নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গোলাম রব্বানী ছোটনের আক্ষেপটা এবার হয়তো বাড়বে। বাংলাদেশ কোচের আক্ষেপ বাড়ানোর মতোই কাজ করেছেন সুরভি আক্তার প্রীতি। প্রথমবারের মতো একাদশে সুযোগ পেয়ে তছনছ করেছেন সুরভি। ভুটানের জালে একাই ৬ গোল দিয়ে বাঁচিয়ে রেখেছেন বাংলাদেশের শিরোপার সম্ভাবনা।
সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলের শিরোপার সম্ভাবনা জিইয়ে রাখতে হলে ভুটানকে বড় ব্যবধানে হারিয়ে গোল ব্যবধানটা বাড়িয়ে রাখতে হতো বাংলাদেশকে। আগের দুই ম্যাচে ১৫ গোল হজম করা ভুটানের জালে গোল উৎসবের কমতি হয়নি আজ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ৮ গোলে উড়িয়ে দেওয়ার পর ভুটানকে আজ ৯-০ গোলের বন্যায় ভাসিয়ে দিয়েছে লাল-সবুজের মেয়েরা।
ভুটানের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে বদলি হিসেবে নেমে ২২ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন সুরভি। আগের ম্যাচে হ্যাটট্রিক পাওয়ায় স্বাভাবিকভাবে পরের ম্যাচে নেপালের বিপক্ষে শুরুর একাদশে নিজের জায়গা দাবি করতেই পারতেন সুরভি।
কিন্তু নেপাল ম্যাচে ছোটনের পরিকল্পনায় কী ছিল সেটা কেবল তিনিই জানতেন! আগের ম্যাচের মতো সুরভিকে মাঠে নামানো হলো ম্যাচের পরের অর্ধে। নেপালের কঠিন রক্ষণে গোল মুখ খুলতে পারেননি সুরভি। নেপালের কাছে ১-০ গোলে কোণঠাসা হয়ে পড়েছিল বাংলাদেশ।
ভুটানের বিপক্ষে গোল সংখ্যা বাড়াতে হলে একজনকে অগ্রণী ভূমিকা পালন করতে হতোই। অবশেষে সুরভি এলেন একাদশে। দলে ছড়ালেন সৌরভ। ডাবল হ্যাটট্রিক তো করেছেনই, তিন ম্যাচে ৯ গোল করে টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে অনেক এগিয়ে সুরভি। ৫ গোল করে সুরভির থেকে বেশ দূরেই আছেন নেপালের বর্ষা অলি।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের ১৫ মিনিটে গোল উৎসবের শুরু সুরভি ও বাংলাদেশের। নুসরাত জাহান মিতুর হেড থেকে ম্যাচে দলের ও নিজের প্রথম গোল তুলে নেন ময়মনসিংহের এই কিশোরীর।
২২ মিনিটে থুইনু মারমার পাস থেকে বক্সে ঢুকে প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন সুরভি। ৩২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ হয়। পূজা দাসের ডান প্রান্তের ক্রসে সুরভি প্লেসিং শটে তৃতীয় গোল করেন। এক ডিফেন্ডার সঙ্গে থেকেও কিছু করতে পারেননি।
যোগ করা সময়ে সুরভি চতুর্থ গোলটি পান। সতীর্থের লব থেকে দুই ডিফেন্ডারের মাঝে বল পেয়ে বক্সে ঢুকে সুরভি পোস্টে ছেড়ে বেরিয়ে আসা গোলকিপারের পাশ দিয়ে জোরালো শটে জাল কাঁপান।
দ্বিতীয়ার্ধের শুরু হতেই আবারও গোল সুরভির। ভুটানের মাঝমাঠ থেকে কানন রানী বাহাদুরের পাস থেকে ৪৬ মিনিটে সুরভির প্লেসিংয়ে হার মানেন ভুটানি গোলরক্ষক সোনম চোডেন।
৫৫ মিনিটে ষষ্ঠ গোল বাংলাদেশের। ম্যাচে প্রথমবারের মতো গোল করলেন অন্য ফুটবলার। ভুটানের ডি-বক্সের বাইরে থেকে নুসরাত জাহান মিতুর জোরালো শটে ভুটানের গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান মিতু।
৬৬ মিনিটে সপ্তম গোল এক বদলি ফুটবলারের। পোস্টের ডান প্রান্ত থেকে দুর্দান্ত এক শট নিয়েছিলেন বদলি হিসেবে নামা আয়েশা আক্তার। চেয়েছিলেন সুরভিকে ক্রস করতে। তবে আয়েশার উড়িয়ে দেওয়া ক্রস কোনাকুনিভাবে জড়ায় জালে।
বাংলাদেশের অষ্টম গোল ৮০ মিনিটে। প্রতিমা মুন্ডার হেডে বল পোস্টে লেগে প্রতিহত হলে জটলা সৃষ্টি হয় ভুটানের অর্ধে। জটলা থেকে বলকে জালে জড়ান থুইনু মারমা।
৮৭ মিনিটে আবারও গোল সুরভির। ভুটানের গোলরক্ষকের ভুলে বল কেড়ে নিজের ষষ্ঠ গোল তুলে নেন এই ফরোয়ার্ড।
