলো অস্বস্তিতে ফেলেছে সালাহ-জিজোদের।
পেনাল্টি শুটআউটের পুরোটা সময় মিসরীয় খেলোয়াড়দের দিকে তাক করে লেজারের আলো ফেলেছে সেনেগালের সমর্থকেরা। সালাহ যখন পেনাল্টি নিতে এলেন, সবুজ রঙের একাধিক লেজারের আলো এসে পড়ে তাঁর চোখেমুখে। মিসরের গোলরক্ষক এল সেনাওয়ের চোখেও বেশ কয়েকবার লেজার ফেলেন স্বাগতিক দর্শকেরা।
প্রতিপক্ষ খেলোয়াড়ের দিকে লেজার মারার সংস্কৃতি আফ্রিকার দেশগুলোতে নতুন নয়। সালাহর মিসরের সমর্থকেরাই এ কাজ করেছেন একাধিকবার। গত সপ্তাহে কায়রোতে হওয়া প্রথম লেগে সেনেগালের খেলোয়াড়দের দিকে লেজার মেরেছিল মিসরের সমর্থকেরা। এবার সেই লেজারের শিকার হলেন তাঁরা নিজেরাই। আর তাতেই বিশ্বকাপ খেলার স্বপ্ন ভাঙল তাঁদের।
পেনাল্টি শুট আউটে দুই দলের নেওয়া প্রথম চার শটে একটিও গোল হয়নি। সেনেগাল তাদের বাকি তিন শটের সবকটিতেই গোল করে। কিন্তু মিসর তৃতীয় শটে গোল পেলেও চতুর্থ শটে ব্যর্থ হয়। সেনেগালের পক্ষে তাই পঞ্চম শটে সাদিও মানে লক্ষ্যভেদ করলেই জয় নিশ্চিত হয়ে যায় আফ্রিকান চ্যাম্পিয়নদের।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সেনেগালের কাছে টাইব্রেকে হেরে বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গেছে মিসরের। গত ফেব্রুয়ারির আফ্রিকান নেশনস কাপ ফাইনালের মতো এবারও সেনেগালের কাছে হার মানতে হয়েছে মোহামেদ সালাহর মিসরকে।
সেনেগাল জিতলেও বিতর্ক হচ্ছে লেজার নিয়ে। টাইব্রেকের সময় মিসরের ফুটবলারদের চোখেমুখে লেজার মেরেছেন সেনেগালের সমর্থকেরা। টাইব্রেকে গোল করতে ব্যর্থ হয়েছেন সালাহ। শুধু লিভারপুলে তারকাই নন, পেনাল্টি মিস করেছেন জিজো, মোস্তাফা মোহাম্মদও। কারণ শট নেওয়ার গুরুত্বপূর্ণ সময়ে লেজারের আলো অস্বস্তিতে ফেলেছে সালাহ-জিজোদের।
পেনাল্টি শুটআউটের পুরোটা সময় মিসরীয় খেলোয়াড়দের দিকে তাক করে লেজারের আলো ফেলেছে সেনেগালের সমর্থকেরা। সালাহ যখন পেনাল্টি নিতে এলেন, সবুজ রঙের একাধিক লেজারের আলো এসে পড়ে তাঁর চোখেমুখে। মিসরের গোলরক্ষক এল সেনাওয়ের চোখেও বেশ কয়েকবার লেজার ফেলেন স্বাগতিক দর্শকেরা।
প্রতিপক্ষ খেলোয়াড়ের দিকে লেজার মারার সংস্কৃতি আফ্রিকার দেশগুলোতে নতুন নয়। সালাহর মিসরের সমর্থকেরাই এ কাজ করেছেন একাধিকবার। গত সপ্তাহে কায়রোতে হওয়া প্রথম লেগে সেনেগালের খেলোয়াড়দের দিকে লেজার মেরেছিল মিসরের সমর্থকেরা। এবার সেই লেজারের শিকার হলেন তাঁরা নিজেরাই। আর তাতেই বিশ্বকাপ খেলার স্বপ্ন ভাঙল তাঁদের।
পেনাল্টি শুট আউটে দুই দলের নেওয়া প্রথম চার শটে একটিও গোল হয়নি। সেনেগাল তাদের বাকি তিন শটের সবকটিতেই গোল করে। কিন্তু মিসর তৃতীয় শটে গোল পেলেও চতুর্থ শটে ব্যর্থ হয়। সেনেগালের পক্ষে তাই পঞ্চম শটে সাদিও মানে লক্ষ্যভেদ করলেই জয় নিশ্চিত হয়ে যায় আফ্রিকান চ্যাম্পিয়নদের।
নতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
৯ মিনিট আগেসিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে জিম্বাবুয়ে। কিন্তু ব্যাটিংয়ে নেমেই তাইজুল ইসলাম-নাঈম হাসানদের ঘূর্ণি জাদুতে কাঁপাকাঁপি অবস্থা তাদের। ২২ রানেই হারিয়েছে ৩ উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল এরই মধ্যে শিকার করেছেন ২ উইকেট। নাঈম নিয়েছেন একটি।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরের সূর্যটা তখন মাথার ওপরে। কিছুক্ষণ আগে আকাশে যে মেঘ ছিল, সেটাও সরে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে যে ২৪ রান বাকি ছিল, সেটা মেহেদী হাসান মিরাজ পূর্ণ করেছেন লাঞ্চের পরে।
২ ঘণ্টা আগে