Ajker Patrika

নিজের পেনাল্টি রামোসকে দিয়ে করালেন মেসি

আপডেট : ১৭ জুলাই ২০২২, ১৩: ০১
নিজের পেনাল্টি রামোসকে দিয়ে করালেন মেসি

কয়েক বছর আগেও লিওনেল মেসি ও সার্জিও রামোসের সম্পর্ক ছিল সাপে-নেউলে। লা লিগায় সুযোগ পেলেই একজন আরেকজনকে খোঁচা মারতেন। আর এখন তাঁরা ক্লাব সতীর্থ হয়ে খেলছেন একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। তাঁদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, প্রীতি ম্যাচের পেনাল্টি তারই প্রমাণ দিয়েছে। ম্যাচে নিজের পেনাল্টি মারতে দিয়েছেন রামোসকে। 

নতুন কোচ ক্রিস্টোফার গালতিয়েরের অধীনে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। পরশু পিএসজির প্রীতি ম্যাচটি ছিল ফ্রান্সের দ্বিতীয় বিভাগের দল কেভি রুয়োর বিপক্ষে। গালতিয়েরের শুরুর একাদশে ছিলেন একসময়ের দুই চিরপ্রতিদ্বন্দ্বী মেসি ও রামোস। ম্যাচের ৩৩ মিনিটে ডি-বক্সের ভেতরে মেসি ফাউলের শিকার হয়েছিলেন। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত নিতেও কালক্ষেপণ করেননি। তবে স্পট কিকটি আর্জেন্টাইন তারকা করেননি। তিনি পেনাল্টিটি রামোসকে মারতে দিয়েছিলেন। আর স্প্যানিশ ডিফেন্ডার সুযোগ পেয়ে নিজের কাজটা করেছেন ঠিকঠাকভাবে। বিরতির পর পিএসজি আরও ১টি গোল করেছে। ৫৫ মিনিটে জেইদি গাসসামা পিএসজির হয়ে দ্বিতীয় গোল করেছেন। মেসি-রামোসরা মাঠ ছাড়েন ২-০ গোলের জয়ের ব্যবধানে। এই ম্যাচের স্কোয়াডে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে ও নেইমার দুজনেই। 

মেসি ও রামোস সতীর্থ হবেন এমনটা কখনোই কল্পনা করা যেত না। দুজনের সম্পর্ক এতটাই খারাপ ছিল যে মাঠে একজন আরেকজনকে কখনো ছেড়ে কথা বলতেন না। কিন্তু নিয়তি তো আর মানবের কথায় চলে না। তাঁরা দুজন পিএসজিতে এসেছিলেন অদ্ভুত ও অপ্রত্যাশিত ঘটনার মধ্যে দিয়ে। মেসি কখনো কল্পনা করেননি প্রিয় ক্লাব বার্সেলোনাকে ছাড়তে হবে। কিন্তু লা লিগার আর্থিক নিয়মের কাছে হার মানতে হয় তাঁকে ও ক্লাবকে। পরে তিনি পিএসজিতে যোগ দেন ফ্রি খেলোয়াড় হিসেবে। রিয়াল মাদ্রিদ কিংবদন্তি রামোসও পিএসজিতে যোগ দেন ফ্রি খেলোয়াড় হয়ে। স্পেনের ক্লাবটি রামোসের সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত