মোহামেদ সালাহর মিসরের বিশ্বকাপ খেলার স্বপ্নে জল ঢেলেছে কে? উত্তরটা সবারই জানা—সালাহরই লিভারপুল সতীর্থ সাদিও মানের দল সেনেগাল। তবে মোটা দাগে বললে সেনেগালের উচ্ছৃঙ্খল সমর্থকেরা।
এই তো মাস খানেক আগের ঘটনা। কাতার বিশ্বকাপ বাছাইয়ে আফ্রিকান অঞ্চলের প্লে-অফে মিসরের বিপক্ষে হট্টগোল সৃষ্টি করেছিলেন সেনেগাল সমর্থকেরা। দ্বিতীয় লেগের ম্যাচে গ্যালারি থেকে ছুড়ে মারে বোতল, সালাহর চোখে মারে লেজার রশ্মি। সে রাতে দিয়ামনিয়াদিও স্টেডিয়ামে অরাজক পরিস্থিতি তৈরি হয়।
নিজেদের মাঠে খেলা বলে এক রকম ‘মাস্তানি’ করেছে সেনেগালিজরা। সালাহরা বল পেলেই মারা হয়েছে লেজার। এমনকি টাইব্রেকারে লিভারপুল ফরোয়ার্ড যে পেনাল্টি মিস করেছেন, ঠিক তার আগমুহূর্তেও চোখে মারা হয় সবুজ লেজার।
সালাহ রেফারির কাছে বিষয়টি জানালেও কাজ হয়নি। তবে ফিফা ঠিকই যথার্থ বিচার করেছে। নিজ সমর্থকদের উচ্ছৃঙ্খল আচরণের শাস্তি পেতে হয়েছে আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগালের। সাজাস্বরূপ সেনেগালকে এক ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার নির্দেশ দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সেই সঙ্গে অশালীন ব্যানার ও শৃঙ্খলা বজায় রাখতে না পারায় দেশটির ফুটবল ফেডারেশনকে ১ লাখ ৮০ হাজার ডলার (দেড় কোটি টাকারও বেশি) জরিমানা করা হয়েছে।
প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল সালাহর মিসর। ফিরতি লেগে একই ব্যবধানে জেতে মানের সেনেগাল। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে কেউ গোল করতে না পারায় নিষ্পত্তি হয় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে মিসরকে ৩-১ গোলে হারিয়ে কাতারের টিকিট পেয়ে যায় সেনেগাল। ঘটনাবহুল সেই রাতে বিক্ষিপ্ত অনেক ঘটনাই ঘটেছে। সেটিরই শাস্তি পেল মানেদের ফেডারেশন।
আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আরও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ঘানার কাছে হারের পর মাঠে অনুপ্রবেশ করেন নাইজেরিয়ান সমর্থকেরা। সে দেশের ফুটবল ফেডারেশনকেও রুদ্ধ স্টেডিয়ামে এক ম্যাচ খেলার নির্দেশ দিয়েছে ফিফা। জরিমানা করেছে ১ লাখ ৫০ হাজার ডলার (১ কোটি ৩৩ লাখ টাকা)। একই শাস্তি পেয়েছে কঙ্গো ও লেবাননও।
মোহামেদ সালাহর মিসরের বিশ্বকাপ খেলার স্বপ্নে জল ঢেলেছে কে? উত্তরটা সবারই জানা—সালাহরই লিভারপুল সতীর্থ সাদিও মানের দল সেনেগাল। তবে মোটা দাগে বললে সেনেগালের উচ্ছৃঙ্খল সমর্থকেরা।
এই তো মাস খানেক আগের ঘটনা। কাতার বিশ্বকাপ বাছাইয়ে আফ্রিকান অঞ্চলের প্লে-অফে মিসরের বিপক্ষে হট্টগোল সৃষ্টি করেছিলেন সেনেগাল সমর্থকেরা। দ্বিতীয় লেগের ম্যাচে গ্যালারি থেকে ছুড়ে মারে বোতল, সালাহর চোখে মারে লেজার রশ্মি। সে রাতে দিয়ামনিয়াদিও স্টেডিয়ামে অরাজক পরিস্থিতি তৈরি হয়।
নিজেদের মাঠে খেলা বলে এক রকম ‘মাস্তানি’ করেছে সেনেগালিজরা। সালাহরা বল পেলেই মারা হয়েছে লেজার। এমনকি টাইব্রেকারে লিভারপুল ফরোয়ার্ড যে পেনাল্টি মিস করেছেন, ঠিক তার আগমুহূর্তেও চোখে মারা হয় সবুজ লেজার।
সালাহ রেফারির কাছে বিষয়টি জানালেও কাজ হয়নি। তবে ফিফা ঠিকই যথার্থ বিচার করেছে। নিজ সমর্থকদের উচ্ছৃঙ্খল আচরণের শাস্তি পেতে হয়েছে আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগালের। সাজাস্বরূপ সেনেগালকে এক ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার নির্দেশ দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সেই সঙ্গে অশালীন ব্যানার ও শৃঙ্খলা বজায় রাখতে না পারায় দেশটির ফুটবল ফেডারেশনকে ১ লাখ ৮০ হাজার ডলার (দেড় কোটি টাকারও বেশি) জরিমানা করা হয়েছে।
প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল সালাহর মিসর। ফিরতি লেগে একই ব্যবধানে জেতে মানের সেনেগাল। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে কেউ গোল করতে না পারায় নিষ্পত্তি হয় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে মিসরকে ৩-১ গোলে হারিয়ে কাতারের টিকিট পেয়ে যায় সেনেগাল। ঘটনাবহুল সেই রাতে বিক্ষিপ্ত অনেক ঘটনাই ঘটেছে। সেটিরই শাস্তি পেল মানেদের ফেডারেশন।
আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আরও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ঘানার কাছে হারের পর মাঠে অনুপ্রবেশ করেন নাইজেরিয়ান সমর্থকেরা। সে দেশের ফুটবল ফেডারেশনকেও রুদ্ধ স্টেডিয়ামে এক ম্যাচ খেলার নির্দেশ দিয়েছে ফিফা। জরিমানা করেছে ১ লাখ ৫০ হাজার ডলার (১ কোটি ৩৩ লাখ টাকা)। একই শাস্তি পেয়েছে কঙ্গো ও লেবাননও।
২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
১২ মিনিট আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
২৯ মিনিট আগেনতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
২ ঘণ্টা আগেসিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
২ ঘণ্টা আগে