বিশ্বকাপে ওজন বাড়িয়ে নিয়ে আসায় ৫৭৪ কোটি টাকায় কেনা ক্যালভিন ফিলিপসকে একাদশের বাইরে রেখেছেন পেপ গার্দিওলা। যদিও এই মিডফিল্ডার ম্যানসিটি বসের একাদশের অনিয়মিত খেলোয়াড়। তবে এবার একাদশের নিয়মিত দুই ফুটবলারকে বসিয়ে রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি।
যদিও এবার ফিলিপসের মতো সরাসরি কারও নাম বলেননি গার্দিওলা। তবে বেঞ্চে বসিয়ে রাখার কারণে ইউরোপীয় গণমাধ্যমগুলো ধারণা করছে, সেই দুই ফুটবলার হচ্ছেন ফিল ফোডেন ও হোয়াও কানসেলো। ম্যানসিটির শেষ ৬ ম্যাচে মাত্র একবার করে একাদশে জায়গা পেয়েছেন এই দুজন।
শেষ ম্যাচে এভারটনের বিপক্ষে ৮৭ মিনিটে ফোডেন বদলি নামলেও কানসেলোকে বেঞ্চ গরম করতে হয়েছে। প্রতিপক্ষের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর খেলোয়াড়দের বাড়তি ওজন নিয়ে তাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্প্যানিশ কোচ।
গার্দিওলা বলেছেন, ‘মাঝে মাঝে ফুটবলারদের নির্বাচন করা হয় তারা কতটা খুশি। একাদশ নির্বাচনের এই প্রধান কারণের সঙ্গে তাদের দক্ষতার বিষয়টিও থাকে। আমি জানি তারা কতটা ভালো। শরীরী ভাষাটা তাদের (ওজনের) ওপর নির্ভর করে। যখন তারা ভালো থাকে না, তখন বিষয়টা আরও কঠিন হয়ে যায়।’
ফোডেন ও কানসেলোর পরিবর্তে সুযোগ পাচ্ছেন নাথান আকে ও জ্যাক গ্রিলিশ। ফোডেনের বিষয়ে গার্দিওলা বলেছেন, ‘মাঠে এবং অনুশীলনে কিছু বিষয়ে দেখতে পেয়েছি। ফলে আমার অন্তর্দৃষ্টি ব্যবহার করে জ্যাককে একাদশে নামিয়েছি। সে ম্যাচে আমাদের বাড়তি পাস দেয়।’
বিশ্বকাপে ওজন বাড়িয়ে নিয়ে আসায় ৫৭৪ কোটি টাকায় কেনা ক্যালভিন ফিলিপসকে একাদশের বাইরে রেখেছেন পেপ গার্দিওলা। যদিও এই মিডফিল্ডার ম্যানসিটি বসের একাদশের অনিয়মিত খেলোয়াড়। তবে এবার একাদশের নিয়মিত দুই ফুটবলারকে বসিয়ে রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি।
যদিও এবার ফিলিপসের মতো সরাসরি কারও নাম বলেননি গার্দিওলা। তবে বেঞ্চে বসিয়ে রাখার কারণে ইউরোপীয় গণমাধ্যমগুলো ধারণা করছে, সেই দুই ফুটবলার হচ্ছেন ফিল ফোডেন ও হোয়াও কানসেলো। ম্যানসিটির শেষ ৬ ম্যাচে মাত্র একবার করে একাদশে জায়গা পেয়েছেন এই দুজন।
শেষ ম্যাচে এভারটনের বিপক্ষে ৮৭ মিনিটে ফোডেন বদলি নামলেও কানসেলোকে বেঞ্চ গরম করতে হয়েছে। প্রতিপক্ষের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর খেলোয়াড়দের বাড়তি ওজন নিয়ে তাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্প্যানিশ কোচ।
গার্দিওলা বলেছেন, ‘মাঝে মাঝে ফুটবলারদের নির্বাচন করা হয় তারা কতটা খুশি। একাদশ নির্বাচনের এই প্রধান কারণের সঙ্গে তাদের দক্ষতার বিষয়টিও থাকে। আমি জানি তারা কতটা ভালো। শরীরী ভাষাটা তাদের (ওজনের) ওপর নির্ভর করে। যখন তারা ভালো থাকে না, তখন বিষয়টা আরও কঠিন হয়ে যায়।’
ফোডেন ও কানসেলোর পরিবর্তে সুযোগ পাচ্ছেন নাথান আকে ও জ্যাক গ্রিলিশ। ফোডেনের বিষয়ে গার্দিওলা বলেছেন, ‘মাঠে এবং অনুশীলনে কিছু বিষয়ে দেখতে পেয়েছি। ফলে আমার অন্তর্দৃষ্টি ব্যবহার করে জ্যাককে একাদশে নামিয়েছি। সে ম্যাচে আমাদের বাড়তি পাস দেয়।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে হার দিয়ে শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ তারা ৭৯ রানে হরে গেছে পাকিস্তান শাহিনস তথা পাকিস্তান ‘এ’ দলের কাছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে তাওহীদ হৃদয় ফেসবুকে সাধারণত যেকোনো বিষয়ে পোস্ট দেন বিস্তারিত লিখে। আজ ফেসবুকে তিনি যেটা লিখেছেন, সেখানে রীতিমতো ক্ষোভই ঝেড়েছেন। কিন্তু কী নিয়ে খেপলেন বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটার?
২ ঘণ্টা আগেবাবা কিংবদন্তি ক্রিকেটার। ছেলে নিজেও ক্রিকেট খেলেন। কিন্তু বাবা এতই বড় ক্রিকেটার ছিলেন যে—তাঁর ছায়া থেকে বেরিয়ে আসা হয়নি অর্জুন টেন্ডুলকারের। এতক্ষণে নিশ্চয়ই বুঝে ফেলার কথা, বলা হচ্ছে শচীন টেন্ডুলকার তনয় অর্জুনের কথা।
২ ঘণ্টা আগে