রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুস জুনিয়রের থাকার পাঁচ বছরেরও বেশি সময় হয়ে গেছে। তবে গত কয়েক দিনের ঘটনায় রিয়ালে যেন তার ভালোই লাগছে না। ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গোতেই যেন মন পড়ে আছে এই স্ট্রাইকারের।
গতকাল মারকানায় ব্রাজিলের সিরি আ ম্যাচে মুখোমুখি হয় ভাস্কো দা গামা-ফ্ল্যামেঙ্গো। প্রথমার্ধ শেষ হওয়ার পর মাঠে নামেন ভিনি। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের নাম ও নম্বরসহ জার্সি তাঁকে (ভিনি) উপহার দিয়েছে দুই ক্লাব। ফ্ল্যামেঙ্গোর ফুটবলারদের সবার জার্সির পেছনে লেখা ছিল ‘অল উইথ ভিনিসিয়ুস জুনিয়র’। এসব দেখে আবেগাপ্লুত হযে পড়েন তিনি। পাঁচ বছর আগে ছেড়ে আসা ক্লাবেই ফিরতে চান ব্রাজিলের এই তরুণ ফুটবলার, ‘এটা একটু সময় লাগবে। তবে একদিন ফিরব (ফ্ল্যামেঙ্গো)। এখানে মারাকানায় ফ্ল্যামেঙ্গোর ক্লাসিক ম্যাচ দেখতে পেরে খুশি। তারা আমার জন্য যা করেছে, তাতে অনেক খুশি।’
গত ২১ মে ভ্যালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে লা লিগায় ভ্যালেন্সিয়া-রিয়াল মাদ্রিদ ম্যাচে বর্ণবাদের শিকার হয়েছিলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে গত এক বছরে কীভাবে বর্ণবাদের শিকার হলেন তাঁর প্রামাণ্যচিত্রও তুলে ধরেন তিনি। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড তখন বলেছিলেন, ‘হোমের বাইরে অ্যাওয়ে ম্যাচ খেলতে গেলেই দেখা যায় অপ্রীতিকর চমক। এই মৌসুমে এমন ঘটনা অনেক ঘটেছে। মৃত্যু কামনা, কুশপুত্তলিকা বানানো… তবে সব সময় তা বলা হয় ‘বিচ্ছিন্ন ঘটনা’। না, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো নিয়মিত ঘটনা এবং স্পেনের বিভিন্ন শহরে এটা হয়ে আসছে (এমনকি টেলিভিশন অনুষ্ঠানেও)। ভিডিওতে প্রমাণসহ আছে।’ আর এ বছরের জানুয়ারিতে মাদ্রিদের মহাসড়কে ভিনিসিয়ুসের কুশপুত্তলিকা ঝোলানোয় গ্রেপ্তার করা হয়েছিল চারজনকে।
রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুস জুনিয়রের থাকার পাঁচ বছরেরও বেশি সময় হয়ে গেছে। তবে গত কয়েক দিনের ঘটনায় রিয়ালে যেন তার ভালোই লাগছে না। ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গোতেই যেন মন পড়ে আছে এই স্ট্রাইকারের।
গতকাল মারকানায় ব্রাজিলের সিরি আ ম্যাচে মুখোমুখি হয় ভাস্কো দা গামা-ফ্ল্যামেঙ্গো। প্রথমার্ধ শেষ হওয়ার পর মাঠে নামেন ভিনি। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের নাম ও নম্বরসহ জার্সি তাঁকে (ভিনি) উপহার দিয়েছে দুই ক্লাব। ফ্ল্যামেঙ্গোর ফুটবলারদের সবার জার্সির পেছনে লেখা ছিল ‘অল উইথ ভিনিসিয়ুস জুনিয়র’। এসব দেখে আবেগাপ্লুত হযে পড়েন তিনি। পাঁচ বছর আগে ছেড়ে আসা ক্লাবেই ফিরতে চান ব্রাজিলের এই তরুণ ফুটবলার, ‘এটা একটু সময় লাগবে। তবে একদিন ফিরব (ফ্ল্যামেঙ্গো)। এখানে মারাকানায় ফ্ল্যামেঙ্গোর ক্লাসিক ম্যাচ দেখতে পেরে খুশি। তারা আমার জন্য যা করেছে, তাতে অনেক খুশি।’
গত ২১ মে ভ্যালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে লা লিগায় ভ্যালেন্সিয়া-রিয়াল মাদ্রিদ ম্যাচে বর্ণবাদের শিকার হয়েছিলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে গত এক বছরে কীভাবে বর্ণবাদের শিকার হলেন তাঁর প্রামাণ্যচিত্রও তুলে ধরেন তিনি। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড তখন বলেছিলেন, ‘হোমের বাইরে অ্যাওয়ে ম্যাচ খেলতে গেলেই দেখা যায় অপ্রীতিকর চমক। এই মৌসুমে এমন ঘটনা অনেক ঘটেছে। মৃত্যু কামনা, কুশপুত্তলিকা বানানো… তবে সব সময় তা বলা হয় ‘বিচ্ছিন্ন ঘটনা’। না, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো নিয়মিত ঘটনা এবং স্পেনের বিভিন্ন শহরে এটা হয়ে আসছে (এমনকি টেলিভিশন অনুষ্ঠানেও)। ভিডিওতে প্রমাণসহ আছে।’ আর এ বছরের জানুয়ারিতে মাদ্রিদের মহাসড়কে ভিনিসিয়ুসের কুশপুত্তলিকা ঝোলানোয় গ্রেপ্তার করা হয়েছিল চারজনকে।
চীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
৩৫ মিনিট আগেএশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৪ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৫ ঘণ্টা আগে