অবশেষে দীর্ঘ যাত্রাটা থামল আতোয়ান গ্রিজম্যানের। ফ্রান্সের হয়ে টানা ৮৪ ম্যাচ খেলার রেকর্ড। সংখ্যাটা আরও বাড়তে পারত তাঁর। কিন্তু গোড়ালির চোট সেটা আর হতে দিল না। এতে টানা ৭ বছর খেলার যাত্রা থেমেছে ফরাসি ফরোয়ার্ডের।
২০১৭ সালের জুনে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টানা সর্বোচ্চ ম্যাচ খেলার শুরুটা করেছিলেন ফরাসি স্ট্রাইকার। দল থেকে বাদ পড়ার আগে ফ্রান্সের হয়ে সব ম্যাচেই ছিলেন ৩২ বছর বয়সী তারকা। এ সময় ফ্রান্সের জার্সিতে ২০১৮ বিশ্বকাপও জিতেছেন তিনি। সব মিলিয়ে জাতীয় দলে ১২৭ ম্যাচ খেলেছেন আতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড, গোল করেছেন ৪৪ টি।
ফ্রান্সর হয়ে টানা খেলার আগের রেকর্ডটি ছিল প্যাট্রিক ভিয়েরার। টানা ৪৪ ম্যাচ খেলা সাবেক ফরাসি মিডফিল্ডার। গ্রিজম্যান ছিটকে যাওয়ায় প্রীতি ম্যাচের জন্য মাতেও গুয়েনডৌজিকে দলে ডেকেছেন কোচ দিদিয়ের দেশম। সবশেষ বিশ্বকাপে খেলার পর এবারই প্রথমবার ডাক পেয়েছেন ২৪ বছর বয়সী লাৎসিও মিডফিল্ডার।
আগামী ২৪ মার্চ জার্মানির বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলবে সর্বশেষ বিশ্বকাপের রানার্সআপরা। আর দ্বিতীয়টি চিলির বিপক্ষে, ২৭ মার্চ। দুই ম্যাচে গ্রিজমানকে না পাওয়া নিয়ে দেশম বলেছেন, ‘আতোয়ানের গোড়ালিতে সমস্যা রয়েছে, যা সবশেষ (বার্সেলোনার বিপক্ষে) ম্যাচে ৪৫ মিনিটের মতো খেলার সময়ও তাকে ভুগিয়েছে।’
গ্রিজমানের মতো খেলোয়াড়ের বদলি পাওয়া গেছে কিনা সেটার বিষয়ে দেশম বলেছেন, ‘আতোয়ানের গুণাবলির মতো আমরা আরেকজন খেলোয়াড়কে খুঁজে পাব না, যার তার মতো বৈশিষ্ট্য আছে। আসলে একজনের পজিশনের বদলি হিসেবে আরেকজনকে খুঁজে পাওয়া খুবই কঠিন। তাই ভিন্নভাবে আমরা ম্যাচের পরিকল্পনা সাজাব।’
অবশেষে দীর্ঘ যাত্রাটা থামল আতোয়ান গ্রিজম্যানের। ফ্রান্সের হয়ে টানা ৮৪ ম্যাচ খেলার রেকর্ড। সংখ্যাটা আরও বাড়তে পারত তাঁর। কিন্তু গোড়ালির চোট সেটা আর হতে দিল না। এতে টানা ৭ বছর খেলার যাত্রা থেমেছে ফরাসি ফরোয়ার্ডের।
২০১৭ সালের জুনে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টানা সর্বোচ্চ ম্যাচ খেলার শুরুটা করেছিলেন ফরাসি স্ট্রাইকার। দল থেকে বাদ পড়ার আগে ফ্রান্সের হয়ে সব ম্যাচেই ছিলেন ৩২ বছর বয়সী তারকা। এ সময় ফ্রান্সের জার্সিতে ২০১৮ বিশ্বকাপও জিতেছেন তিনি। সব মিলিয়ে জাতীয় দলে ১২৭ ম্যাচ খেলেছেন আতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড, গোল করেছেন ৪৪ টি।
ফ্রান্সর হয়ে টানা খেলার আগের রেকর্ডটি ছিল প্যাট্রিক ভিয়েরার। টানা ৪৪ ম্যাচ খেলা সাবেক ফরাসি মিডফিল্ডার। গ্রিজম্যান ছিটকে যাওয়ায় প্রীতি ম্যাচের জন্য মাতেও গুয়েনডৌজিকে দলে ডেকেছেন কোচ দিদিয়ের দেশম। সবশেষ বিশ্বকাপে খেলার পর এবারই প্রথমবার ডাক পেয়েছেন ২৪ বছর বয়সী লাৎসিও মিডফিল্ডার।
আগামী ২৪ মার্চ জার্মানির বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলবে সর্বশেষ বিশ্বকাপের রানার্সআপরা। আর দ্বিতীয়টি চিলির বিপক্ষে, ২৭ মার্চ। দুই ম্যাচে গ্রিজমানকে না পাওয়া নিয়ে দেশম বলেছেন, ‘আতোয়ানের গোড়ালিতে সমস্যা রয়েছে, যা সবশেষ (বার্সেলোনার বিপক্ষে) ম্যাচে ৪৫ মিনিটের মতো খেলার সময়ও তাকে ভুগিয়েছে।’
গ্রিজমানের মতো খেলোয়াড়ের বদলি পাওয়া গেছে কিনা সেটার বিষয়ে দেশম বলেছেন, ‘আতোয়ানের গুণাবলির মতো আমরা আরেকজন খেলোয়াড়কে খুঁজে পাব না, যার তার মতো বৈশিষ্ট্য আছে। আসলে একজনের পজিশনের বদলি হিসেবে আরেকজনকে খুঁজে পাওয়া খুবই কঠিন। তাই ভিন্নভাবে আমরা ম্যাচের পরিকল্পনা সাজাব।’
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৪ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৫ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৬ ঘণ্টা আগে