Ajker Patrika

রাফিনহায় মুগ্ধ ক্রাউচ, শিষ্যদের নিয়ে গর্বিত জাভি 

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১১: ১৫
রাফিনহায় মুগ্ধ ক্রাউচ, শিষ্যদের নিয়ে গর্বিত জাভি 

খেলা শুরুর আগেই চিরপরিচিত ‘রকস্টার’ বেশে পার্ক দে প্রিন্সেসে এসে হাজির রোনালদিনহো। বার্সেলোনা নাকি পিএসজি—কাকে সমর্থন দিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি, সেটি অবশ্য অজানাই থাকল। তবে দুই ক্লাবই যে তাঁর স্মৃতিধন্য! ব্রাজিল থেকে পিএসজিতে এসে বিশ্ববাসীকে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছিলেন ৪৪ বছর বয়সী তারকা, তার পূর্ণ রূপ দেখিয়েছেন বার্সায়। 

গ্যালারিতে রোনালদিনহোর উপস্থিতিই যেন পাল্টে দিল রাফিনহাকে। আইডলের সামনে পুরোপুরি মেলে ধরলেন নিজেকে। গত রাতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজির বিপক্ষে বার্সার ৩-২ গোলের জয়ে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। 

প্যারিসে রাফিনহার পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন পিটার ক্রাউচ। লিভারপুলের হয়ে ২০০৭ সালের চ্যাম্পিয়নস লিগে রানার্সআপ হওয়া সাবেক ইংলিশ তারকা টিএনটি স্পোর্টসে বলেন, ‘আমার মনে হয় রাফিনহা ফার্স্ট ক্লাস।’ 

ক্রাউচের মুখে রাফিনহার সমতায় ফেরানো দ্বিতীয় গোলটি নিয়েই প্রশংসা বেশি। ৩৭ মিনিটে বার্সাকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা। ৪৮ মিনিটে সেই গোল শোধ দেন পিএসজির ফরাসি ফরোয়ার্ডার ওসমানে দেম্বেলে। বার্সা ছেড়েই প্যারিসে এসেছেন তিনি এই মৌসুমের শুরুতে। দুই মিনিট পর ভিতিনহার গোলে উল্টো লিড নেয় লুইস এনরিকের দল। ৬২ মিনিটে বদলি নামা পেদ্রির অ্যাসিস্টে বার্সাকে সমতায় ফেরান রাফিনহা। ৭৭ মিনিটে বার্সার জয়সূচক গোলটি করেন আন্দ্রেস ক্রিস্টেনসেন। 

সদ্য চোট কাটিয়ে মাঠে ফিরেছেন রাফিনহা। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে ২৭ বছর বয়সী তারকাকে জ্বলে উঠতে দেখে খুশি জাভি হার্নান্দেজ। ম্যাচ শেষে বার্সা কোচ পিএসজির বিপক্ষে ভালো খেলা খেলোয়াড়দের প্রশংসাও করলেন, ‘রাফিনহা ও রবার্ট লেভানডফস্কি ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে। পেদ্রিও প্রচুর সাহায্য করেছে। আমি খুবই খুশি এবং দলকে নিয়ে গর্বিত।’ 

এই ম্যাচে মাঠে নেমেই রেকর্ড গড়েছেন জাভির দুই তরুণ শিষ্য লামিনে ইয়ামাল (১৬ বছর ২৭২ দিন) ও পউ কুবার্সি (১৭ বছর ৭৯ দিন)। এ দুই স্প্যানিশই এখন চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে খেলা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়। 

আগামী সপ্তাহে (১৬ এপ্রিল) শেষ আটের ফিরতি লেগ খেলতে কাতালোনিয়ায় যাবে পিএসজি। শেষ চারে যেতে হলে জয় ছাড়া বিকল্প নেই তাদের। আর বার্সা ড্র করলেই উঠে যাবে সেমিফাইনালে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত