স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল ম্যাচে একটি রেকর্ড গড়েছেন কার্লো আনচেলত্তি। গতকাল ২০০তম ম্যাচে রিয়াল মাদ্রিদের ডাগআউটে দাঁড়িয়েছেন তিনি। রেকর্ডের ম্যাচে তিনি শিষ্যদের কাছে উপহার হিসেবে পেয়েছেন জয়। ভ্যালেন্সিয়ার বিপক্ষে টাইব্রেকারের জয়ের ম্যাচটির নায়ক হচ্ছেন থিবো কোর্তোয়া। তাঁর বিশ্বস্ত হাতেই ফাইনালে উঠেছে লস ব্ল্যাংকোসরা।
রিয়ালের ইতিহাসে চতুর্থ কোচ হিসেবে ক্লাবটির ২০০ ম্যাচ পরিচালনা করেছেন আনচেলত্তি। ইতালিয়ান কোচের আগে আরও তিনজন এই মাইলফলক স্পর্শ করেছেন রিয়ালের হয়ে। ৬০৫ ম্যাচ নিয়ে শীর্ষে আছেন মিগুয়েল মুনোজ। ২৬৫ ম্যাচে ক্লাবটির ডাগআউটে দাঁড়িয়ে দুইয়ে আছেন জিনেদিন জিদান। ফরাসি কিংবদন্তির পরে ২৪৬ ম্যাচে তিনে আছেন স্পেনকে ২০১০ বিশ্বকাপজয়ী কোচ দেল বস্ক।
সুপারকাপের সেমিফাইনাল ম্যাচটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। আসলে দুই দলের গোলরক্ষক কোর্তোয়া ও গিওর্গি মামারদাশভিলির দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই ম্যাচটি রোমাঞ্চকর হয়েছে। তাঁদের বীরত্বেই নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ম্যাচটি টাইব্রেকারে যায়। তবে টাইব্রেকারে পেনাল্টি ঠেকিয়ে ম্যাচের নায়ক হন কোর্তোয়া।
পুরো ম্যাচে অবিশ্বাস্য পাঁচটি সেভ দেওয়া ভ্যালেন্সিয়ার গোলরক্ষক মামারদাশভিলি টাইব্রেকারে নায়ক হতে পারেননি। রিয়ালের নেওয়া চারটি শটই গোল হয়। পেনাল্টি চারটি নেন অধিনায়ক করিম বেনজেমা, লুকা মদরিচ, টনি ক্রুস ও বদলি নামা মার্কো আসেনসিও।
অন্যদিকে ভ্যালেন্সিয়ার নেওয়া পাঁচ শটের প্রথমটি বারের ওপর দিয়ে মারেন এরাই কোমের্তে। পরের তিন শটে গোল করেন এডিনসন কাভানি, ইলাইশ মোরিবা ও হুগো গিয়ামোন। আর পঞ্চম শটটি নিতে এসে মাঝ বরাবর মারেন হোসে গায়া। স্প্যানিশ ডিফেন্ডারের শটটি পা দিয়ে ঠেকিয়ে দেন কোর্তোয়া। এতে তাঁর বীরত্বেই ফাইনাল নিশ্চিত হয় রিয়ালের।
এর আগে অতিরিক্ত সময় পর্যন্ত ম্যাচ ১-১ গোলে সমতায় ছিল। ৩৯ মিনিটে রিয়ালকে পেনাল্টিতে গোল এনে দেন বেনজামা। তবে বিরতির পরেই ৪৬ মিনিটে গোলটি শোধ দেন ভ্যালেন্সিয়ার ফরোয়ার্ড স্যামুয়েল লিনো। আগামী রোববারের ফাইনালে কোন দলকে প্রতিপক্ষ পাবে রিয়াল তা জানা যাবে আজ রাতে। রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল বেতিসের মুখোমুখি হবে বার্সেলোনা।
