প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বর্তমান অবস্থা দেখে যে কারোরই যোগীন্দ্রনাথ সরকারের ‘হারাধনের দশটি ছেলে’ কবিতার কথা মনে পড়বে। লিওনেল মেসি, সার্জিও রামোসের মতো দুই তারকা ফুটবলারের পর এবার খালি হচ্ছে পিএসজির কোচের পদও। মৌসুম শেষেই চাকরি হারাচ্ছেন কোচ ক্রিস্তফ গালতিয়ের।
গালতিয়েরের সঙ্গে পিএসজির বিচ্ছেদের কথা জানিয়েছে ফ্রান্সের সংবাদমাধ্যম লেকিপ। ফরাসি সংবাদমাধ্যম লিখেছে, পার্ক দে প্রিন্সেসে শনিবার সন্ধ্যায় (আজ) ক্লেরমঁ ফুতের বিপক্ষে ম্যাচটিই পিএসজির হয়ে গালতিয়েরের শেষ ম্যাচ। এরপর তাঁকে আর দেখা যাবে না পিএসজির ডাগআউটে। গত বছরের জুলাইয়ে দুই বছরের চুক্তিতে গালতিয়েরকে কোচের পদে নিয়োগ দিয়েছিল পিএসজি। তবে এক বছর হওয়ার আগেই তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কোচের খোঁজ এরই মধ্যে শুরু করেছে ক্লাব কর্তৃপক্ষ।
গত পরশু সংবাদ সম্মেলনে মৌসুম শেষে মেসির পিএসজি ছাড়ার কথা নিশ্চিত করেছেন ক্রিস্তফ গালতিয়ের। পিএসজি কোচ বলেছিলেন, ‘ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর সুযোগ হয়েছে আমার। ক্লেরমঁতের বিপক্ষে ম্যাচটিই পার্ক দে প্রিন্সেসে লিওর শেষ ম্যাচ হতে যাচ্ছে।’ সেই সংবাদ সম্মেলনে প্যারিসে তাঁর (গালতিয়ের) ভুলে যাওয়ার মতো স্মৃতির কথা জিজ্ঞেস করা হয়। গালতিয়ের কোনো দ্বিধায় না থেকে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বাদ পড়ার কথা বলেছেন, ‘নিশ্চিতভাবেই বায়ার্নের বিপক্ষে জোড়া ধাক্কা। এরপর আরও অনেক ম্যাচ হয়েছে। সেগুলো অনেক ভালো ছিল।’
প্রায় ১ বছরের কোচিং ক্যারিয়ারে গালতিয়েরের অধীনে পিএসজি খেলেছে ৪৯ ম্যাচ। জিতেছে ৩৪ ম্যাচ, ড্র ৬ ম্যাচ এবং ৯ ম্যাচ হেরেছে। তার অধীনে ২০২২ ট্রফি দেস চ্যাম্পিয়ন, ২০২২-২৩ মৌসুমের লিগ ওয়ান—এই দুই শিরোপা জিতেছে পিএসজি।
প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বর্তমান অবস্থা দেখে যে কারোরই যোগীন্দ্রনাথ সরকারের ‘হারাধনের দশটি ছেলে’ কবিতার কথা মনে পড়বে। লিওনেল মেসি, সার্জিও রামোসের মতো দুই তারকা ফুটবলারের পর এবার খালি হচ্ছে পিএসজির কোচের পদও। মৌসুম শেষেই চাকরি হারাচ্ছেন কোচ ক্রিস্তফ গালতিয়ের।
গালতিয়েরের সঙ্গে পিএসজির বিচ্ছেদের কথা জানিয়েছে ফ্রান্সের সংবাদমাধ্যম লেকিপ। ফরাসি সংবাদমাধ্যম লিখেছে, পার্ক দে প্রিন্সেসে শনিবার সন্ধ্যায় (আজ) ক্লেরমঁ ফুতের বিপক্ষে ম্যাচটিই পিএসজির হয়ে গালতিয়েরের শেষ ম্যাচ। এরপর তাঁকে আর দেখা যাবে না পিএসজির ডাগআউটে। গত বছরের জুলাইয়ে দুই বছরের চুক্তিতে গালতিয়েরকে কোচের পদে নিয়োগ দিয়েছিল পিএসজি। তবে এক বছর হওয়ার আগেই তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কোচের খোঁজ এরই মধ্যে শুরু করেছে ক্লাব কর্তৃপক্ষ।
গত পরশু সংবাদ সম্মেলনে মৌসুম শেষে মেসির পিএসজি ছাড়ার কথা নিশ্চিত করেছেন ক্রিস্তফ গালতিয়ের। পিএসজি কোচ বলেছিলেন, ‘ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর সুযোগ হয়েছে আমার। ক্লেরমঁতের বিপক্ষে ম্যাচটিই পার্ক দে প্রিন্সেসে লিওর শেষ ম্যাচ হতে যাচ্ছে।’ সেই সংবাদ সম্মেলনে প্যারিসে তাঁর (গালতিয়ের) ভুলে যাওয়ার মতো স্মৃতির কথা জিজ্ঞেস করা হয়। গালতিয়ের কোনো দ্বিধায় না থেকে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বাদ পড়ার কথা বলেছেন, ‘নিশ্চিতভাবেই বায়ার্নের বিপক্ষে জোড়া ধাক্কা। এরপর আরও অনেক ম্যাচ হয়েছে। সেগুলো অনেক ভালো ছিল।’
প্রায় ১ বছরের কোচিং ক্যারিয়ারে গালতিয়েরের অধীনে পিএসজি খেলেছে ৪৯ ম্যাচ। জিতেছে ৩৪ ম্যাচ, ড্র ৬ ম্যাচ এবং ৯ ম্যাচ হেরেছে। তার অধীনে ২০২২ ট্রফি দেস চ্যাম্পিয়ন, ২০২২-২৩ মৌসুমের লিগ ওয়ান—এই দুই শিরোপা জিতেছে পিএসজি।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৮ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৯ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১০ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১১ ঘণ্টা আগে