Ajker Patrika

ব্রাজিল আমাদের ওপর কেন নজরদারি করবে, প্রশ্ন সার্বিয়ার কোচের

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ১৬: ৩৮
ব্রাজিল আমাদের ওপর কেন নজরদারি করবে, প্রশ্ন সার্বিয়ার কোচের

লুসাইল স্টেডিয়ামে আজ মুখোমুখি হবে ব্রাজিল-সার্বিয়া। দুটো দলই আজ বিশ্বকাপ মিশন শুরু করবে। আর এই ম্যাচের আগে ড্রোন দিয়ে নজরদারির বিষয়টি চাউর হয়ে যায়। তবে এই ব্যাপারটি হেসে উড়িয়ে দিয়েছেন সার্বিয়ার কোচ ড্রাগান স্টোজকোভিচ।

ব্রাজিল ড্রোন দিয়ে নাকি সার্বিয়ার অনুশীলন নজরদারি করছে-এই গুঞ্জন আচমকা ডালপালা মেলে। স্টোজকোভিচের মতে, এটা মিথ্যা কথা। ড্রোন দিয়ে তাদের (সার্বিয়া) অনুশীলনের ব্যাপারে কিছু জানা যাবে না বলে তিনি জানিয়েছেন। সার্বিয়ার কোচ বলেন, ‘আমি বিশ্বাস করি না যে তারা (ব্রাজিল) আমাদের ওপর নজরদাড়ি করছে। কেন তারা আমাদের ওপর নজরদারি করবে? এটা ভুয়া কথা। যদি তারা ড্রোন পাঠিয়েও থাকে, আমার মনে হয় না তারা কিছু পাবে।’

এবছরে ব্রাজিল এখনো পর্যন্ত খেলেছে ৮ ম্যাচ এবং ৮ টিতেই অপরাজিত। জিতেছে ৭ ম্যাচ এবং ১ ম্যাচ ড্র করেছে। অন্যদিকে সার্বিয়া অপরাজিত না থাকলেও তারা দারুণ খেলছে। ৯ ম্যাচ খেলে সার্বিয়া জিতেছে ৬ ম্যাচ, হেরেছে ২ ম্যাচ এবং ১ ম্যাচ ড্র করেছে। স্টোজকোভিচ মনে করেন, দুই দলের লড়াইটা বেশ দারুণ হবে। সার্বিয়ার কোচ বলেন ‘ব্রাজিল আমার দেখা অন্যতম সেরা দল। তাদের সোনালি প্রজন্মের অনেক খেলোয়াড় আছে। তবে আমরা ব্রাজিলের জন্য কঠিন প্রতিপক্ষ হতে পারি। দুই দলেরই জয়ের সম্ভাবনা রয়েছে।’

ব্রাজিল ফুটবল সম্পর্কিত জানতে এখানে ক্লিক করুন

ব্রাজিল, সার্বিয়া-দুই দলেরই পরের ম্যাচ দুটো সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে। সুইসদের বিপক্ষে আগামী ২৮ নভেম্বর খেলবে ব্রাজিল। আর ২ ডিসেম্বর লুসাইলে ক্যামেরুনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে ২৮ নভেম্বর সার্বিয়া খেলবে ক্যামেরুনের বিপক্ষে। আর ২ ডিসেম্বর সার্বিয়া খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে।

বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

একটি খনি ঘিরে সমৃদ্ধির স্বপ্ন দেখছে পাকিস্তান, কিন্তু চাবিকাঠি চীনের কাছে

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত