বিশ্বকাপে ওজন বাড়িয়ে নিয়ে আসায় ৫৭৪ কোটি টাকায় কেনা ক্যালভিন ফিলিপসকে একাদশের বাইরে রেখেছেন পেপ গার্দিওলা। যদিও এই মিডফিল্ডার ম্যানসিটি বসের একাদশের অনিয়মিত খেলোয়াড়। তবে এবার একাদশের নিয়মিত দুই ফুটবলারকে বসিয়ে রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি।
যদিও এবার ফিলিপসের মতো সরাসরি কারও নাম বলেননি গার্দিওলা। তবে বেঞ্চে বসিয়ে রাখার কারণে ইউরোপীয় গণমাধ্যমগুলো ধারণা করছে, সেই দুই ফুটবলার হচ্ছেন ফিল ফোডেন ও হোয়াও কানসেলো। ম্যানসিটির শেষ ৬ ম্যাচে মাত্র একবার করে একাদশে জায়গা পেয়েছেন এই দুজন।
শেষ ম্যাচে এভারটনের বিপক্ষে ৮৭ মিনিটে ফোডেন বদলি নামলেও কানসেলোকে বেঞ্চ গরম করতে হয়েছে। প্রতিপক্ষের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর খেলোয়াড়দের বাড়তি ওজন নিয়ে তাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্প্যানিশ কোচ।
গার্দিওলা বলেছেন, ‘মাঝে মাঝে ফুটবলারদের নির্বাচন করা হয় তারা কতটা খুশি। একাদশ নির্বাচনের এই প্রধান কারণের সঙ্গে তাদের দক্ষতার বিষয়টিও থাকে। আমি জানি তারা কতটা ভালো। শরীরী ভাষাটা তাদের (ওজনের) ওপর নির্ভর করে। যখন তারা ভালো থাকে না, তখন বিষয়টা আরও কঠিন হয়ে যায়।’
ফোডেন ও কানসেলোর পরিবর্তে সুযোগ পাচ্ছেন নাথান আকে ও জ্যাক গ্রিলিশ। ফোডেনের বিষয়ে গার্দিওলা বলেছেন, ‘মাঠে এবং অনুশীলনে কিছু বিষয়ে দেখতে পেয়েছি। ফলে আমার অন্তর্দৃষ্টি ব্যবহার করে জ্যাককে একাদশে নামিয়েছি। সে ম্যাচে আমাদের বাড়তি পাস দেয়।’
বিশ্বকাপে ওজন বাড়িয়ে নিয়ে আসায় ৫৭৪ কোটি টাকায় কেনা ক্যালভিন ফিলিপসকে একাদশের বাইরে রেখেছেন পেপ গার্দিওলা। যদিও এই মিডফিল্ডার ম্যানসিটি বসের একাদশের অনিয়মিত খেলোয়াড়। তবে এবার একাদশের নিয়মিত দুই ফুটবলারকে বসিয়ে রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি।
যদিও এবার ফিলিপসের মতো সরাসরি কারও নাম বলেননি গার্দিওলা। তবে বেঞ্চে বসিয়ে রাখার কারণে ইউরোপীয় গণমাধ্যমগুলো ধারণা করছে, সেই দুই ফুটবলার হচ্ছেন ফিল ফোডেন ও হোয়াও কানসেলো। ম্যানসিটির শেষ ৬ ম্যাচে মাত্র একবার করে একাদশে জায়গা পেয়েছেন এই দুজন।
শেষ ম্যাচে এভারটনের বিপক্ষে ৮৭ মিনিটে ফোডেন বদলি নামলেও কানসেলোকে বেঞ্চ গরম করতে হয়েছে। প্রতিপক্ষের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর খেলোয়াড়দের বাড়তি ওজন নিয়ে তাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্প্যানিশ কোচ।
গার্দিওলা বলেছেন, ‘মাঝে মাঝে ফুটবলারদের নির্বাচন করা হয় তারা কতটা খুশি। একাদশ নির্বাচনের এই প্রধান কারণের সঙ্গে তাদের দক্ষতার বিষয়টিও থাকে। আমি জানি তারা কতটা ভালো। শরীরী ভাষাটা তাদের (ওজনের) ওপর নির্ভর করে। যখন তারা ভালো থাকে না, তখন বিষয়টা আরও কঠিন হয়ে যায়।’
ফোডেন ও কানসেলোর পরিবর্তে সুযোগ পাচ্ছেন নাথান আকে ও জ্যাক গ্রিলিশ। ফোডেনের বিষয়ে গার্দিওলা বলেছেন, ‘মাঠে এবং অনুশীলনে কিছু বিষয়ে দেখতে পেয়েছি। ফলে আমার অন্তর্দৃষ্টি ব্যবহার করে জ্যাককে একাদশে নামিয়েছি। সে ম্যাচে আমাদের বাড়তি পাস দেয়।’
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে যুজবেন্দ্র চাহালের অপেক্ষা যেন ফুরোচ্ছিল না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আকাশে বল ভেসে থাকলেও সেই মুহূর্ত অনেক দীর্ঘ মনে হচ্ছিল চাহালের। অবশেষে লং অনে মার্কো ইয়ানসেন ক্যাচটা ধরতেই হ্যাটট্রিক হয়ে গেল চাহালের।
২ মিনিট আগেসিরিজ শুরুর আগে সিলেটে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেছিলেন, প্রস্তুতি ভালো ছিল এবং সিরিজ জেতার লক্ষ্য নিয়েই খেলবেন। সিলেট টেস্টে হারের পর দৃশ্য বদলে গেছে। শান্তদের ওপর উল্টো জেঁকে বসে রাজ্যের চাপ। সিলেট টেস্টে হেরে নিজের ব্যাটিংকে দায়ী করেছিলেন বাংলাদেশ অধিনায়ক।
১ ঘণ্টা আগেমার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়ার অভিযোগের তির সবচেয়ে বেশি ছিল মেহেদী হাসান শ্রাবণের দিকে। সেই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। তবু প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এই গোলরক্ষক।
২ ঘণ্টা আগেসময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
২ ঘণ্টা আগে