গ্রাহাম পটারের অধীনে সময়টা ভালো যাচ্ছিল না চেলসির। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়ায় ৭ মাসও টেকেনি পটারের কোচের চাকরি। গতকাল পটারকে বরখাস্ত করেছে চেলসি। পটারের বরখাস্ত হওয়ার খবরে যেন ভক্তদের উচ্ছ্বাস বেড়েছে বহুগুণ।
পটারের বরখাস্ত হওয়া নিয়ে সামাজিকমাধ্যমে একের পর এক মন্তব্য করছেন নেটিজেনরা। কালিজয় নামের একজন টুইট করেছেন, ‘বিশ্বব্যাপী ৯০ কোটি চেলসি ভক্ত পটারের বরখাস্ত হওয়া উদযাপন করছে।’ কেউ কেউ পটারকে চেলসির ইতিহাসে বাজে কোচ বলছেন। জ্যান্টি নামের একজন টুইট করেছেন, ‘চেলসির ইতিহাসে সবচেয়ে বাজে কোচ গ্রাহাম পটার।’ মড নামের একজন টুইট করেছেন, ‘গ্রাহাম পটার আমাকে ওলের কথা মনে করিয়ে দিচ্ছে। মানুষ হিসেবে খুবই ভালো তবে এই চাকরি তার জন্য বেশ কঠিন হয়ে যাচ্ছে। গত ২০ বছরে আমাদের সবচেয়ে বাজে কোচ।’
গত বছরের ৮ সেপ্টেম্বর চেলসির দায়িত্ব নিয়েছিলেন পটার। প্রায় ৭ মাসের এই চাকরিতে তাঁর অধীনে ব্লুজরা খেলেছে ৩১ ম্যাচ। জিতেছে ১২ ম্যাচ, ড্র ৮ ম্যাচ এবং ১১ ম্যাচ হেরেছে চেলসি। পটারের অধীনে সর্বশেষ ম্যাচ ব্লুজরা খেলেছে গত পরশু। প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-০ গোলে হেরে যায় চেলসি। প্রিমিয়ার লিগে খুব একটা সুবিধাজনক অবস্থানে ব্লুজদের রেখে যেতে পারেননি পটার। ২৮ ম্যাচে ১০ জয়, ৮ ড্র ও ১০ পরাজয়ে ৩৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে চেলসি।
গ্রাহাম পটারের অধীনে সময়টা ভালো যাচ্ছিল না চেলসির। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়ায় ৭ মাসও টেকেনি পটারের কোচের চাকরি। গতকাল পটারকে বরখাস্ত করেছে চেলসি। পটারের বরখাস্ত হওয়ার খবরে যেন ভক্তদের উচ্ছ্বাস বেড়েছে বহুগুণ।
পটারের বরখাস্ত হওয়া নিয়ে সামাজিকমাধ্যমে একের পর এক মন্তব্য করছেন নেটিজেনরা। কালিজয় নামের একজন টুইট করেছেন, ‘বিশ্বব্যাপী ৯০ কোটি চেলসি ভক্ত পটারের বরখাস্ত হওয়া উদযাপন করছে।’ কেউ কেউ পটারকে চেলসির ইতিহাসে বাজে কোচ বলছেন। জ্যান্টি নামের একজন টুইট করেছেন, ‘চেলসির ইতিহাসে সবচেয়ে বাজে কোচ গ্রাহাম পটার।’ মড নামের একজন টুইট করেছেন, ‘গ্রাহাম পটার আমাকে ওলের কথা মনে করিয়ে দিচ্ছে। মানুষ হিসেবে খুবই ভালো তবে এই চাকরি তার জন্য বেশ কঠিন হয়ে যাচ্ছে। গত ২০ বছরে আমাদের সবচেয়ে বাজে কোচ।’
গত বছরের ৮ সেপ্টেম্বর চেলসির দায়িত্ব নিয়েছিলেন পটার। প্রায় ৭ মাসের এই চাকরিতে তাঁর অধীনে ব্লুজরা খেলেছে ৩১ ম্যাচ। জিতেছে ১২ ম্যাচ, ড্র ৮ ম্যাচ এবং ১১ ম্যাচ হেরেছে চেলসি। পটারের অধীনে সর্বশেষ ম্যাচ ব্লুজরা খেলেছে গত পরশু। প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-০ গোলে হেরে যায় চেলসি। প্রিমিয়ার লিগে খুব একটা সুবিধাজনক অবস্থানে ব্লুজদের রেখে যেতে পারেননি পটার। ২৮ ম্যাচে ১০ জয়, ৮ ড্র ও ১০ পরাজয়ে ৩৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে চেলসি।
পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালটা লিটন দাসকে দেখতে হয়েছে ডাগ আউটে বসে। দুবাইয়ে তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিকদের একের পর এক আত্মাহুতি দেখে লিটনের মুখটা বেশ ফ্যাকাশে দেখিয়েছে। ওয়াসিম আকরামের মতে লিটন থাকলে ম্যাচের ফল অন্য কিছু হতেও পারত।
৪ মিনিট আগেজিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
৩৭ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
১ ঘণ্টা আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১১ ঘণ্টা আগে