এই জয় তো এই হার—চলতি মৌসুমে এভাবেই চলছে চেলসি। আজ ব্লুজরা আবারও হেরে বসেছে। সেটিও নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে এগিয়ে গিয়েও। চেলসিকে আদতে হারিয়ে দিয়েছেন ম্যাথিউস কুনহা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের দুর্দান্ত হ্যাটট্রিকে ৪-২ গোলে জিতেছে উলভস।
১৯ মিনিটে কোল পালমার এগিয়ে দেন চেলসিকে। ৩ মিনিট পর উলভসকে সমতায় ফেরান কুনহা। ৪৩ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে মাউরিসিও পচেত্তিনো দল। এরপর কুনহার আরও দুই গোল—৬২ ও ৮২ মিনিটে। শেষটি করেছেন পেনাল্টি থেকে। এর ৪ মিনিট পর একটি গোল শোধ দিয়ে চেলসির হারের ব্যবধান কমান থিয়াগো সিলভা।
এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জয় নেই চেলসির। তার মধ্যে প্রিমিয়ার লিগের শেষ দুই ম্যাচে হার। এই হারে ২৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ১১ তম স্থানে ব্লুজরা। এক পয়েন্ট বেশি নিয়ে তাদের ওপরে ওঠে এলো উলভস।
লিগের আরেক ম্যাচে দাপুটে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে আলেহান্দ্রো গারনাচোর জোড়া গোলে ওয়েস্ট হামকে ৩-০ গোলে হারিয়েছে এরিক টেন হাগের দল। ২৩ মিনিটে ‘বার্থডে বয়’ রাসমুস হয়লুন্দের গোলে এগিয়ে যায় ইউনাইটেড। এরপর ৪৯ ও ৮৪ মিনিটে নিজের গোল দুটি করেন গারনাচো। এই জয়ে ২৩ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ছয়ে ওঠে এলো রেড ডেভিলরা। ২ পয়েন্ট কম নিয়ে তাদের নিচে আছে ওয়েস্ট হাম।
সিরি আয় দুই ম্যাচ পর জয়ে ফিরেছে নাপোলি। গতবারের চ্যাম্পিয়নরা নিজেদের মাঠে পিছিয়ে পড়েও ২-১ গোলে হারিয়েছে হালাস ভেরোনাকে। ২২ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে নাপোলি।
এই জয় তো এই হার—চলতি মৌসুমে এভাবেই চলছে চেলসি। আজ ব্লুজরা আবারও হেরে বসেছে। সেটিও নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে এগিয়ে গিয়েও। চেলসিকে আদতে হারিয়ে দিয়েছেন ম্যাথিউস কুনহা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের দুর্দান্ত হ্যাটট্রিকে ৪-২ গোলে জিতেছে উলভস।
১৯ মিনিটে কোল পালমার এগিয়ে দেন চেলসিকে। ৩ মিনিট পর উলভসকে সমতায় ফেরান কুনহা। ৪৩ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে মাউরিসিও পচেত্তিনো দল। এরপর কুনহার আরও দুই গোল—৬২ ও ৮২ মিনিটে। শেষটি করেছেন পেনাল্টি থেকে। এর ৪ মিনিট পর একটি গোল শোধ দিয়ে চেলসির হারের ব্যবধান কমান থিয়াগো সিলভা।
এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জয় নেই চেলসির। তার মধ্যে প্রিমিয়ার লিগের শেষ দুই ম্যাচে হার। এই হারে ২৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ১১ তম স্থানে ব্লুজরা। এক পয়েন্ট বেশি নিয়ে তাদের ওপরে ওঠে এলো উলভস।
লিগের আরেক ম্যাচে দাপুটে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে আলেহান্দ্রো গারনাচোর জোড়া গোলে ওয়েস্ট হামকে ৩-০ গোলে হারিয়েছে এরিক টেন হাগের দল। ২৩ মিনিটে ‘বার্থডে বয়’ রাসমুস হয়লুন্দের গোলে এগিয়ে যায় ইউনাইটেড। এরপর ৪৯ ও ৮৪ মিনিটে নিজের গোল দুটি করেন গারনাচো। এই জয়ে ২৩ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ছয়ে ওঠে এলো রেড ডেভিলরা। ২ পয়েন্ট কম নিয়ে তাদের নিচে আছে ওয়েস্ট হাম।
সিরি আয় দুই ম্যাচ পর জয়ে ফিরেছে নাপোলি। গতবারের চ্যাম্পিয়নরা নিজেদের মাঠে পিছিয়ে পড়েও ২-১ গোলে হারিয়েছে হালাস ভেরোনাকে। ২২ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে নাপোলি।
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
১৯ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে