পার্ক দে প্রিন্সেসে গতকাল ভুলে যাওয়ার মতো দিনই কাটিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। লরিয়েন্তের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে পিএসজি তো উড়ে গেছেই, একই সঙ্গে জোড়া হলুদ কার্ডে মাঠ ছাড়তে হয় আশরাফ হাকিমিকে। ক্রিস্তফ গালতিয়েরের কাছে মরক্কোর এই ডিফেন্ডার নির্বোধ।
গতকাল দুটি হলুদ কার্ডের দুটিই প্রথমার্ধে দেখেছেন হাকিমি। ম্যাচের ৫ মিনিটে দেখেন প্রথমটা। লরিয়েন্তের রোমান ফেইভারকে ট্যাকল করেন হাকিমি। মরক্কোর ডিফেন্ডার বলের ধারেকাছেও ছিলেন না। ২০ মিনিটে দেখেন দ্বিতীয় হলুদ কার্ড। ডার্লিন ইয়োঙ্গাকে বাজেভাবে চ্যালেঞ্জ করেন হাকিমি। বল নেওয়ার আগেই ইয়োঙ্গার গোড়ালিতে পাড়া দেন তিনি। ম্যাচ শেষে হতাশ গালতিয়ের বলেন, ‘আমাদের মৌসুমের দ্বিতীয় অংশ খুবই গড়পড়তার। অনেক খেলোয়াড়কে মনে হয়েছে অমনোযোগী। হাকিমির দ্বিতীয় হলুদ কার্ড পাওয়া সত্যিই নির্বুদ্ধিতার।’
লরিয়েন্তের কাছে ৩-১ গোলে হেরেছে পিএসজি। এনজো লি ফির গোলে ১৫ মিনিটে এগিয়ে যায় লরিয়েন্তে। ২৯ মিনিটে প্যারিসিয়ানদের সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। এরপর ৩৯ ও ৮৮ মিনিটে এগিয়ে যাওয়া লরিয়েন্তের বাকি গোল ২টি করেন ইয়োঙ্গা। ৩-১ গোলে হেরেও শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। ৩৩ ম্যাচে ২৪ জয়, ৩ ড্র ও ৬ পরাজয়ে প্যারিসিয়ানদের পয়েন্ট এখন ৭৫। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের পয়েন্ট ৭০।
পার্ক দে প্রিন্সেসে গতকাল ভুলে যাওয়ার মতো দিনই কাটিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। লরিয়েন্তের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে পিএসজি তো উড়ে গেছেই, একই সঙ্গে জোড়া হলুদ কার্ডে মাঠ ছাড়তে হয় আশরাফ হাকিমিকে। ক্রিস্তফ গালতিয়েরের কাছে মরক্কোর এই ডিফেন্ডার নির্বোধ।
গতকাল দুটি হলুদ কার্ডের দুটিই প্রথমার্ধে দেখেছেন হাকিমি। ম্যাচের ৫ মিনিটে দেখেন প্রথমটা। লরিয়েন্তের রোমান ফেইভারকে ট্যাকল করেন হাকিমি। মরক্কোর ডিফেন্ডার বলের ধারেকাছেও ছিলেন না। ২০ মিনিটে দেখেন দ্বিতীয় হলুদ কার্ড। ডার্লিন ইয়োঙ্গাকে বাজেভাবে চ্যালেঞ্জ করেন হাকিমি। বল নেওয়ার আগেই ইয়োঙ্গার গোড়ালিতে পাড়া দেন তিনি। ম্যাচ শেষে হতাশ গালতিয়ের বলেন, ‘আমাদের মৌসুমের দ্বিতীয় অংশ খুবই গড়পড়তার। অনেক খেলোয়াড়কে মনে হয়েছে অমনোযোগী। হাকিমির দ্বিতীয় হলুদ কার্ড পাওয়া সত্যিই নির্বুদ্ধিতার।’
লরিয়েন্তের কাছে ৩-১ গোলে হেরেছে পিএসজি। এনজো লি ফির গোলে ১৫ মিনিটে এগিয়ে যায় লরিয়েন্তে। ২৯ মিনিটে প্যারিসিয়ানদের সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। এরপর ৩৯ ও ৮৮ মিনিটে এগিয়ে যাওয়া লরিয়েন্তের বাকি গোল ২টি করেন ইয়োঙ্গা। ৩-১ গোলে হেরেও শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। ৩৩ ম্যাচে ২৪ জয়, ৩ ড্র ও ৬ পরাজয়ে প্যারিসিয়ানদের পয়েন্ট এখন ৭৫। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের পয়েন্ট ৭০।
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
৪ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
৫ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
৭ ঘণ্টা আগে