স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল ম্যাচে একটি রেকর্ড গড়েছেন কার্লো আনচেলত্তি। গতকাল ২০০তম ম্যাচে রিয়াল মাদ্রিদের ডাগআউটে দাঁড়িয়েছেন তিনি। রেকর্ডের ম্যাচে তিনি শিষ্যদের কাছে উপহার হিসেবে পেয়েছেন জয়। ভ্যালেন্সিয়ার বিপক্ষে টাইব্রেকারের জয়ের ম্যাচটির নায়ক হচ্ছেন থিবো কোর্তোয়া। তাঁর বিশ্বস্ত হাতেই ফাইনালে উঠেছে লস ব্ল্যাংকোসরা।
রিয়ালের ইতিহাসে চতুর্থ কোচ হিসেবে ক্লাবটির ২০০ ম্যাচ পরিচালনা করেছেন আনচেলত্তি। ইতালিয়ান কোচের আগে আরও তিনজন এই মাইলফলক স্পর্শ করেছেন রিয়ালের হয়ে। ৬০৫ ম্যাচ নিয়ে শীর্ষে আছেন মিগুয়েল মুনোজ। ২৬৫ ম্যাচে ক্লাবটির ডাগআউটে দাঁড়িয়ে দুইয়ে আছেন জিনেদিন জিদান। ফরাসি কিংবদন্তির পরে ২৪৬ ম্যাচে তিনে আছেন স্পেনকে ২০১০ বিশ্বকাপজয়ী কোচ দেল বস্ক।
সুপারকাপের সেমিফাইনাল ম্যাচটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। আসলে দুই দলের গোলরক্ষক কোর্তোয়া ও গিওর্গি মামারদাশভিলির দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই ম্যাচটি রোমাঞ্চকর হয়েছে। তাঁদের বীরত্বেই নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ম্যাচটি টাইব্রেকারে যায়। তবে টাইব্রেকারে পেনাল্টি ঠেকিয়ে ম্যাচের নায়ক হন কোর্তোয়া।
পুরো ম্যাচে অবিশ্বাস্য পাঁচটি সেভ দেওয়া ভ্যালেন্সিয়ার গোলরক্ষক মামারদাশভিলি টাইব্রেকারে নায়ক হতে পারেননি। রিয়ালের নেওয়া চারটি শটই গোল হয়। পেনাল্টি চারটি নেন অধিনায়ক করিম বেনজেমা, লুকা মদরিচ, টনি ক্রুস ও বদলি নামা মার্কো আসেনসিও।
অন্যদিকে ভ্যালেন্সিয়ার নেওয়া পাঁচ শটের প্রথমটি বারের ওপর দিয়ে মারেন এরাই কোমের্তে। পরের তিন শটে গোল করেন এডিনসন কাভানি, ইলাইশ মোরিবা ও হুগো গিয়ামোন। আর পঞ্চম শটটি নিতে এসে মাঝ বরাবর মারেন হোসে গায়া। স্প্যানিশ ডিফেন্ডারের শটটি পা দিয়ে ঠেকিয়ে দেন কোর্তোয়া। এতে তাঁর বীরত্বেই ফাইনাল নিশ্চিত হয় রিয়ালের।
এর আগে অতিরিক্ত সময় পর্যন্ত ম্যাচ ১-১ গোলে সমতায় ছিল। ৩৯ মিনিটে রিয়ালকে পেনাল্টিতে গোল এনে দেন বেনজামা। তবে বিরতির পরেই ৪৬ মিনিটে গোলটি শোধ দেন ভ্যালেন্সিয়ার ফরোয়ার্ড স্যামুয়েল লিনো। আগামী রোববারের ফাইনালে কোন দলকে প্রতিপক্ষ পাবে রিয়াল তা জানা যাবে আজ রাতে। রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল বেতিসের মুখোমুখি হবে বার্সেলোনা।
প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৩ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৪ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৪ ঘণ্টা আগেবিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ।
৬ ঘণ্টা আগে