ক্রীড়া ডেস্ক
নেইমার থাকবেন, অথচ তাঁকে নিয়ে আলোচনা হবে না—সেটা কি কখনো সম্ভব! মাঠের পারফরম্যান্স যেমনই হোক, তাঁর অন্যান্য কর্মকাণ্ড নিয়ে কথাবার্তা হয় প্রায় সময়ই। ব্রাজিলের এই ফরোয়ার্ডকে নিয়ে এবার তাঁর আলোচিত প্রেমিকা যা বললেন, সেটা রীতিমতো চমকে দেওয়ার মতো।
নেইমারের সঙ্গে ব্রুনা বিয়ানকার্দির বিয়ে নিয়ে রহস্য অনেক বছর ধরেই। ব্রাজিলের ফরোয়ার্ডকে আদৌ বিয়ে করেছেন কিনা, এই ‘হট টপিক’ নিয়ে এবার অবাক করা এক কথা বলেছেন বিয়ানকার্দি। ইনস্টাগ্রামে গত রাতে ভক্ত-সমর্থকদের কাছে এক প্রশ্নে বিয়ানকার্দির কাছে জিজ্ঞাসা, নেইমারের সঙ্গে কবে তিনি (বিয়ানকার্দি) গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন? নেইমারের আলোচিত প্রেমিকার উত্তর, ‘আমরা কাগজে-কলমে এরই মধ্যে বিয়ে করে ফেলেছি।’
নেইমার-বিয়ানকার্দির বিয়ে নিয়ে বিভিন্ন সময় শোনা যায় নানারকম আলাপ-আলোচনা। কয়েক মাস আগে যখন এমন একটা খবর প্রচার হয়েছিল, তাতে নেইমার একরকম আকাশ থেকে পড়েছিলেন। অবাক হয়ে ব্রাজিলের ফরোয়ার্ড তখন বলেছিলেন, ‘এই ব্যাপারে (বিয়ে) কোনো পরিকল্পনা করা হয়নি। কিছুই জানি না এই ব্যাপারে। তারিখটা বলে দিন যাতে করে প্রস্তুতি নিতে পারি।’
বিয়ানকার্দির সঙ্গে নেইমারকে অনেক জায়গায় ঘুরতে দেখা গেছে। ২০২৫ শুরুর আগে ২০২৪-এর ৩১ ডিসেম্বর একসঙ্গে উদ্যাপন করেছিলেন তাঁরা। সংযুক্ত আরব আমিরাতে হলেও আসলে কোন শহরে নেইমার-বিয়ানকার্দি নতুন বছর উদ্যাপন করেছিলেন, সেটা জানা যায়নি। তাঁদের যুগলবন্দী (নেইমার-বিয়ানকার্দি) সেলফি তখন সামাজিক মাধ্যমে ভাইরাল হলে শোনা গিয়েছিল দুবাইয়ের নাম। এমনকি আবুধাবির নামও তখন কানে এসেছিল।
২০২৫ শুরুর এক সপ্তাহ আগে একসঙ্গে বড়দিন উদ্যাপন করেছিলেন নেইমার ও বিয়ানকার্দি। তখনই এই যুগল যৌথভাবে এক বিবৃতিতে তাঁদের অনাগত দ্বিতীয় সন্তান নিয়ে পোস্ট করেছিলেন সামাজিক মাধ্যমে। ২০২৩ সালে ম্যাভি নামে কন্যা সন্তান বিয়ানকার্দি জন্ম দেওয়ার পর তাঁরা (নেইমার-বিয়ানকার্দি) ছবি পোস্ট করেছিলেন সামাজিক মাধ্যমে।
২০২৩-এর আগস্টে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে যান আল হিলালে। তবে আল হিলালে থাকা অবস্থায় চোটে পড়ে বেশির ভাগ সময় ডাগআউটে থাকতে হয়েছে। এমনকি চুক্তি পুরো ২ বছর হওয়ার আগেই এ বছরের জানুয়ারিতে নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করে সৌদি ক্লাবটি। আল হিলালের জার্সিতে সব মিলিয়ে ৭ ম্যাচ খেলেছেন তিনি। পরবর্তীতে নেইমার তাঁর শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন। সান্তোসে ফেরা এই ফুটবলার এবার করোনা আক্রান্ত হয়েছেন। ব্রাজিলিয়ান ক্লাবটি তাঁর (নেইমার) কোভিড পজিটিভ হওয়ার কথা নিশ্চিত করেছে। কত দিনের জন্য নেইমার ছিটকে গেছেন, সেটা অবশ্য জানা যায়নি।
নেইমার থাকবেন, অথচ তাঁকে নিয়ে আলোচনা হবে না—সেটা কি কখনো সম্ভব! মাঠের পারফরম্যান্স যেমনই হোক, তাঁর অন্যান্য কর্মকাণ্ড নিয়ে কথাবার্তা হয় প্রায় সময়ই। ব্রাজিলের এই ফরোয়ার্ডকে নিয়ে এবার তাঁর আলোচিত প্রেমিকা যা বললেন, সেটা রীতিমতো চমকে দেওয়ার মতো।
নেইমারের সঙ্গে ব্রুনা বিয়ানকার্দির বিয়ে নিয়ে রহস্য অনেক বছর ধরেই। ব্রাজিলের ফরোয়ার্ডকে আদৌ বিয়ে করেছেন কিনা, এই ‘হট টপিক’ নিয়ে এবার অবাক করা এক কথা বলেছেন বিয়ানকার্দি। ইনস্টাগ্রামে গত রাতে ভক্ত-সমর্থকদের কাছে এক প্রশ্নে বিয়ানকার্দির কাছে জিজ্ঞাসা, নেইমারের সঙ্গে কবে তিনি (বিয়ানকার্দি) গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন? নেইমারের আলোচিত প্রেমিকার উত্তর, ‘আমরা কাগজে-কলমে এরই মধ্যে বিয়ে করে ফেলেছি।’
নেইমার-বিয়ানকার্দির বিয়ে নিয়ে বিভিন্ন সময় শোনা যায় নানারকম আলাপ-আলোচনা। কয়েক মাস আগে যখন এমন একটা খবর প্রচার হয়েছিল, তাতে নেইমার একরকম আকাশ থেকে পড়েছিলেন। অবাক হয়ে ব্রাজিলের ফরোয়ার্ড তখন বলেছিলেন, ‘এই ব্যাপারে (বিয়ে) কোনো পরিকল্পনা করা হয়নি। কিছুই জানি না এই ব্যাপারে। তারিখটা বলে দিন যাতে করে প্রস্তুতি নিতে পারি।’
বিয়ানকার্দির সঙ্গে নেইমারকে অনেক জায়গায় ঘুরতে দেখা গেছে। ২০২৫ শুরুর আগে ২০২৪-এর ৩১ ডিসেম্বর একসঙ্গে উদ্যাপন করেছিলেন তাঁরা। সংযুক্ত আরব আমিরাতে হলেও আসলে কোন শহরে নেইমার-বিয়ানকার্দি নতুন বছর উদ্যাপন করেছিলেন, সেটা জানা যায়নি। তাঁদের যুগলবন্দী (নেইমার-বিয়ানকার্দি) সেলফি তখন সামাজিক মাধ্যমে ভাইরাল হলে শোনা গিয়েছিল দুবাইয়ের নাম। এমনকি আবুধাবির নামও তখন কানে এসেছিল।
২০২৫ শুরুর এক সপ্তাহ আগে একসঙ্গে বড়দিন উদ্যাপন করেছিলেন নেইমার ও বিয়ানকার্দি। তখনই এই যুগল যৌথভাবে এক বিবৃতিতে তাঁদের অনাগত দ্বিতীয় সন্তান নিয়ে পোস্ট করেছিলেন সামাজিক মাধ্যমে। ২০২৩ সালে ম্যাভি নামে কন্যা সন্তান বিয়ানকার্দি জন্ম দেওয়ার পর তাঁরা (নেইমার-বিয়ানকার্দি) ছবি পোস্ট করেছিলেন সামাজিক মাধ্যমে।
২০২৩-এর আগস্টে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে যান আল হিলালে। তবে আল হিলালে থাকা অবস্থায় চোটে পড়ে বেশির ভাগ সময় ডাগআউটে থাকতে হয়েছে। এমনকি চুক্তি পুরো ২ বছর হওয়ার আগেই এ বছরের জানুয়ারিতে নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করে সৌদি ক্লাবটি। আল হিলালের জার্সিতে সব মিলিয়ে ৭ ম্যাচ খেলেছেন তিনি। পরবর্তীতে নেইমার তাঁর শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন। সান্তোসে ফেরা এই ফুটবলার এবার করোনা আক্রান্ত হয়েছেন। ব্রাজিলিয়ান ক্লাবটি তাঁর (নেইমার) কোভিড পজিটিভ হওয়ার কথা নিশ্চিত করেছে। কত দিনের জন্য নেইমার ছিটকে গেছেন, সেটা অবশ্য জানা যায়নি।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৮ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৯ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১০ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১১ ঘণ্টা আগে