এই জয় তো এই হার—চলতি মৌসুমে এভাবেই চলছে চেলসি। আজ ব্লুজরা আবারও হেরে বসেছে। সেটিও নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে এগিয়ে গিয়েও। চেলসিকে আদতে হারিয়ে দিয়েছেন ম্যাথিউস কুনহা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের দুর্দান্ত হ্যাটট্রিকে ৪-২ গোলে জিতেছে উলভস।
১৯ মিনিটে কোল পালমার এগিয়ে দেন চেলসিকে। ৩ মিনিট পর উলভসকে সমতায় ফেরান কুনহা। ৪৩ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে মাউরিসিও পচেত্তিনো দল। এরপর কুনহার আরও দুই গোল—৬২ ও ৮২ মিনিটে। শেষটি করেছেন পেনাল্টি থেকে। এর ৪ মিনিট পর একটি গোল শোধ দিয়ে চেলসির হারের ব্যবধান কমান থিয়াগো সিলভা।
এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জয় নেই চেলসির। তার মধ্যে প্রিমিয়ার লিগের শেষ দুই ম্যাচে হার। এই হারে ২৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ১১ তম স্থানে ব্লুজরা। এক পয়েন্ট বেশি নিয়ে তাদের ওপরে ওঠে এলো উলভস।
লিগের আরেক ম্যাচে দাপুটে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে আলেহান্দ্রো গারনাচোর জোড়া গোলে ওয়েস্ট হামকে ৩-০ গোলে হারিয়েছে এরিক টেন হাগের দল। ২৩ মিনিটে ‘বার্থডে বয়’ রাসমুস হয়লুন্দের গোলে এগিয়ে যায় ইউনাইটেড। এরপর ৪৯ ও ৮৪ মিনিটে নিজের গোল দুটি করেন গারনাচো। এই জয়ে ২৩ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ছয়ে ওঠে এলো রেড ডেভিলরা। ২ পয়েন্ট কম নিয়ে তাদের নিচে আছে ওয়েস্ট হাম।
সিরি আয় দুই ম্যাচ পর জয়ে ফিরেছে নাপোলি। গতবারের চ্যাম্পিয়নরা নিজেদের মাঠে পিছিয়ে পড়েও ২-১ গোলে হারিয়েছে হালাস ভেরোনাকে। ২২ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে নাপোলি।
এই জয় তো এই হার—চলতি মৌসুমে এভাবেই চলছে চেলসি। আজ ব্লুজরা আবারও হেরে বসেছে। সেটিও নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে এগিয়ে গিয়েও। চেলসিকে আদতে হারিয়ে দিয়েছেন ম্যাথিউস কুনহা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের দুর্দান্ত হ্যাটট্রিকে ৪-২ গোলে জিতেছে উলভস।
১৯ মিনিটে কোল পালমার এগিয়ে দেন চেলসিকে। ৩ মিনিট পর উলভসকে সমতায় ফেরান কুনহা। ৪৩ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে মাউরিসিও পচেত্তিনো দল। এরপর কুনহার আরও দুই গোল—৬২ ও ৮২ মিনিটে। শেষটি করেছেন পেনাল্টি থেকে। এর ৪ মিনিট পর একটি গোল শোধ দিয়ে চেলসির হারের ব্যবধান কমান থিয়াগো সিলভা।
এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জয় নেই চেলসির। তার মধ্যে প্রিমিয়ার লিগের শেষ দুই ম্যাচে হার। এই হারে ২৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ১১ তম স্থানে ব্লুজরা। এক পয়েন্ট বেশি নিয়ে তাদের ওপরে ওঠে এলো উলভস।
লিগের আরেক ম্যাচে দাপুটে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে আলেহান্দ্রো গারনাচোর জোড়া গোলে ওয়েস্ট হামকে ৩-০ গোলে হারিয়েছে এরিক টেন হাগের দল। ২৩ মিনিটে ‘বার্থডে বয়’ রাসমুস হয়লুন্দের গোলে এগিয়ে যায় ইউনাইটেড। এরপর ৪৯ ও ৮৪ মিনিটে নিজের গোল দুটি করেন গারনাচো। এই জয়ে ২৩ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ছয়ে ওঠে এলো রেড ডেভিলরা। ২ পয়েন্ট কম নিয়ে তাদের নিচে আছে ওয়েস্ট হাম।
সিরি আয় দুই ম্যাচ পর জয়ে ফিরেছে নাপোলি। গতবারের চ্যাম্পিয়নরা নিজেদের মাঠে পিছিয়ে পড়েও ২-১ গোলে হারিয়েছে হালাস ভেরোনাকে। ২২ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে নাপোলি।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৬ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৭ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৯ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৯ ঘণ্টা আগে