ক্রীড়া ডেস্ক
রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গেই পার্ক দে প্রিন্সেসে উৎসব শুরু। প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) কোচ লুইস এনরিকেকে শূন্যে তুলে উদযাপন করলেন জিয়ানলুইজি দোনারুম্মা-আশরাফ হাকিমিরা। গ্যালারিতে লেখা উঠল চ্যাম্পিয়ন। ফুটবলাররাও ছবি তুললেন চ্যাম্পিয়ন লেখা বোর্ডের সামনে দাঁড়িয়ে।
২০২৪-২৫ মৌসুমের লিগ ওয়ানের শিরোপায় আগেই অবশ্য এক হাত দিয়ে রেখেছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। পার্ক দে প্রিন্সেসে গত রাতে অঁজোকে ১-০ গোলে হারিয়ে পিএসজি ৬ ম্যাচ হাতে রেখেই লিগ ওয়ানে চ্যাম্পিয়ন হয়ে যায়। গ্যালারিতে থাকা দর্শকেরা করলেন বাধভাঙা উচ্ছ্বাস। ফুটবলাররা তখন ব্যস্ত ভক্ত-সমর্থকদের অটোগ্রাফ দিতে।
২৮ ম্যাচে ২৩ জয় ও ৫ ড্রয়ে ৭৪ পয়েন্টে গতকালই শিরোপা নিশ্চিতের পর উচ্ছ্বাস প্রকাশ করেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। ম্যাচ শেষে খেলাইফি বলেন, ‘লিগ ওয়ান চ্যাম্পিয়ন হয়ে আমরা অনেক গর্বিত। ইউরোপের অন্যতম শক্তিশালী লিগ এটা। এখন অব্দি অপরাজিত হয়ে শিরোপা জেতার অনুভূতি আসলেই ভিন্ন কিছু। ফুটবলার, কোচ লুইস এনরিকে, ক্রীড়া পরামর্শক লুইস ক্যাম্পোস ও আমাদের সকল স্টাফরা অসামান্য পরিশ্রম করেছেন। প্যারিস শহরের জন্য ফ্রান্স ও বিদেশে থাকা ভক্তদের জন্য এটা আসলে অনেক বড় মুহূর্ত।’
পিএসজির হাতে লিগ ওয়ানে এখনো বাকি ৬ ম্যাচ। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো ফরাসি ক্লাবটির কাছে শুধুই আনুষ্ঠানিকতার। সেই ম্যাচগুলো জয়ের জন্যই পিএসজি লড়বে বলে জানিয়েছেন খেলাইফি। পিএসজি সভাপতি বলেন, ‘ভক্ত-সমর্থকদের সঙ্গে এই মুহূর্তটা আমরা পরিবারের মতো উপভোগ করব। এই মৌসুম শেষ হতে এখনো অনেক বাকি। কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে ও ম্যাচ ধরে ধরে এগোতে হবে। মৌসুমের শেষ মুহূর্ত পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতায় লড়াই চালিয়ে যাব।’
অঁজোকে ১-০ গোলে হারিয়ে ১৩তম লিগ ওয়ানের শিরোপা জিতেছে পিএসজি। যার মধ্যে টানা চারবার চ্যাম্পিয়ন হয়েছে। ৬ ম্যাচ হাতে রেখে লিগ ওয়ানের চ্যাম্পিয়ন হলেও শেষ অব্দি লড়তে চান এনরিকে। পিএসজি কোচ বলেন, ‘এপ্রিলের শুরুতেই শিরোপা নিশ্চিত করতেই বোঝা যায়, এই মৌসুমে আমরা কতটা উন্নত মানের খেলা খেলছি। এখনো কিন্তু কিছু ম্যাচ বাকি। অপরাজিত থেকেই মৌসুম শেষ করতে পারাটাই আমাদের লক্ষ্য।’
পার্ক দে প্রিন্সেসে গত রাতে পিএসজি-অঁজো ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। ম্যাচে প্রথম গোল আসে ৫৫ মিনিটে। খিচা কাভারেইস্কার অ্যাসিস্টে গোল করেন পিএসজি স্ট্রাইকার ডিজাইর ডু। ১-০ গোলে জিতে লিগ ওয়ানে ৭৪ পয়েন্ট এখন ক্লাবটির। সমান ২৮ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে মোনাকো। পিএসজির পরের ম্যাচ চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাস্টন ভিলার বিপক্ষে। পার্ক দে প্রিন্সেসে বাংলাদেশ সময় বুধবার রাত ১টায় মুখোমুখি হবে পিএসজি-অ্যাস্টন ভিলা।
রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গেই পার্ক দে প্রিন্সেসে উৎসব শুরু। প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) কোচ লুইস এনরিকেকে শূন্যে তুলে উদযাপন করলেন জিয়ানলুইজি দোনারুম্মা-আশরাফ হাকিমিরা। গ্যালারিতে লেখা উঠল চ্যাম্পিয়ন। ফুটবলাররাও ছবি তুললেন চ্যাম্পিয়ন লেখা বোর্ডের সামনে দাঁড়িয়ে।
২০২৪-২৫ মৌসুমের লিগ ওয়ানের শিরোপায় আগেই অবশ্য এক হাত দিয়ে রেখেছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। পার্ক দে প্রিন্সেসে গত রাতে অঁজোকে ১-০ গোলে হারিয়ে পিএসজি ৬ ম্যাচ হাতে রেখেই লিগ ওয়ানে চ্যাম্পিয়ন হয়ে যায়। গ্যালারিতে থাকা দর্শকেরা করলেন বাধভাঙা উচ্ছ্বাস। ফুটবলাররা তখন ব্যস্ত ভক্ত-সমর্থকদের অটোগ্রাফ দিতে।
২৮ ম্যাচে ২৩ জয় ও ৫ ড্রয়ে ৭৪ পয়েন্টে গতকালই শিরোপা নিশ্চিতের পর উচ্ছ্বাস প্রকাশ করেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। ম্যাচ শেষে খেলাইফি বলেন, ‘লিগ ওয়ান চ্যাম্পিয়ন হয়ে আমরা অনেক গর্বিত। ইউরোপের অন্যতম শক্তিশালী লিগ এটা। এখন অব্দি অপরাজিত হয়ে শিরোপা জেতার অনুভূতি আসলেই ভিন্ন কিছু। ফুটবলার, কোচ লুইস এনরিকে, ক্রীড়া পরামর্শক লুইস ক্যাম্পোস ও আমাদের সকল স্টাফরা অসামান্য পরিশ্রম করেছেন। প্যারিস শহরের জন্য ফ্রান্স ও বিদেশে থাকা ভক্তদের জন্য এটা আসলে অনেক বড় মুহূর্ত।’
পিএসজির হাতে লিগ ওয়ানে এখনো বাকি ৬ ম্যাচ। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো ফরাসি ক্লাবটির কাছে শুধুই আনুষ্ঠানিকতার। সেই ম্যাচগুলো জয়ের জন্যই পিএসজি লড়বে বলে জানিয়েছেন খেলাইফি। পিএসজি সভাপতি বলেন, ‘ভক্ত-সমর্থকদের সঙ্গে এই মুহূর্তটা আমরা পরিবারের মতো উপভোগ করব। এই মৌসুম শেষ হতে এখনো অনেক বাকি। কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে ও ম্যাচ ধরে ধরে এগোতে হবে। মৌসুমের শেষ মুহূর্ত পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতায় লড়াই চালিয়ে যাব।’
অঁজোকে ১-০ গোলে হারিয়ে ১৩তম লিগ ওয়ানের শিরোপা জিতেছে পিএসজি। যার মধ্যে টানা চারবার চ্যাম্পিয়ন হয়েছে। ৬ ম্যাচ হাতে রেখে লিগ ওয়ানের চ্যাম্পিয়ন হলেও শেষ অব্দি লড়তে চান এনরিকে। পিএসজি কোচ বলেন, ‘এপ্রিলের শুরুতেই শিরোপা নিশ্চিত করতেই বোঝা যায়, এই মৌসুমে আমরা কতটা উন্নত মানের খেলা খেলছি। এখনো কিন্তু কিছু ম্যাচ বাকি। অপরাজিত থেকেই মৌসুম শেষ করতে পারাটাই আমাদের লক্ষ্য।’
পার্ক দে প্রিন্সেসে গত রাতে পিএসজি-অঁজো ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। ম্যাচে প্রথম গোল আসে ৫৫ মিনিটে। খিচা কাভারেইস্কার অ্যাসিস্টে গোল করেন পিএসজি স্ট্রাইকার ডিজাইর ডু। ১-০ গোলে জিতে লিগ ওয়ানে ৭৪ পয়েন্ট এখন ক্লাবটির। সমান ২৮ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে মোনাকো। পিএসজির পরের ম্যাচ চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাস্টন ভিলার বিপক্ষে। পার্ক দে প্রিন্সেসে বাংলাদেশ সময় বুধবার রাত ১টায় মুখোমুখি হবে পিএসজি-অ্যাস্টন ভিলা।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৪ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৫ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৬ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৭ ঘণ্টা আগে