Ajker Patrika

মেসিকে নিয়ে বিতর্কের ইতি টানলেন লেভা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ২৩: ৩২
মেসিকে নিয়ে বিতর্কের ইতি টানলেন লেভা

এবার ব্যালন ডি’অরে প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে ঘিরে রবার্ট লেভানডফস্কিকে একটি মন্তব্য নিয়ে কম জলঘোলা হয়নি। লেভার সেই মন্তব্য নিয়ে কিছুটা বিতর্কও তৈরি হয়। 

জল আর বেশি দূর গড়ানোর আগে এ নিয়ে মুখ খুললেন লেভানডফস্কি। মেসির সপ্তম ব্যালন ডি’অর জয়ের দিন তাঁর সঙ্গে কথা বলেন এই বায়ার্ন মিউনিখ তারকা। নিজের ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন পূরণ না হলেও আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে ওই মুহূর্তের সাক্ষী হতে পেরে দারুণ রোমাঞ্চিত ছিলেন তিনি। 

এ নিয়ে সংবাদমাধ্যমকে লেভা জানান, ‘ব্যালন ডি’অর অনুষ্ঠানে মেসির কথাগুলো আমার হৃদয় ছুঁয়ে গেছে। সেগুলো ফাঁকা বুলি ছিল না। এটা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা একটি মুহূর্ত।’ 

ব্যালন ডি’অর অনুষ্ঠানে ভাষাগত সমস্যার কারণে পাশে বসেও মেসির সঙ্গে বেশি কথা বলা হয়নি লেভার, ‘আমি মেসির সঙ্গে সরাসরি খুব কম কথাই বলেছি। কারণ আমি স্প্যানিশ ভাষা খুব ভালো পারি না। এমবাপ্পেকে ইংরেজিতে বলেছি। সে এটা মেসিকে অনুবাদ করে দিয়েছে। সব মিলিয়ে রাতটা দারুণ ছিল।’ 

এসব বক্তব্যে নিয়ে পরে ‘কানাল স্পোর্টস উইকে’ একটি সাক্ষাৎকার দেন লেভা। বিপত্তি বাঁধে সেখানে। সাক্ষাৎকারের ভুল অনুবাদ করায় সঠিক তথ্য পৌঁছায়নি সবার কাছে। 

লেভাবে উদ্ধৃত করে তারা লিখেছিল, ‘ব্যালন ডি’অর না জেতায় খারাপ লেগেছে সেটা অস্বীকার করতে পারব না। মেসির মতো তারকার সঙ্গে পাল্লা দেওয়া গর্বের বিষয়। এটা প্রমাণ করে, আমি নিজেকে কোন পর্যায়ে নিয়ে গেছি। মেসির মতো ফুটবলারের কাছ থেকে আমি আন্তরিকতা আশা করেছিলাম, ফাঁকা বুলি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোদিজি—বিহারে কোনো বাংলাদেশি নেই, তবে দিল্লিতে আপনার বোন বসে আছেন: ওয়াইসি

অধ্যক্ষকে ধাক্কাতে ধাক্কাতে বের করে দেওয়া হলো কলেজ থেকে

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ: নবনির্বাচিত ভিপি মৃদুল, জিএস রায়হান

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টি কবে— জানাল আবহাওয়া অধিদপ্তর

যুক্তরাষ্ট্রের সহায়তায় পারমাণবিক শক্তির অধিকারী হবে তুরস্ক, চুক্তি স্বাক্ষর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত