বিশ্বকাপ ফুটবলের লোককাহিনিতে জায়গাটা প্রায় পাকাই করে ফেলেছিলেন ইনাকি উইলিয়ামস। শুধু একটা মাত্র শট নিতে পারলে হয়ে যেতেন ঘানার মানুষের চোখের মণি। বিশ্বকাপ ইতিহাসের হাতছানি আর নায়ক হওয়ার সুযোগটা ইনাকি নষ্ট করলেন কি না মাঠের ওপর হোঁচট খেয়ে! তাতেই মাথায় হাত দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। হয়তোবা দুশ্চিন্তার কারণে মাথায় হাত উঠে গেছে পর্তুগিজ এই উইঙ্গারের।
গতকাল ৯৭৪ স্টেডিয়ামে মুখোমুখি হয় পর্তুগাল-ঘানা। এই ম্যাচ দিয়ে নিজের পঞ্চম বিশ্বকাপ খেলতে নামেন রোনালদো। ম্যাচের ৬৫ মিনিটে পেনাল্টিতে গোল করেন রোনালদো। তাতে পাঁচ বিশ্বকাপে গোল করা একমাত্র ফুটবলার বনে গেলেন পর্তুগিজ এই ফুটবলার। রোনালদোর গোলের পর ৭৩ মিনিটে ঘানাকে সমতায় ফেরান আন্দ্রে আউই। এরপর ৭৮ ও ৮০ মিনিটে হোয়াও ফেলিক্স ও রাফায়েল লিও গোল করলে পর্তুগাল এগিয়ে যায় ৩-১ গোলে। এরপর ৮৯ মিনিটে ঘানার ওসমান বুকারি গোল করে ব্যবধান কমান। আর অতিরিক্ত সময়ের শেষ দিকে এসে ইনাকি সমতা (৩-৩) করার সুযোগ পেলেও মাঠে আছাড় খেয়ে পড়েন। এ দৃশ্য দেখেই মাথায় হাত উঠে গেছে রোনালদোর।
রোনালদোর এই মাথায় হাত দেওয়ার দৃশ্য রীতিমতো ভাইরাল হয়ে গেছে। অনেক ফুটবল বিশ্লেষকও এ নিয়ে আলোচনা করেছেন। বিখ্যাত ফুটবল বিশেষজ্ঞ রয় কিন বলেন, ‘আমরা আজ (বৃহস্পতিবার) রাতে পর্তুগালের সেরা ও বাজে খেলা দুটোই দেখেছি। একবার রোনালদোর চেহারার দিকে তাকান। হায় ঈশ্বর।’
পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত ১৯২ ম্যাচে ১১৮ গোল করেছেন রোনালদো। বিশ্বকাপে ১৮ ম্যাচে ৮ গোল করেন পর্তুগিজ এই তারকা স্ট্রাইকার।
বিশ্বকাপ ফুটবলের লোককাহিনিতে জায়গাটা প্রায় পাকাই করে ফেলেছিলেন ইনাকি উইলিয়ামস। শুধু একটা মাত্র শট নিতে পারলে হয়ে যেতেন ঘানার মানুষের চোখের মণি। বিশ্বকাপ ইতিহাসের হাতছানি আর নায়ক হওয়ার সুযোগটা ইনাকি নষ্ট করলেন কি না মাঠের ওপর হোঁচট খেয়ে! তাতেই মাথায় হাত দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। হয়তোবা দুশ্চিন্তার কারণে মাথায় হাত উঠে গেছে পর্তুগিজ এই উইঙ্গারের।
গতকাল ৯৭৪ স্টেডিয়ামে মুখোমুখি হয় পর্তুগাল-ঘানা। এই ম্যাচ দিয়ে নিজের পঞ্চম বিশ্বকাপ খেলতে নামেন রোনালদো। ম্যাচের ৬৫ মিনিটে পেনাল্টিতে গোল করেন রোনালদো। তাতে পাঁচ বিশ্বকাপে গোল করা একমাত্র ফুটবলার বনে গেলেন পর্তুগিজ এই ফুটবলার। রোনালদোর গোলের পর ৭৩ মিনিটে ঘানাকে সমতায় ফেরান আন্দ্রে আউই। এরপর ৭৮ ও ৮০ মিনিটে হোয়াও ফেলিক্স ও রাফায়েল লিও গোল করলে পর্তুগাল এগিয়ে যায় ৩-১ গোলে। এরপর ৮৯ মিনিটে ঘানার ওসমান বুকারি গোল করে ব্যবধান কমান। আর অতিরিক্ত সময়ের শেষ দিকে এসে ইনাকি সমতা (৩-৩) করার সুযোগ পেলেও মাঠে আছাড় খেয়ে পড়েন। এ দৃশ্য দেখেই মাথায় হাত উঠে গেছে রোনালদোর।
রোনালদোর এই মাথায় হাত দেওয়ার দৃশ্য রীতিমতো ভাইরাল হয়ে গেছে। অনেক ফুটবল বিশ্লেষকও এ নিয়ে আলোচনা করেছেন। বিখ্যাত ফুটবল বিশেষজ্ঞ রয় কিন বলেন, ‘আমরা আজ (বৃহস্পতিবার) রাতে পর্তুগালের সেরা ও বাজে খেলা দুটোই দেখেছি। একবার রোনালদোর চেহারার দিকে তাকান। হায় ঈশ্বর।’
পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত ১৯২ ম্যাচে ১১৮ গোল করেছেন রোনালদো। বিশ্বকাপে ১৮ ম্যাচে ৮ গোল করেন পর্তুগিজ এই তারকা স্ট্রাইকার।
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
১০ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
১৩ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
১৪ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
১৬ ঘণ্টা আগে