ক্রীড়া ডেস্ক
মাঠের ফুটবল থেকে বাইরে থাকলেও নেইমার প্রায়ই থাকেন আলোচনায়। কখনো কখনো তাঁর পুরোনো ঘটনাও সামনে চলে আসে মুহূর্তেই। এবার দুই বছর আগে তাঁর স্বাক্ষরিত বল চুরির ঘটনায় ব্রাজিলের এক ফুটবল ভক্তকে কড়া শাস্তি দিয়েছেন আদালত।
নেলসন রিবেইরো ফন্সেকা জুনিয়র নামে ব্রাজিলের এক ফুটবলভক্তকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম ফেডারেল কোর্ট। সোমবার তাঁকে এই শাস্তি দেওয়া হয়েছে। ব্রাজিলের সংবাদমাধ্যমে গতকাল নেলসনের শাস্তি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অভ্যুত্থানের চেষ্টা, রাষ্ট্রীয় আইন লঙ্ঘন, সম্পদের ক্ষতিসাধন, চুরি, সশস্ত্র অপরাধ, ঐতিহ্য নষ্ট করা—নেলসনের বিরুদ্ধে ছয় ধরনের অপরাধের অভিযোগ রয়েছে। একইসঙ্গে তাঁকে ১৩০ দিনের জরিমানা করেছেন সুপ্রিম কোর্টের বিচারক আলেক্সান্দ্রে দি মোরায়েস। জরিমানার অঙ্কটা হবে ৬৬ হাজার ব্রাজিলিয়ান রিয়াল। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮০ লাখ ৫০ হাজার টাকা।
নেলসনের বিরুদ্ধে নেইমার স্বাক্ষরিত যে বল চুরির অভিযোগ, সেটি ২০২৩ সালে ব্রাজিলের সাবেক রাষ্ট্রপতি জাইর বলসোনারো সমর্থকদের দাঙ্গার সময়ের বল। দেশটির জাতীয় সংসদের নিম্নকক্ষে (চেম্বার অব ডেপুটিস) অবস্থিত জাদুঘরে সংরক্ষিত ছিল। দেশটির গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, জাতীয় সংসদ থেকে চুরি হওয়া বলটি ২০ দিন খুঁজেই পাওয়ি যায়নি। নেলসনের আইনজীবীর দাবি, তিনি (নেলসন) এটি সংরক্ষণ করে রেখেছিলেন। অভিযুক্তকে এরপর শহরের ফেডারেল পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল।
২০২২ সালে রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয়ের পর জাইর বলসোনারো বারবারই সেই ফলাফল মানতে অস্বীকার করছিলেন। তাতেই তাঁর সমর্থকেরা হামলা চালায় দেশটির কংগ্রেস, রাষ্ট্রপতি ভবন ও সুপ্রিম কোর্টে। ধ্বংসযজ্ঞে নেলসনও জড়িত ছিলেন বলে জানা গেছে দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে।
২০১২ সালের ১০ এপ্রিল সান্তোস ফুটবল ক্লাবের ডেপুটি ও জাতীয় সংসদের নিম্নকক্ষের সাবেক রাষ্ট্রপতি মার্কো মাইয়াকে নিজের স্বাক্ষর সম্বলিত বলটি উপহার দিয়েছিলেন নেইমার। ক্লাবের শতবর্ষ উদযাপনের সময় সেই উপহার নিম্নকক্ষে স্মারক হিসেবে সংরক্ষণ করা ছিল। আর বল চুরির দায়ে অভিযুক্ত নেলসন একটি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপক।
মাঠের ফুটবল থেকে বাইরে থাকলেও নেইমার প্রায়ই থাকেন আলোচনায়। কখনো কখনো তাঁর পুরোনো ঘটনাও সামনে চলে আসে মুহূর্তেই। এবার দুই বছর আগে তাঁর স্বাক্ষরিত বল চুরির ঘটনায় ব্রাজিলের এক ফুটবল ভক্তকে কড়া শাস্তি দিয়েছেন আদালত।
