নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তবে চলতি মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপটা চ্যাম্পিয়নের মতো শুরু করতে পারেনি। শুরুর ম্যাচেই পাকিস্তানের সঙ্গে ড্র। ম্যাচটি জিতলেই সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল সাবিনাদের। কিন্তু ড্র করে শেষ চারের জটিল সমীকরণের সামনে তাঁরা।
গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ। শেষ চারে যেতে হলে নিদেনপক্ষে আটকাতে হবে ভারতকে; জিততে দেওয়া যাবে না।
২০১০ সালে প্রবর্তিত মেয়েদের দক্ষিণ এশীয় এই টুর্নামেন্টে একক আধিপত্য ভারতের। টানা পাঁচবার শিরোপা জিতেছে তারা। তবে সবশেষ নেপালে হওয়া এই টুর্নামেন্টে শিরোপা জেতে বাংলাদেশ। ভারতের বাইরে মেয়েদের এই টুর্নামেন্ট বিজয়ী একমাত্র দল বাংলাদেশই। সেই হিসাবে দুই চ্যাম্পিয়নের লড়াইটা জমজমাট হওয়ার কথা। কিন্তু প্রথম ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স সেই আভাস দেয় না। দুই বছর আগে সাফে বাংলাদেশের যে দলটি চ্যাম্পিয়ন হয়েছিল, সেই বড় একটা অংশই নেই এবারের সাফে। তাঁদের জায়গায় এসেছেন নতুনেরা; যে কারণে কেউ কেউ নতুন বাংলাদেশও বলছেন এবারের দলটিকে।
যে পাকিস্তানকে ভারত ৫-২ গোলে হারিয়েছে, সেই পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে টেনেটুনে ড্র করে বাংলাদেশ। তাই জয় নয়, ভারতের বিপক্ষে কোনোক্রমে ড্র করলেই রক্ষা সাবিনাদের। শেষ চারে যেতে এই ড্রটাই দরকার দলের। তবে ভারতের কাছে হেরে গেলেও সেটা যদি হয় ন্যূনতম ব্যবধানে, তাহলেও সেমিতে যাওয়ার সুযোগ থাকবে সাবিনাদের।
বাংলাদেশে দলের ডিফেন্ডার কোহাতি কিসকু অবশ্য জয়ের কথাই বললেন। বাফুফে প্রেরিত এক ভিডিও বার্তায় তিনি বললেন, ‘চেষ্টা থাকবে ভালো খেলার। জয়ের জন্যই খেলব আমরা।’
ফিফা র্যাঙ্কিংয়ে ৬৮তম অবস্থানে ভারত। আর বাংলাদেশের অবস্থান ১৩৯। শুধু র্যাঙ্কিংয়েই নয়, মুখোমুখি লড়াইয়ের রেকর্ডেও ঢের পিছিয়ে বাংলাদেশ। এ পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে দুই দল। ভারতের ৬ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় ১টি। বাকি একটি ম্যাচ ড্র হয়েছে।
জয়ের সংখ্যাটা ১ থেকে ২ করতে পারবে বাংলাদেশ? নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে।
টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তবে চলতি মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপটা চ্যাম্পিয়নের মতো শুরু করতে পারেনি। শুরুর ম্যাচেই পাকিস্তানের সঙ্গে ড্র। ম্যাচটি জিতলেই সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল সাবিনাদের। কিন্তু ড্র করে শেষ চারের জটিল সমীকরণের সামনে তাঁরা।
গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ। শেষ চারে যেতে হলে নিদেনপক্ষে আটকাতে হবে ভারতকে; জিততে দেওয়া যাবে না।
২০১০ সালে প্রবর্তিত মেয়েদের দক্ষিণ এশীয় এই টুর্নামেন্টে একক আধিপত্য ভারতের। টানা পাঁচবার শিরোপা জিতেছে তারা। তবে সবশেষ নেপালে হওয়া এই টুর্নামেন্টে শিরোপা জেতে বাংলাদেশ। ভারতের বাইরে মেয়েদের এই টুর্নামেন্ট বিজয়ী একমাত্র দল বাংলাদেশই। সেই হিসাবে দুই চ্যাম্পিয়নের লড়াইটা জমজমাট হওয়ার কথা। কিন্তু প্রথম ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স সেই আভাস দেয় না। দুই বছর আগে সাফে বাংলাদেশের যে দলটি চ্যাম্পিয়ন হয়েছিল, সেই বড় একটা অংশই নেই এবারের সাফে। তাঁদের জায়গায় এসেছেন নতুনেরা; যে কারণে কেউ কেউ নতুন বাংলাদেশও বলছেন এবারের দলটিকে।
যে পাকিস্তানকে ভারত ৫-২ গোলে হারিয়েছে, সেই পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে টেনেটুনে ড্র করে বাংলাদেশ। তাই জয় নয়, ভারতের বিপক্ষে কোনোক্রমে ড্র করলেই রক্ষা সাবিনাদের। শেষ চারে যেতে এই ড্রটাই দরকার দলের। তবে ভারতের কাছে হেরে গেলেও সেটা যদি হয় ন্যূনতম ব্যবধানে, তাহলেও সেমিতে যাওয়ার সুযোগ থাকবে সাবিনাদের।
বাংলাদেশে দলের ডিফেন্ডার কোহাতি কিসকু অবশ্য জয়ের কথাই বললেন। বাফুফে প্রেরিত এক ভিডিও বার্তায় তিনি বললেন, ‘চেষ্টা থাকবে ভালো খেলার। জয়ের জন্যই খেলব আমরা।’
ফিফা র্যাঙ্কিংয়ে ৬৮তম অবস্থানে ভারত। আর বাংলাদেশের অবস্থান ১৩৯। শুধু র্যাঙ্কিংয়েই নয়, মুখোমুখি লড়াইয়ের রেকর্ডেও ঢের পিছিয়ে বাংলাদেশ। এ পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে দুই দল। ভারতের ৬ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় ১টি। বাকি একটি ম্যাচ ড্র হয়েছে।
জয়ের সংখ্যাটা ১ থেকে ২ করতে পারবে বাংলাদেশ? নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে।
২০০৮-এর ১১ এপ্রিল ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান। এই মাঠে এখন পর্যন্ত এটাই সবশেষ কোনো আন্তর্জাতিক ম্যাচ। অবশেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়েই ইকবাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের অপেক্ষা ফুরোচ্ছে।
৭ মিনিট আগেসকাল থেকেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। চারপাশে গুমোট আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাসে যেমনটা বলা হয়েছিল, তেমনটিই দেখা যায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের তৃতীয় দিনের সকালে।
১ ঘণ্টা আগেআন্টনিও রুডিগারের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা গত কদিন ধরেই। ২৬ এপ্রিল বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনালে তেড়ে গিয়েছিলেন রুডিগার। রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার এবার পেলেন কড়া শাস্তি।
২ ঘণ্টা আগেআর্সেনালের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার ঘটনা মাত্র দুই সপ্তাহ পুরোনো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে জিতে গানার্সরা ওঠে শেষ চারে। তবে ১৬ বছর পর সেমিতে উঠে শুরুতেই ধাক্কা খেল আর্সেনাল।
২ ঘণ্টা আগে