গোলাম রব্বানী ছোটনের আক্ষেপটা এবার হয়তো বাড়বে। বাংলাদেশ কোচের আক্ষেপ বাড়ানোর মতোই কাজ করেছেন সুরভি আক্তার প্রীতি। প্রথমবারের মতো একাদশে সুযোগ পেয়ে তছনছ করেছেন সুরভি। ভুটানের জালে একাই ৬ গোল দিয়ে বাঁচিয়ে রেখেছেন বাংলাদেশের শিরোপার সম্ভাবনা।
সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলের শিরোপার সম্ভাবনা জিইয়ে রাখতে হলে ভুটানকে বড় ব্যবধানে হারিয়ে গোল ব্যবধানটা বাড়িয়ে রাখতে হতো বাংলাদেশকে। আগের দুই ম্যাচে ১৫ গোল হজম করা ভুটানের জালে গোল উৎসবের কমতি হয়নি আজ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ৮ গোলে উড়িয়ে দেওয়ার পর ভুটানকে আজ ৯-০ গোলের বন্যায় ভাসিয়ে দিয়েছে লাল-সবুজের মেয়েরা।
ভুটানের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে বদলি হিসেবে নেমে ২২ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন সুরভি। আগের ম্যাচে হ্যাটট্রিক পাওয়ায় স্বাভাবিকভাবে পরের ম্যাচে নেপালের বিপক্ষে শুরুর একাদশে নিজের জায়গা দাবি করতেই পারতেন সুরভি।
কিন্তু নেপাল ম্যাচে ছোটনের পরিকল্পনায় কী ছিল সেটা কেবল তিনিই জানতেন! আগের ম্যাচের মতো সুরভিকে মাঠে নামানো হলো ম্যাচের পরের অর্ধে। নেপালের কঠিন রক্ষণে গোল মুখ খুলতে পারেননি সুরভি। নেপালের কাছে ১-০ গোলে কোণঠাসা হয়ে পড়েছিল বাংলাদেশ।
ভুটানের বিপক্ষে গোল সংখ্যা বাড়াতে হলে একজনকে অগ্রণী ভূমিকা পালন করতে হতোই। অবশেষে সুরভি এলেন একাদশে। দলে ছড়ালেন সৌরভ। ডাবল হ্যাটট্রিক তো করেছেনই, তিন ম্যাচে ৯ গোল করে টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে অনেক এগিয়ে সুরভি। ৫ গোল করে সুরভির থেকে বেশ দূরেই আছেন নেপালের বর্ষা অলি।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের ১৫ মিনিটে গোল উৎসবের শুরু সুরভি ও বাংলাদেশের। নুসরাত জাহান মিতুর হেড থেকে ম্যাচে দলের ও নিজের প্রথম গোল তুলে নেন ময়মনসিংহের এই কিশোরীর।
২২ মিনিটে থুইনু মারমার পাস থেকে বক্সে ঢুকে প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন সুরভি। ৩২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ হয়। পূজা দাসের ডান প্রান্তের ক্রসে সুরভি প্লেসিং শটে তৃতীয় গোল করেন। এক ডিফেন্ডার সঙ্গে থেকেও কিছু করতে পারেননি।
যোগ করা সময়ে সুরভি চতুর্থ গোলটি পান। সতীর্থের লব থেকে দুই ডিফেন্ডারের মাঝে বল পেয়ে বক্সে ঢুকে সুরভি পোস্টে ছেড়ে বেরিয়ে আসা গোলকিপারের পাশ দিয়ে জোরালো শটে জাল কাঁপান।
দ্বিতীয়ার্ধের শুরু হতেই আবারও গোল সুরভির। ভুটানের মাঝমাঠ থেকে কানন রানী বাহাদুরের পাস থেকে ৪৬ মিনিটে সুরভির প্লেসিংয়ে হার মানেন ভুটানি গোলরক্ষক সোনম চোডেন।
৫৫ মিনিটে ষষ্ঠ গোল বাংলাদেশের। ম্যাচে প্রথমবারের মতো গোল করলেন অন্য ফুটবলার। ভুটানের ডি-বক্সের বাইরে থেকে নুসরাত জাহান মিতুর জোরালো শটে ভুটানের গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান মিতু।
৬৬ মিনিটে সপ্তম গোল এক বদলি ফুটবলারের। পোস্টের ডান প্রান্ত থেকে দুর্দান্ত এক শট নিয়েছিলেন বদলি হিসেবে নামা আয়েশা আক্তার। চেয়েছিলেন সুরভিকে ক্রস করতে। তবে আয়েশার উড়িয়ে দেওয়া ক্রস কোনাকুনিভাবে জড়ায় জালে।
বাংলাদেশের অষ্টম গোল ৮০ মিনিটে। প্রতিমা মুন্ডার হেডে বল পোস্টে লেগে প্রতিহত হলে জটলা সৃষ্টি হয় ভুটানের অর্ধে। জটলা থেকে বলকে জালে জড়ান থুইনু মারমা।
৮৭ মিনিটে আবারও গোল সুরভির। ভুটানের গোলরক্ষকের ভুলে বল কেড়ে নিজের ষষ্ঠ গোল তুলে নেন এই ফরোয়ার্ড।
চীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
৯ মিনিট আগেএশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৫ ঘণ্টা আগে