নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এশিয়ান গেমসে নারী দলের কোচ থাকবেন কে?-এই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। এশিয়ান গেমসে নারী দলের কোচ করা হয়েছিল স্বনামধন্য কোচ সাইফুল বারী টিটুকে। কিন্তু নিবন্ধন জটিলতায় তাঁকে নিয়ে ছিল অনিশ্চয়তা।
অবশেষে অনিশ্চয়তা কেটেছে। এশিয়াডে বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ হিসেবে নিবন্ধিত হয়েছে টিটুর নাম। নারী ফুটবলারদের সঙ্গে চুক্তির ঠিক একদিনের মাথায় বড় রকমের এক যন্ত্রণা থেকেও মুক্তি পেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার দেশের বাইরে থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করে যায়নি। তবে টিটুর নিবন্ধিত হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন এশিয়ান গেমসে বাংলাদেশের শেফ দ্য মিশন এ কে সরকার। বলেছেন, ‘এশিয়ান গেমস কর্তৃপক্ষ গত সপ্তাহে আমাদের জানিয়েছিল তারা বিষয়টি সমাধান করে দেবে। গতকাল তারা আমাদের বিষয়টি নিশ্চিত করেছে। তাঁর (টিটুর) এখন কোচ হতে আর কোনো সমস্যা নেই।’
নারী দলের দীর্ঘদিনের কোচ গোলাম রব্বানী ছোটন পদত্যাগ করেন গত ২৮ মে। ছোটন পদত্যাগ করায় এশিয়াডে কোচ সংকটে পড়ে যায় বাফুফে। ১৩ ও ১৬ জুলাই নেপালের সঙ্গে দুটি ফিফা ম্যাচে প্রধান কোচের দায়িত্বে ছিলেন মাহবুব রহমান লিটু। তাঁকে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপে কোচ করে ১৯ জুলাই টিটুকে নারী দলের কোচ ঘোষণা করা হয়।
কোচ হলেও টিটুর এশিয়াডে যাওয়া নিয়ে ছিল অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তা কেটে গেলেও অবশ্য বাড়তি কোনো উচ্ছ্বাস নেই ২০১০ ও ২০১৪ এশিয়াডে পুরুষদের জাতীয় দলের কোচের পদে থাকা টিটুর। আজকের পত্রিকাকে বললেন, ‘আমার ওপর কোনো চাপ ছিল না সত্যি বলতে। জাতীয় দলের কোচ না হলে হয়তো আমি অনূর্ধ্ব-১৭ দলের সঙ্গেই যেতাম। এটা নিয়ে সত্যি কিছু ভাবিনি। গুরুত্বের সঙ্গেই অনুশীলন করিয়েছি।’
গতকাল বাফুফের সঙ্গে বেতন বৃদ্ধির চুক্তির পর আজ প্রথম অনুশীলন করেছে নারী ফুটবল দল। পারিশ্রমিক বাড়ায় নারী ফুটবলাররা আরও ভালো খেলার উৎসাহ পাবেন বলে মনে করেন টিটু, ‘মেয়েরা সব সময়ই মনোযোগ দিয়ে অনুশীলন করে। গতকালকের সঙ্গে আজকের অনুশীলনে খুব বেশি পার্থক্য ছিল না। ওরা খুশি থাকলেও সেটা টের পাওয়া যায়নি। তবে পারিশ্রমিক বাড়াটা ইতিবাচক কারণ ওদের তো আর ছেলেদের মতো লিগ নেই। এই পারিশ্রমিক বাড়ায় পরবর্তী প্রজন্মের মেয়েরাও ফুটবলে আসতে উৎসাহী হবে।’
এশিয়ান গেমসে নারী দলের কোচ থাকবেন কে?-এই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। এশিয়ান গেমসে নারী দলের কোচ করা হয়েছিল স্বনামধন্য কোচ সাইফুল বারী টিটুকে। কিন্তু নিবন্ধন জটিলতায় তাঁকে নিয়ে ছিল অনিশ্চয়তা।
অবশেষে অনিশ্চয়তা কেটেছে। এশিয়াডে বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ হিসেবে নিবন্ধিত হয়েছে টিটুর নাম। নারী ফুটবলারদের সঙ্গে চুক্তির ঠিক একদিনের মাথায় বড় রকমের এক যন্ত্রণা থেকেও মুক্তি পেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার দেশের বাইরে থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করে যায়নি। তবে টিটুর নিবন্ধিত হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন এশিয়ান গেমসে বাংলাদেশের শেফ দ্য মিশন এ কে সরকার। বলেছেন, ‘এশিয়ান গেমস কর্তৃপক্ষ গত সপ্তাহে আমাদের জানিয়েছিল তারা বিষয়টি সমাধান করে দেবে। গতকাল তারা আমাদের বিষয়টি নিশ্চিত করেছে। তাঁর (টিটুর) এখন কোচ হতে আর কোনো সমস্যা নেই।’
নারী দলের দীর্ঘদিনের কোচ গোলাম রব্বানী ছোটন পদত্যাগ করেন গত ২৮ মে। ছোটন পদত্যাগ করায় এশিয়াডে কোচ সংকটে পড়ে যায় বাফুফে। ১৩ ও ১৬ জুলাই নেপালের সঙ্গে দুটি ফিফা ম্যাচে প্রধান কোচের দায়িত্বে ছিলেন মাহবুব রহমান লিটু। তাঁকে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপে কোচ করে ১৯ জুলাই টিটুকে নারী দলের কোচ ঘোষণা করা হয়।
কোচ হলেও টিটুর এশিয়াডে যাওয়া নিয়ে ছিল অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তা কেটে গেলেও অবশ্য বাড়তি কোনো উচ্ছ্বাস নেই ২০১০ ও ২০১৪ এশিয়াডে পুরুষদের জাতীয় দলের কোচের পদে থাকা টিটুর। আজকের পত্রিকাকে বললেন, ‘আমার ওপর কোনো চাপ ছিল না সত্যি বলতে। জাতীয় দলের কোচ না হলে হয়তো আমি অনূর্ধ্ব-১৭ দলের সঙ্গেই যেতাম। এটা নিয়ে সত্যি কিছু ভাবিনি। গুরুত্বের সঙ্গেই অনুশীলন করিয়েছি।’
গতকাল বাফুফের সঙ্গে বেতন বৃদ্ধির চুক্তির পর আজ প্রথম অনুশীলন করেছে নারী ফুটবল দল। পারিশ্রমিক বাড়ায় নারী ফুটবলাররা আরও ভালো খেলার উৎসাহ পাবেন বলে মনে করেন টিটু, ‘মেয়েরা সব সময়ই মনোযোগ দিয়ে অনুশীলন করে। গতকালকের সঙ্গে আজকের অনুশীলনে খুব বেশি পার্থক্য ছিল না। ওরা খুশি থাকলেও সেটা টের পাওয়া যায়নি। তবে পারিশ্রমিক বাড়াটা ইতিবাচক কারণ ওদের তো আর ছেলেদের মতো লিগ নেই। এই পারিশ্রমিক বাড়ায় পরবর্তী প্রজন্মের মেয়েরাও ফুটবলে আসতে উৎসাহী হবে।’
জিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
২৭ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
১ ঘণ্টা আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১১ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১১ ঘণ্টা আগে