ক্রীড়া ডেস্ক
জিয়ানলুইজি দোন্নারুম্মার ওপর গত রাতে কী ভর করেছিল, সেটা তিনিই ভালো জানেন। পিএসজির রক্ষণদুর্গে বারবার হানা দেওয়া আর্সেনালকে গোলই করতে দেননি। যত ভাবেই গোলের চেষ্টা করুক না কেন, দোন্নারুম্মার বীরত্বের কাছে বারবার হার মানতে হয়েছে আর্সেনালকে।
এমিরেটস স্টেডিয়ামে গত রাতে ৪ মিনিটে উসমান দেম্বেলের গোলে এগিয়ে যায় পিএসজি। ম্যাচে সমতায় ফিরতে এরপর মরিয়া হয়ে ওঠে আর্সেনাল। কিন্তু পিএসজি গোলরক্ষক দোন্নারুম্মা বনে যান ‘চীনের মহাপ্রাচীর’। আর্সেনালের কমপক্ষে পাঁচটি গোলের সুযোগ ভেস্তে দিয়েছেন তিনি। সেমিফাইনালের প্রথম লেগে পিএসজির ১-০ গোলে জয়ের কৃতিত্ব দেম্বেলের চেয়ে স্বাভাবিকভাবেই দোন্নারুম্মার বেশি। ম্যাচ শেষে দলটির কোচ লুইস এনরিকে বলেন, ‘১৪ থেকে ১৫ ফুটবলারের কাজকে আলাদাভাবে দেখতে চাই। অবশ্যই সেখানে এমন কিছু ফুটবলার আছে, যারা ভালো খেলে। সেট পিসে দক্ষ দলের বিপক্ষে খেলতে হলে আপনার দলে একজন দানবের দরকার।’
এমিরটেস স্টেডিয়ামে গত রাতে পিএসজি গোলরক্ষক দোন্নারুম্মা যেভাবে অতিমানব হয়ে উঠেছেন, সেটার প্রশংসা করেছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতাও। আর্সেনালের গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, লিয়ান্দ্রো ট্রোসার্ড-এই দুই ফুটবলারের নিশ্চিত গোল এক হাত দিয়ে ঠেকিয়েছেন দোন্নারুম্মা। পিএসজি গোলরক্ষককে নিয়ে আর্তেতা বলেন, ‘লিভারপুল ও ভিলার বিপক্ষেও এমন সেভ করেছিল সে (দোন্নারুম্মা)। চ্যাম্পিয়নস লিগে এটাই পার্থক্য গড়ে দিয়েছে।’
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিলেন ডেকলান রাইস। প্রথমে রাইসের ফ্রি কিক রিসিভ করে হেডে লক্ষ্যভেদ করেন মিকেল মেরিনো। দল সমতা ফিরিয়েছে ভেবে এমিরেটস স্টেডিয়ামে তখন উৎসব শুরু। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দেখা যায়, মেরিনো হেড দেওয়ার আগে অফসাইডে থাকায় গোল বাতিল হয়ে যায়। ৭ মে ১-০ গোলে এগিয়ে থেকে পিএসজি সেমিফাইনালের দ্বিতীয় লেগ খেলতে নামবে আর্সেনালের বিপক্ষে। পার্ক দে প্রিন্সেসে বাংলাদেশ সময় ১টায় শুরু হবে ম্যাচটি।
জিয়ানলুইজি দোন্নারুম্মার ওপর গত রাতে কী ভর করেছিল, সেটা তিনিই ভালো জানেন। পিএসজির রক্ষণদুর্গে বারবার হানা দেওয়া আর্সেনালকে গোলই করতে দেননি। যত ভাবেই গোলের চেষ্টা করুক না কেন, দোন্নারুম্মার বীরত্বের কাছে বারবার হার মানতে হয়েছে আর্সেনালকে।
এমিরেটস স্টেডিয়ামে গত রাতে ৪ মিনিটে উসমান দেম্বেলের গোলে এগিয়ে যায় পিএসজি। ম্যাচে সমতায় ফিরতে এরপর মরিয়া হয়ে ওঠে আর্সেনাল। কিন্তু পিএসজি গোলরক্ষক দোন্নারুম্মা বনে যান ‘চীনের মহাপ্রাচীর’। আর্সেনালের কমপক্ষে পাঁচটি গোলের সুযোগ ভেস্তে দিয়েছেন তিনি। সেমিফাইনালের প্রথম লেগে পিএসজির ১-০ গোলে জয়ের কৃতিত্ব দেম্বেলের চেয়ে স্বাভাবিকভাবেই দোন্নারুম্মার বেশি। ম্যাচ শেষে দলটির কোচ লুইস এনরিকে বলেন, ‘১৪ থেকে ১৫ ফুটবলারের কাজকে আলাদাভাবে দেখতে চাই। অবশ্যই সেখানে এমন কিছু ফুটবলার আছে, যারা ভালো খেলে। সেট পিসে দক্ষ দলের বিপক্ষে খেলতে হলে আপনার দলে একজন দানবের দরকার।’
এমিরটেস স্টেডিয়ামে গত রাতে পিএসজি গোলরক্ষক দোন্নারুম্মা যেভাবে অতিমানব হয়ে উঠেছেন, সেটার প্রশংসা করেছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতাও। আর্সেনালের গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, লিয়ান্দ্রো ট্রোসার্ড-এই দুই ফুটবলারের নিশ্চিত গোল এক হাত দিয়ে ঠেকিয়েছেন দোন্নারুম্মা। পিএসজি গোলরক্ষককে নিয়ে আর্তেতা বলেন, ‘লিভারপুল ও ভিলার বিপক্ষেও এমন সেভ করেছিল সে (দোন্নারুম্মা)। চ্যাম্পিয়নস লিগে এটাই পার্থক্য গড়ে দিয়েছে।’
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিলেন ডেকলান রাইস। প্রথমে রাইসের ফ্রি কিক রিসিভ করে হেডে লক্ষ্যভেদ করেন মিকেল মেরিনো। দল সমতা ফিরিয়েছে ভেবে এমিরেটস স্টেডিয়ামে তখন উৎসব শুরু। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দেখা যায়, মেরিনো হেড দেওয়ার আগে অফসাইডে থাকায় গোল বাতিল হয়ে যায়। ৭ মে ১-০ গোলে এগিয়ে থেকে পিএসজি সেমিফাইনালের দ্বিতীয় লেগ খেলতে নামবে আর্সেনালের বিপক্ষে। পার্ক দে প্রিন্সেসে বাংলাদেশ সময় ১টায় শুরু হবে ম্যাচটি।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৪ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৫ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৬ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৭ ঘণ্টা আগে