ক্রীড়া ডেস্ক
মাঠ হোক বা মাঠের বাইরে—যেকোনো কিছুতেই নেইমারকে নিয়ে এখন চলে কথাবার্তা। আলোচনায় থাকতেই যে তিনি বেশি পছন্দ করেন। এবার তিনি ‘ব্যাটম্যান’ সিনেমার সেই বিখ্যাত ব্যাটমোবাইল গাড়ি কিনেছেন ২৫ কোটি টাকা খরচ করে।
নেইমারের গাড়ি নিয়ে বিদেশি বিভিন্ন গণমাধ্যমে নানা রকম খবর শোনা যাচ্ছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, তাঁর কেনা ব্যাটমোবাইল টাম্বলার গাড়িটি আসলে ওয়ার্নার ব্রাদার্সের তৈরি করা মাত্র দশটা বিশেষ সংস্করণের ব্যাটমোবাইলের মধ্যে একটা। ক্রিস্টোফার নোলানের ‘ডার্ক নাইট’ ট্রিলজি থেকে গাড়িটির ডিজাইন নেওয়া হয়েছে। যেখানে ব্যাটম্যান ছিলেন ক্রিশ্চিয়ান বেল। গাড়িটির সঠিক দাম অবশ্য নিশ্চিত হওয়া যায়নি। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও’ গ্লোবো জানিয়েছে, ব্যাটমোবাইল গাড়িটি কিনতে নেইমারের খরচ হয়েছে ১৮ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় সেটা ২৫ কোটি ৬৪ লাখ টাকা।
মোটা অঙ্কের টাকা খরচ করে ব্যাটমোবাইল গাড়িটা কিনলেও নেইমার এই গাড়ি নিয়ে রাস্তায় বের হতে পারবেন না। ইউরোপীয় সড়কের নীতিমালা অনুযায়ী এই গাড়ি রাস্তায় চালানো যাবে না। এমনকি ব্রাজিলের রাস্তায়ও এটা চালানো নিষেধ। তার মানে এই গাড়ি শুধু তাঁর বিলাসবহুল গ্যারেজেই রাখতে হচ্ছে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গ্যারেজে আগে থেকেই আছে অডি আর৮ স্পাইডার ভি১০ প্লাস, ফেরারি, অ্যাস্টন মার্টিন ডিবিএক্স, ল্যাম্বরগিনির মতো বিলাসবহুল গাড়ি।
ব্যাটমোবাইল টাম্বলার গাড়িগুলো সাধারণত ৪.৬৫ মিটার লম্বা। চওড়া ২.৮ মিটার। স্টিলের মজবুত ফ্রেমে তৈরি এই গাড়ি কার্বন ফাইবার আর কেভলার দিয়ে মোড়ানো। গাড়িটির ভেতরে ৬.২ লিটার ভি৮ ইঞ্জিন রয়েছে। এটার শক্তি ৫২৫ হর্সপাওয়ারের শক্তি। সিনেমার ব্যবহৃত গাড়ির মতোই এটি ‘ধোঁয়া বোমা’ ছুড়তে পারে। পাশাপাশি থাকছে একটি রেপ্লিকা জেট ইঞ্জিন এবং ব্যাটম্যান ও রবিনের ককপিটের আদলে তৈরি দুটি আসন।
২০২৩ সালে পিএসজি ছেড়ে নেইমার আল হিলালে যান দুই বছরের চুক্তিতে। বার্ষিক ১০ কোটি ৪০ লাখ ডলারের চুক্তি করা হয়। বাংলাদেশি মুদ্রায় সেটা ১২৭৭ কোটি ২৭ লাখ টাকা। তবে সৌদি ক্লাবে যাওয়ার পরই বারবার চোটে আক্রান্ত হয়েছেন তিনি। পাশাপাশি অন্যান্য কারণে সব মিলে আল হিলালে মাত্র সাতটি ম্যাচই খেলতে পেরেছেন তিনি। সৌদি ক্লাবটির হয়ে এক গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন তিন গোলে। এ বছরের জানুয়ারিতে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে আল হিলাল। সৌদি ক্লাব চুক্তি বাতিলের পর নেইমার ফেরেন তাঁর শৈশবের ক্লাব সান্তোসে। তবে স্বদেশি ক্লাবে ফিরলেও বিভিন্ন কারণে নিয়মিত হতে পারেননি ব্রাজিল ফরোয়ার্ড।
মাঠ হোক বা মাঠের বাইরে—যেকোনো কিছুতেই নেইমারকে নিয়ে এখন চলে কথাবার্তা। আলোচনায় থাকতেই যে তিনি বেশি পছন্দ করেন। এবার তিনি ‘ব্যাটম্যান’ সিনেমার সেই বিখ্যাত ব্যাটমোবাইল গাড়ি কিনেছেন ২৫ কোটি টাকা খরচ করে।
