লিওনেল মেসি আসার পরই পাল্টে গেছে ইন্টার মায়ামি। হারতেই ভুলে গেছে তারা। লিগস কাপ, মেজর লিগ সকার (এমএলএস), ইউএস ওপেন কাপ-টুর্নামেন্ট যা-ই হোক, হয় মায়ামি জিতছে বা ড্র করছে।
বিএমও স্টেডিয়ামে আজ এমএলএসে মায়ামির প্রতিপক্ষ ছিল লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি), যেখানে এলএএফসি এমএলএস টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন। এমএলএসের বর্তমান চ্যাম্পিয়নদের উড়িয়ে দিয়েছে মায়ামি। এই ম্যাচে মায়ামির শুরুর একাদশে ছিলেন মেসি। সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী ফুটবলার গোল না পেলেও দলের জয়ে অবদান রেখেছেন।
এলএএফসির বিপক্ষে আজ দ্রুতই এগিয়ে যায় মায়ামি। ১৪ মিনিটে টমাস অ্যাভিলেসের অ্যাসিস্টে গোল করেছেন ফাকুন্দো ফারিয়াস। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করেন মেসিরা। দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই এগিয়ে যায় মায়ামি। ৫১ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন জর্দি আলবা। আলবাকে অ্যাসিস্ট করেছেন তাঁর বার্সেলোনার সতীর্থ মেসি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার থ্রো বল করেছেন। সেখান থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন আলবা। এরপর ৮৩ মিনিটে লিওনার্দো কাম্পানাকে দিয়ে গোল করিয়েছেন মেসি। মেসির জোড়া অ্যাসিস্টে এলএএফসিকে ৩-১ গোলে হারিয়েছে মায়ামি।
মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ১১ গোল করেছেন মেসি ও ৫ গোলে অ্যাসিস্ট করেছেন। মেসি জাদুতে লিগস কাপ জিতে প্রথমবারের মতো কোনো মেজর শিরোপা জেতে মায়ামি। লিগস কাপ দিয়েই মায়ামির জার্সিতে অভিষেক হয় মেসির। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার খেলার পর ১১ ম্যাচে মায়ামি জিতেছে ১০ ম্যাচ এবং ১ ম্যাচ ড্র হয়েছে।
লিওনেল মেসি আসার পরই পাল্টে গেছে ইন্টার মায়ামি। হারতেই ভুলে গেছে তারা। লিগস কাপ, মেজর লিগ সকার (এমএলএস), ইউএস ওপেন কাপ-টুর্নামেন্ট যা-ই হোক, হয় মায়ামি জিতছে বা ড্র করছে।
বিএমও স্টেডিয়ামে আজ এমএলএসে মায়ামির প্রতিপক্ষ ছিল লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি), যেখানে এলএএফসি এমএলএস টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন। এমএলএসের বর্তমান চ্যাম্পিয়নদের উড়িয়ে দিয়েছে মায়ামি। এই ম্যাচে মায়ামির শুরুর একাদশে ছিলেন মেসি। সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী ফুটবলার গোল না পেলেও দলের জয়ে অবদান রেখেছেন।
এলএএফসির বিপক্ষে আজ দ্রুতই এগিয়ে যায় মায়ামি। ১৪ মিনিটে টমাস অ্যাভিলেসের অ্যাসিস্টে গোল করেছেন ফাকুন্দো ফারিয়াস। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করেন মেসিরা। দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই এগিয়ে যায় মায়ামি। ৫১ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন জর্দি আলবা। আলবাকে অ্যাসিস্ট করেছেন তাঁর বার্সেলোনার সতীর্থ মেসি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার থ্রো বল করেছেন। সেখান থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন আলবা। এরপর ৮৩ মিনিটে লিওনার্দো কাম্পানাকে দিয়ে গোল করিয়েছেন মেসি। মেসির জোড়া অ্যাসিস্টে এলএএফসিকে ৩-১ গোলে হারিয়েছে মায়ামি।
মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ১১ গোল করেছেন মেসি ও ৫ গোলে অ্যাসিস্ট করেছেন। মেসি জাদুতে লিগস কাপ জিতে প্রথমবারের মতো কোনো মেজর শিরোপা জেতে মায়ামি। লিগস কাপ দিয়েই মায়ামির জার্সিতে অভিষেক হয় মেসির। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার খেলার পর ১১ ম্যাচে মায়ামি জিতেছে ১০ ম্যাচ এবং ১ ম্যাচ ড্র হয়েছে।
কদিন আগে প্রকাশিত আইসিসি উইমেনস টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে দুঃসংবাদ শুনেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কুড়ি ওভারের সংস্করণে নিচের নেমে গেছে তারা। তবে সুখবর পেল আজ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে। এই সংস্করণে ৮ নম্বর থেকে থেকে ৭ নম্বরে উঠে এসেছে নিগার সুলতানা জ্যোতির দল।
২ ঘণ্টা আগেরাজনৈতিক ইস্যুতে দেশে একাধিক মামলার আসামি, পেশাদার ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে সাকিব আল হাসান। সবশেষ সাড়ে পাঁচ মাস আগে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা...
৩ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে...
৪ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মাঝে পড়ে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান! ভারত-পাকিস্তান সংঘাতের রেশে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের শুরু হচ্ছে। শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। দুই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই প্রস্তাব এসেছিল মোস্তাফিজের কাছে। শেষ পর্যন্ত তিনি সাড়া দিয়েছেন তাঁর পুরোনো...
৪ ঘণ্টা আগে