নেলসন রিবেইরো ফন্সেকা জুনিয়র নামে ব্রাজিলের এক ফুটবলভক্তকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম ফেডারেল কোর্ট। সোমবার তাঁকে এই শাস্তি দেওয়া হয়েছে। ব্রাজিলের সংবাদমাধ্যমে গতকাল নেলসনের শাস্তি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অভ্যুত্থানের চেষ্টা, রাষ্ট্রীয় আইন লঙ্ঘন, সম্পদের ক্ষতিসাধন, চুরি, সশস্ত্র অপরাধ, ঐতিহ্য নষ্ট করা—নেলসনের বিরুদ্ধে ছয় ধরনের অপরাধের অভিযোগ রয়েছে। একইসঙ্গে তাঁকে ১৩০ দিনের জরিমানা করেছেন সুপ্রিম কোর্টের বিচারক আলেক্সান্দ্রে দি মোরায়েস। জরিমানার অঙ্কটা হবে ৬৬ হাজার ব্রাজিলিয়ান রিয়াল। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮০ লাখ ৫০ হাজার টাকা।
নেলসনের বিরুদ্ধে নেইমার স্বাক্ষরিত যে বল চুরির অভিযোগ, সেটি ২০২৩ সালে ব্রাজিলের সাবেক রাষ্ট্রপতি জাইর বলসোনারো সমর্থকদের দাঙ্গার সময়ের বল। দেশটির জাতীয় সংসদের নিম্নকক্ষে (চেম্বার অব ডেপুটিস) অবস্থিত জাদুঘরে সংরক্ষিত ছিল। দেশটির গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, জাতীয় সংসদ থেকে চুরি হওয়া বলটি ২০ দিন খুঁজেই পাওয়ি যায়নি। নেলসনের আইনজীবীর দাবি, তিনি (নেলসন) এটি সংরক্ষণ করে রেখেছিলেন। অভিযুক্তকে এরপর শহরের ফেডারেল পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল।
২০২২ সালে রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয়ের পর জাইর বলসোনারো বারবারই সেই ফলাফল মানতে অস্বীকার করছিলেন। তাতেই তাঁর সমর্থকেরা হামলা চালায় দেশটির কংগ্রেস, রাষ্ট্রপতি ভবন ও সুপ্রিম কোর্টে। ধ্বংসযজ্ঞে নেলসনও জড়িত ছিলেন বলে জানা গেছে দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে।
২০১২ সালের ১০ এপ্রিল সান্তোস ফুটবল ক্লাবের ডেপুটি ও জাতীয় সংসদের নিম্নকক্ষের সাবেক রাষ্ট্রপতি মার্কো মাইয়াকে নিজের স্বাক্ষর সম্বলিত বলটি উপহার দিয়েছিলেন নেইমার। ক্লাবের শতবর্ষ উদযাপনের সময় সেই উপহার নিম্নকক্ষে স্মারক হিসেবে সংরক্ষণ করা ছিল। আর বল চুরির দায়ে অভিযুক্ত নেলসন একটি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপক।
চোট এখন লিওনেল মেসির নিত্যসঙ্গী হয়ে উঠেছে। ৯০ মিনিট খেলা তো দূরে থাক, অনেক সময় বদলি ফুটবলার হিসেবেও তাঁকে খেলানো হয় না। যত গুরুত্বপূর্ণ ম্যাচই হোক, আর্জেন্টাইন তারকা ফুটবলার শতভাগ ফিট না হওয়া পর্যন্ত কোনো রকম ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট।
৩৭ মিনিট আগেপাকিস্তানের ক্রিকেট নিয়ে কিছু একটা হলেই হলো। বাসিত আলী-কামরান আকমলরা তখন শ্লেষাত্মক মন্তব্য করতে দেরি করেন না। বাংলাদেশের কাছে সিরিজ হারের পর পাকিস্তানকে ধুয়ে দিয়েছিলেন বাসিত-কামরান।
২ ঘণ্টা আগেটপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‘এ’ দল চার ম্যাচ খেলে জিতেছে ২ ম্যাচ। হেরেছেও ২ ম্যাচ। ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৯ নম্বরে রয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১১ দল।
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে হায়দার আলী খুব একটা নিয়মিত নন। হবেন কী করে! মাঠের পারফরম্যান্সে নিজেকে তো সেভাবে প্রমাণ করতে পারেননি। কিন্তু ইংল্যান্ডে গত মাসে অপরাধমূলক এক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
৩ ঘণ্টা আগে