নেইমারের গাড়ি নিয়ে বিদেশি বিভিন্ন গণমাধ্যমে নানা রকম খবর শোনা যাচ্ছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, তাঁর কেনা ব্যাটমোবাইল টাম্বলার গাড়িটি আসলে ওয়ার্নার ব্রাদার্সের তৈরি করা মাত্র দশটা বিশেষ সংস্করণের ব্যাটমোবাইলের মধ্যে একটা। ক্রিস্টোফার নোলানের ‘ডার্ক নাইট’ ট্রিলজি থেকে গাড়িটির ডিজাইন নেওয়া হয়েছে। যেখানে ব্যাটম্যান ছিলেন ক্রিশ্চিয়ান বেল। গাড়িটির সঠিক দাম অবশ্য নিশ্চিত হওয়া যায়নি। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও’ গ্লোবো জানিয়েছে, ব্যাটমোবাইল গাড়িটি কিনতে নেইমারের খরচ হয়েছে ১৮ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় সেটা ২৫ কোটি ৬৪ লাখ টাকা।
মোটা অঙ্কের টাকা খরচ করে ব্যাটমোবাইল গাড়িটা কিনলেও নেইমার এই গাড়ি নিয়ে রাস্তায় বের হতে পারবেন না। ইউরোপীয় সড়কের নীতিমালা অনুযায়ী এই গাড়ি রাস্তায় চালানো যাবে না। এমনকি ব্রাজিলের রাস্তায়ও এটা চালানো নিষেধ। তার মানে এই গাড়ি শুধু তাঁর বিলাসবহুল গ্যারেজেই রাখতে হচ্ছে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গ্যারেজে আগে থেকেই আছে অডি আর৮ স্পাইডার ভি১০ প্লাস, ফেরারি, অ্যাস্টন মার্টিন ডিবিএক্স, ল্যাম্বরগিনির মতো বিলাসবহুল গাড়ি।
ব্যাটমোবাইল টাম্বলার গাড়িগুলো সাধারণত ৪.৬৫ মিটার লম্বা। চওড়া ২.৮ মিটার। স্টিলের মজবুত ফ্রেমে তৈরি এই গাড়ি কার্বন ফাইবার আর কেভলার দিয়ে মোড়ানো। গাড়িটির ভেতরে ৬.২ লিটার ভি৮ ইঞ্জিন রয়েছে। এটার শক্তি ৫২৫ হর্সপাওয়ারের শক্তি। সিনেমার ব্যবহৃত গাড়ির মতোই এটি ‘ধোঁয়া বোমা’ ছুড়তে পারে। পাশাপাশি থাকছে একটি রেপ্লিকা জেট ইঞ্জিন এবং ব্যাটম্যান ও রবিনের ককপিটের আদলে তৈরি দুটি আসন।
২০২৩ সালে পিএসজি ছেড়ে নেইমার আল হিলালে যান দুই বছরের চুক্তিতে। বার্ষিক ১০ কোটি ৪০ লাখ ডলারের চুক্তি করা হয়। বাংলাদেশি মুদ্রায় সেটা ১২৭৭ কোটি ২৭ লাখ টাকা। তবে সৌদি ক্লাবে যাওয়ার পরই বারবার চোটে আক্রান্ত হয়েছেন তিনি। পাশাপাশি অন্যান্য কারণে সব মিলে আল হিলালে মাত্র সাতটি ম্যাচই খেলতে পেরেছেন তিনি। সৌদি ক্লাবটির হয়ে এক গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন তিন গোলে। এ বছরের জানুয়ারিতে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে আল হিলাল। সৌদি ক্লাব চুক্তি বাতিলের পর নেইমার ফেরেন তাঁর শৈশবের ক্লাব সান্তোসে। তবে স্বদেশি ক্লাবে ফিরলেও বিভিন্ন কারণে নিয়মিত হতে পারেননি ব্রাজিল ফরোয়ার্ড।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৮ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৯ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১০ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১১ ঘণ্টা আগে