আজকের পত্রিকা ডেস্ক
হচ্ছে হচ্ছে করে এখনো হয়নি। কবে হবে, বলতে পারছে না বাফুফে। তারা বলছে, আজ-কালও হামজা চৌধুরীকে নিয়ে সবুজ সংকেত দিতে পারে ফিফা। আবার এক মাস পরও এমনটি হতে পারে। তবে সর্বশেষ খবর, এখনো ফিফার টেবিলে পড়ে আছে হামজার ফাইল।
বিষয়টি নিয়ে গতকাল বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার আজকের পত্রিকাকে বলেন, হামজাকে দলে টানতে তাঁরা কাজ করে যাচ্ছেন। কদিন আগেও ফিফার চাহিদা মোতাবেক কিছু ডকুমেন্ট পাঠিয়েছে বাফুফে, ‘আমরা কদিন আগে কিছু ডকুমেন্ট ফিফাকে দিয়েছি। আসলে হামজা ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে ম্যাচ খেলায় প্রক্রিয়াটা জটিল হয়ে গেল। এ জন্য একটু সময় লাগছে।’
এ বিষয়ে এই প্রতিবেদকের কথা হয় হামজার বাবা মোরশেদ দেওয়ানের সঙ্গে। তিনি স্পষ্ট করে কিছু বলতে পারেননি, ‘দেখুন, আমার কাছে কোনো খবর নেই। বাফুফেই তো হামজার বিষয়টা দেখছে, তারা বলতে পারবে কবে কী হবে।’
এর আগে লেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডারের জন্য ছাড়পত্র চেয়ে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছে আবেদন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সে আবেদনে সাড়া দিয়ে হামজার ছাড়পত্র পাঠিয়ে দেয় তারা। সেই ছাড়পত্র চূড়ান্ত অনুমোদনের জন্য ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে পাঠায় বাফুফে। ফিফার সেই বিশেষ কমিটি অনুমোদন দেওয়ার পর হামজার বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না।
কিন্তু গত মাসে ফিফা আরও বাড়তি ডকুমেন্টস চেয়ে বাফুফেকে মেইল পাঠায়। কদিন আগে আরও কিছু ডকুমেন্ট চেয়েছে তারা। সেসব ডকুমেন্ট বাফুফে জোগাড় করে ফিফাকে ফিরতি মেইল দিয়েছে। এখন কেবল অপেক্ষা। ফিফা ‘হ্যাঁ’ বললে হামজাকে আনার পরের প্রক্রিয়া শুরু করতে পারবে বাফুফে।
হচ্ছে হচ্ছে করে এখনো হয়নি। কবে হবে, বলতে পারছে না বাফুফে। তারা বলছে, আজ-কালও হামজা চৌধুরীকে নিয়ে সবুজ সংকেত দিতে পারে ফিফা। আবার এক মাস পরও এমনটি হতে পারে। তবে সর্বশেষ খবর, এখনো ফিফার টেবিলে পড়ে আছে হামজার ফাইল।
বিষয়টি নিয়ে গতকাল বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার আজকের পত্রিকাকে বলেন, হামজাকে দলে টানতে তাঁরা কাজ করে যাচ্ছেন। কদিন আগেও ফিফার চাহিদা মোতাবেক কিছু ডকুমেন্ট পাঠিয়েছে বাফুফে, ‘আমরা কদিন আগে কিছু ডকুমেন্ট ফিফাকে দিয়েছি। আসলে হামজা ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে ম্যাচ খেলায় প্রক্রিয়াটা জটিল হয়ে গেল। এ জন্য একটু সময় লাগছে।’
এ বিষয়ে এই প্রতিবেদকের কথা হয় হামজার বাবা মোরশেদ দেওয়ানের সঙ্গে। তিনি স্পষ্ট করে কিছু বলতে পারেননি, ‘দেখুন, আমার কাছে কোনো খবর নেই। বাফুফেই তো হামজার বিষয়টা দেখছে, তারা বলতে পারবে কবে কী হবে।’
এর আগে লেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডারের জন্য ছাড়পত্র চেয়ে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছে আবেদন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সে আবেদনে সাড়া দিয়ে হামজার ছাড়পত্র পাঠিয়ে দেয় তারা। সেই ছাড়পত্র চূড়ান্ত অনুমোদনের জন্য ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে পাঠায় বাফুফে। ফিফার সেই বিশেষ কমিটি অনুমোদন দেওয়ার পর হামজার বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না।
কিন্তু গত মাসে ফিফা আরও বাড়তি ডকুমেন্টস চেয়ে বাফুফেকে মেইল পাঠায়। কদিন আগে আরও কিছু ডকুমেন্ট চেয়েছে তারা। সেসব ডকুমেন্ট বাফুফে জোগাড় করে ফিফাকে ফিরতি মেইল দিয়েছে। এখন কেবল অপেক্ষা। ফিফা ‘হ্যাঁ’ বললে হামজাকে আনার পরের প্রক্রিয়া শুরু করতে পারবে বাফুফে।
পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালটা লিটন দাসকে দেখতে হয়েছে ডাগ আউটে বসে। দুবাইয়ে তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিকদের একের পর এক আত্মাহুতি দেখে লিটনের মুখটা বেশ ফ্যাকাশে দেখিয়েছে। ওয়াসিম আকরামের মতে লিটন থাকলে ম্যাচের ফল অন্য কিছু হতেও পারত।
৪ মিনিট আগেজিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
৩৭ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
১ ঘণ্টা আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১১ ঘণ্টা আগে