কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের কথা ফুটবল-ভক্তরা সহজে ভুলতে পারবেন না। রেফারি মাতেও লাহোজের ‘কার্ডের রেকর্ড’ তো ছিলই, খেলোয়াড় ও কোচদের মধ্যেও ছিল যুদ্ধংদেহী মনোভাব। হুয়ান রোমান রিকুয়েলমের মতে, লিওনেল মেসির রেগে যাওয়া আর্জেন্টিনার জন্য ভালোই ছিল।
লুসাইলে গত বছরের ৯ ডিসেম্বর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা-নেদারল্যান্ডস, যে ম্যাচে ডাচ কোচ লুইস ফন গাল পেনাল্টি হলে নিজেদের আত্মবিশ্বাসী মনোভাবের জানান দিয়েছিলেন, যা আর্জেন্টাইন ফুটবলারদের তাতিয়ে দেয়। ১২০ মিনিট ২-২ গোলে শেষ হলে ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। টাইব্রেকারে এমিলিয়ানো মার্তিনেজের দুর্দান্ত গোলকিপিংয়ে ৪-৩ গোলে জিতে যায় আর্জেন্টিনা। মূল ম্যাচ ও পেনাল্টি শ্যুটআউটে ১টি করে গোল করেছিলেন মেসি। ম্যাচ জয়ের পর মেসি, এমিলিয়ানো মার্তিনেজরা দুই কানে হাত রেখে টোপো গিগিও উদ্যাপন করেন ফন গালের উদ্দেশে।
রিকোয়েলমে মনে করেন, ফন গাল রাগিয়ে দিয়ে আর্জেন্টিনার উপকার করেছিলেন। আর্জেন্টিনার সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার বলেন, ‘যখন সেরা খেলোয়াড় রেগে যায়, তাকে আপনি সহজে হারাতে পারবেন না। ফন গালের ঘোষণা আর্জেন্টিনা দলের জন্য ভালোই ছিল। মেসি এদিক থেকে একটু সুবিধা পেয়েছিল। কারণ যখন সে রেগে যায়, সে অন্যদের মতো সহজে মাঠ ছেড়ে যায় না।’
রিকোলমে আরও বলেন, ‘আপনি তাকে রাগাতে পারেন না। আপনি তার সঙ্গে কোলাকুলি করতে পারেন, তাকে চুমু দিতে পারেন। যাতে আপনাকে হারাতে না চায়।’
মেসির এই টোপো গিগিও উদ্যাপন করার এক বিশেষ কারণ ছিল। ২০ বছর আগের এক ঘটনায় ফন গালের ওপর ক্ষিপ্ত ছিলেন মেসি। বোকা জুনিয়রসের কিংবদন্তি সাত বছরে ৬ মেজর জেতা হুয়ান রিকোয়েলমেকে কিনল বার্সেলোনা। তখন বার্সেলোনার দায়িত্বে ছিলেন লুই ফান গাল। আর তার ডেপুটি হিসেবে ছিলেন হোসে মরিনহো। তাই এরা কোনোভাবেই রিকেলমের মতো ধীরগতির ক্রিয়েটিভ মিডফিল্ডারকে মেনে নিতে পারেননি। ফন গাল প্রকাশ্যে বলেছিলেন, ‘রিকেলমেকে তিনি পছন্দ করে কেনেননি; এটা ক্লাবের পলিটিক্যাল সাইনিং।’
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের কথা ফুটবল-ভক্তরা সহজে ভুলতে পারবেন না। রেফারি মাতেও লাহোজের ‘কার্ডের রেকর্ড’ তো ছিলই, খেলোয়াড় ও কোচদের মধ্যেও ছিল যুদ্ধংদেহী মনোভাব। হুয়ান রোমান রিকুয়েলমের মতে, লিওনেল মেসির রেগে যাওয়া আর্জেন্টিনার জন্য ভালোই ছিল।
লুসাইলে গত বছরের ৯ ডিসেম্বর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা-নেদারল্যান্ডস, যে ম্যাচে ডাচ কোচ লুইস ফন গাল পেনাল্টি হলে নিজেদের আত্মবিশ্বাসী মনোভাবের জানান দিয়েছিলেন, যা আর্জেন্টাইন ফুটবলারদের তাতিয়ে দেয়। ১২০ মিনিট ২-২ গোলে শেষ হলে ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। টাইব্রেকারে এমিলিয়ানো মার্তিনেজের দুর্দান্ত গোলকিপিংয়ে ৪-৩ গোলে জিতে যায় আর্জেন্টিনা। মূল ম্যাচ ও পেনাল্টি শ্যুটআউটে ১টি করে গোল করেছিলেন মেসি। ম্যাচ জয়ের পর মেসি, এমিলিয়ানো মার্তিনেজরা দুই কানে হাত রেখে টোপো গিগিও উদ্যাপন করেন ফন গালের উদ্দেশে।
রিকোয়েলমে মনে করেন, ফন গাল রাগিয়ে দিয়ে আর্জেন্টিনার উপকার করেছিলেন। আর্জেন্টিনার সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার বলেন, ‘যখন সেরা খেলোয়াড় রেগে যায়, তাকে আপনি সহজে হারাতে পারবেন না। ফন গালের ঘোষণা আর্জেন্টিনা দলের জন্য ভালোই ছিল। মেসি এদিক থেকে একটু সুবিধা পেয়েছিল। কারণ যখন সে রেগে যায়, সে অন্যদের মতো সহজে মাঠ ছেড়ে যায় না।’
রিকোলমে আরও বলেন, ‘আপনি তাকে রাগাতে পারেন না। আপনি তার সঙ্গে কোলাকুলি করতে পারেন, তাকে চুমু দিতে পারেন। যাতে আপনাকে হারাতে না চায়।’
মেসির এই টোপো গিগিও উদ্যাপন করার এক বিশেষ কারণ ছিল। ২০ বছর আগের এক ঘটনায় ফন গালের ওপর ক্ষিপ্ত ছিলেন মেসি। বোকা জুনিয়রসের কিংবদন্তি সাত বছরে ৬ মেজর জেতা হুয়ান রিকোয়েলমেকে কিনল বার্সেলোনা। তখন বার্সেলোনার দায়িত্বে ছিলেন লুই ফান গাল। আর তার ডেপুটি হিসেবে ছিলেন হোসে মরিনহো। তাই এরা কোনোভাবেই রিকেলমের মতো ধীরগতির ক্রিয়েটিভ মিডফিল্ডারকে মেনে নিতে পারেননি। ফন গাল প্রকাশ্যে বলেছিলেন, ‘রিকেলমেকে তিনি পছন্দ করে কেনেননি; এটা ক্লাবের পলিটিক্যাল সাইনিং।’
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
১০ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
১১ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
১১ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
১২ ঘণ্টা আগে