Ajker Patrika

চেলসির কোচ বরখাস্ত হওয়ার খবরে ৯০ কোটি ভক্তের উল্লাস 

চেলসির কোচ বরখাস্ত হওয়ার খবরে ৯০ কোটি ভক্তের উল্লাস 

গ্রাহাম পটারের অধীনে সময়টা ভালো যাচ্ছিল না চেলসির। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়ায় ৭ মাসও টেকেনি পটারের কোচের চাকরি। গতকাল পটারকে বরখাস্ত করেছে চেলসি। পটারের বরখাস্ত হওয়ার খবরে যেন ভক্তদের উচ্ছ্বাস বেড়েছে বহুগুণ।

পটারের বরখাস্ত হওয়া নিয়ে সামাজিকমাধ্যমে একের পর এক মন্তব্য করছেন নেটিজেনরা। কালিজয় নামের একজন টুইট করেছেন, ‘বিশ্বব্যাপী ৯০ কোটি চেলসি ভক্ত পটারের বরখাস্ত হওয়া উদযাপন করছে।’ কেউ কেউ পটারকে চেলসির ইতিহাসে বাজে কোচ বলছেন। জ্যান্টি নামের একজন টুইট করেছেন, ‘চেলসির ইতিহাসে সবচেয়ে বাজে কোচ গ্রাহাম পটার।’ মড নামের একজন টুইট করেছেন, ‘গ্রাহাম পটার আমাকে ওলের কথা মনে করিয়ে দিচ্ছে। মানুষ হিসেবে খুবই ভালো তবে এই চাকরি তার জন্য বেশ কঠিন হয়ে যাচ্ছে। গত ২০ বছরে আমাদের সবচেয়ে বাজে কোচ।’

গত বছরের ৮ সেপ্টেম্বর চেলসির দায়িত্ব নিয়েছিলেন পটার। প্রায় ৭ মাসের এই চাকরিতে তাঁর অধীনে ব্লুজরা খেলেছে ৩১ ম্যাচ। জিতেছে ১২ ম্যাচ, ড্র ৮ ম্যাচ এবং ১১ ম্যাচ হেরেছে চেলসি। পটারের অধীনে সর্বশেষ ম্যাচ ব্লুজরা খেলেছে গত পরশু। প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-০ গোলে হেরে যায় চেলসি। প্রিমিয়ার লিগে খুব একটা সুবিধাজনক অবস্থানে ব্লুজদের রেখে যেতে পারেননি পটার। ২৮ ম্যাচে ১০ জয়, ৮ ড্র ও ১০ পরাজয়ে ৩৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে চেলসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত