ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে আলোচনা তো থামছেই না। মারাকানায় বুধবার বাংলাদেশ সময় ভোরে আয়োজিত সুপারক্লাসিকো বলতে গেলে পুরোটা সময় জুড়েই ছিল উত্তপ্ত। উত্তপ্ত ম্যাচ নিয়ে বেরিয়ে আসছে একের পর এক ঘটনা।
বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচে মারাকানায় ফুটবলের চেয়ে শারীরিক শক্তি প্রদর্শনেই যেন বেশি ব্যস্ত ছিলেন খেলোয়াড়েরা। ম্যাচ চলা অবস্থায় ফুটবলারদের মধ্যে চলে কথার লড়াই। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওআইসির প্রতিবেদন অনুযায়ী, লিওনেল মেসি ও রদ্রিগো দি পলের সঙ্গে কথার লড়াই হয়। আর্জেন্টাইন দুই ফুটবলারকে উদ্দেশ্য করে রদ্রিগোর ‘কাপুরুষ’ শব্দ বলার কথা শোনা যায়। এর পরই মেসি জবাব দিয়েছেন এই বলে, ‘আমরা বিশ্বচ্যাম্পিয়ন। কীভাবে আমরা কাপুরুষ? নিজের মুখের দিকে তাকাও।’ এরপর ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে রদ্রিগোকে উদ্দেশ্য করে ভক্ত-সমর্থকেরা নানা রকম বর্ণবাদী মন্তব্য করতে থাকেন। ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড পরশু রাতে এক স্ট্যাটাস দিলে তা ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। চোটে পড়ায় নেইমার এই ম্যাচে খেলতে না পারলেও সতীর্থের পাশে দাঁড়িয়েছেন। ইনস্টাগ্রামে নেইমার লিখেছেন, ‘তোমার সাফল্য অনেকের সহ্য হচ্ছে না। কখনো থামবে না।’
এর আগে ভিনিসিয়ুস জুনিয়রের বর্ণবাদ নিয়ে পুরো বিশ্ব উত্তাল হয়ে উঠেছিল। এরপর গত পরশু ইনস্টাগ্রামে রদ্রিগোর স্ট্যাটাস যেন বর্ণবাদীদের ভয়ংকর আচরণ সম্পর্কে সবাইকে স্পষ্ট অনেক কিছু বুঝিয়ে দিয়েছে। ২২ বছর বয়সী ব্রাজিলিয়ান ফুটবলার লিখেছেন, ‘বর্ণবাদীরা সব সময় তৎপর। আমার সামাজিক মাধ্যম আজেবাজে মন্তব্যে ভরে গেছে। তাদের চাওয়া-পাওয়া অনুযায়ী কিছু যদি না করি, যদি আমাদের পোশাক তাদের বিরক্তির কারণ হয়, আক্রমণের শিকার হওয়ার পর যখন আমরা মাথা নত না করি, বর্ণবাদীরা তখনই অপরাধমূলক কাজে তৎপর হয়ে ওঠে। তবে এটা তাদের দুর্ভাগ্য যে আমরা থামব না।’ এরপর রদ্রিগোর বাবা এরিক গোয়েজ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এই ছেলে কারও সঙ্গে ঝামেলায় জড়ায় না।’
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে আলোচনা তো থামছেই না। মারাকানায় বুধবার বাংলাদেশ সময় ভোরে আয়োজিত সুপারক্লাসিকো বলতে গেলে পুরোটা সময় জুড়েই ছিল উত্তপ্ত। উত্তপ্ত ম্যাচ নিয়ে বেরিয়ে আসছে একের পর এক ঘটনা।
বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচে মারাকানায় ফুটবলের চেয়ে শারীরিক শক্তি প্রদর্শনেই যেন বেশি ব্যস্ত ছিলেন খেলোয়াড়েরা। ম্যাচ চলা অবস্থায় ফুটবলারদের মধ্যে চলে কথার লড়াই। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওআইসির প্রতিবেদন অনুযায়ী, লিওনেল মেসি ও রদ্রিগো দি পলের সঙ্গে কথার লড়াই হয়। আর্জেন্টাইন দুই ফুটবলারকে উদ্দেশ্য করে রদ্রিগোর ‘কাপুরুষ’ শব্দ বলার কথা শোনা যায়। এর পরই মেসি জবাব দিয়েছেন এই বলে, ‘আমরা বিশ্বচ্যাম্পিয়ন। কীভাবে আমরা কাপুরুষ? নিজের মুখের দিকে তাকাও।’ এরপর ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে রদ্রিগোকে উদ্দেশ্য করে ভক্ত-সমর্থকেরা নানা রকম বর্ণবাদী মন্তব্য করতে থাকেন। ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড পরশু রাতে এক স্ট্যাটাস দিলে তা ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। চোটে পড়ায় নেইমার এই ম্যাচে খেলতে না পারলেও সতীর্থের পাশে দাঁড়িয়েছেন। ইনস্টাগ্রামে নেইমার লিখেছেন, ‘তোমার সাফল্য অনেকের সহ্য হচ্ছে না। কখনো থামবে না।’
এর আগে ভিনিসিয়ুস জুনিয়রের বর্ণবাদ নিয়ে পুরো বিশ্ব উত্তাল হয়ে উঠেছিল। এরপর গত পরশু ইনস্টাগ্রামে রদ্রিগোর স্ট্যাটাস যেন বর্ণবাদীদের ভয়ংকর আচরণ সম্পর্কে সবাইকে স্পষ্ট অনেক কিছু বুঝিয়ে দিয়েছে। ২২ বছর বয়সী ব্রাজিলিয়ান ফুটবলার লিখেছেন, ‘বর্ণবাদীরা সব সময় তৎপর। আমার সামাজিক মাধ্যম আজেবাজে মন্তব্যে ভরে গেছে। তাদের চাওয়া-পাওয়া অনুযায়ী কিছু যদি না করি, যদি আমাদের পোশাক তাদের বিরক্তির কারণ হয়, আক্রমণের শিকার হওয়ার পর যখন আমরা মাথা নত না করি, বর্ণবাদীরা তখনই অপরাধমূলক কাজে তৎপর হয়ে ওঠে। তবে এটা তাদের দুর্ভাগ্য যে আমরা থামব না।’ এরপর রদ্রিগোর বাবা এরিক গোয়েজ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এই ছেলে কারও সঙ্গে ঝামেলায় জড়ায় না।’
লাফ দিয়ে আকাশ ছোঁয়া যদি সম্ভব হতো, হয়তো সেটাও করে ফেলতেন আরমান্দ ডুপ্লান্টিস। পোল ভল্টে বিস্ময় জাগিয়ে তোলাটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন এই সুইডিশ অ্যাথলেট। গতকাল গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। হাঙ্গেরির গ্রাঁ প্রিতে ৬ দশমিক ২৯ মিটার উচ্চতায় লাফিয়ে মাধ্যাকর্ষণকে আরেকবার বুড়ো আঙুল দেখালেন তিনি।
৪ ঘণ্টা আগেসকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এমন আবহাওয়ায় মিরপুরে ক্রিকেটারদের আলস্য আসাটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ দলের কন্ডিশনিং ও স্ট্রেংথ ট্রেইনার নাথান কেলির কাছে এসবের গুরুত্ব নেই। গুমোট আবহাওয়া হোক বা গরম, কাজের বেলায় তিনি একচুল ছাড় দেন না—এটাই বোঝা গেছে শেষ এক সপ্তাহের ফিটনেস ক্যাম্পে।
৪ ঘণ্টা আগেইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুম শুরু হওয়ার তোড়জোড় চলছে। ১৫ আগস্ট থেকে পর্দা উঠবে লা লিগার ৯৫তম মৌসুমের। বার্সেলোনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। জাবি আলোনসোকে নিয়ে নতুন স্বপ্ন দেখা রিয়াল মাদ্রিদও চায় আধিপত্য ফেরাতে। সব মিলিয়ে নতুন মৌসুমে লা লিগায় ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকা বিষয়াদি নিয়েই এই উপস
৮ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচের পরপরই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী খেলবেন তো। সে অনিশ্চয়তা কাটেনি এখনো। যদিও হামজাকে দলে রেখেই ২৪ জনের স্কোয়াড সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
৯ ঘণ্টা আগে