Ajker Patrika

বিশ্বজয়ী আর্জেন্টাইন ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১৯: ৩২
বিশ্বজয়ী আর্জেন্টাইন ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষা ফুরিয়েছিল গঞ্জালো মন্তিয়েলের শটেই। আর্জেন্টাইনদের বিশ্বকাপের সেই নায়ক এবার শুনলেন দুঃসংবাদ। ধর্ষণের অভিযোগ উঠেছে ২৬ বছর বয়সী এই ডিফেন্ডারের বিরুদ্ধে। মন্তিয়েলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের কথা জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। আর্জেন্টাইন এই ডিফেন্ডারের বিরুদ্ধে এক নারী শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন আদালতে। ‘রেডিও টেন’ সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নির্যাতনের শিকার সেই নারীর আইনজীবী র‍্যাকুয়েল হারমিদা বলেছেন, ‘লা মাতাঞ্জায় মন্তিয়েল তার পরিবারের সঙ্গে তাকে (সেই নারী) পরিচয় করিয়ে দিতে এক পার্টিতে ডেকেছিলেন। তিনি সাধারণত মদ্যপান করেন না। তবে তাকে জোর করে মদ্যপান করিয়ে অচেতন করে নির্যাতন করা হয়েছে।পুলিশের কাছে অভিযোগ করতে গেলে মন্তিয়েলের মা তাকে হুমকি দিয়েছেন। ২০১৯ এর ১ জানুয়ারি মন্তিয়েলের ২২ তম জন্মদিনের দিন এই ঘটনা ঘটেছে।’  

লুসাইলে গত বছরের ১৮ ডিসেম্বর বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা-ফ্রান্স। মূল ম্যাচ শেষ হয় ৩-৩ গোলে। এরপর টাইব্রেকারে ৪-২ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। মন্তিয়েল গোল করার সঙ্গে সঙ্গেই আনন্দে ভাসে পুরো আর্জেন্টাইন ডাগআউট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত