রুদ্ধশ্বাস ও রোমাঞ্চকর এক লড়াইয়ে আতলেতিকো মাদ্রিদকে রুখে দিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধে ম্যানসিটিকে চাপে রেখেও প্রয়োজনীয় গোলটি পায়নি আতলেতিকো। আর প্রথম লেগের ১-০ গোলের জয়ে শেষ চারে গেছে পেপ গার্দিওলার দল।
ঘরের মাঠে এদিন শুরু থেকেই খোলস ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করে আতলেতিকো মাদ্রিদ। নিশ্চিত জিততে হবে এমন ম্যাচে ডিয়েগো সিমিওনের দল আক্রমণাত্মক খেলতে চাইলেও সিটির প্রেসিংয়ে খুব বেশি সুবিধা করতে পারছিল না। অন্যদিকে ম্যানসিটিও চেষ্টা করে আক্রমণাত্মক খেলে গোল আদায় করে ম্যাচ বের করে নেওয়ার।
প্রথম সহজ সুযোগটা তারাই পেয়েছিল। তবে আসেনি কাঙ্ক্ষিত গোলটি। আর পাল্টা আক্রমণে গোল করে দুই লেগ মিলিয়ে সমতায় ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয় আতলেতিকো। গোল শূন্য অবস্থাতেই শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর অবশ্য আক্রমণের ধার আরও বাড়ানোর চেষ্টা করে আতলেতিকো। এ সময় শুরু থেকে দারুণ কিছু আক্রমণও শানায় তারা। তবে সেই আক্রমণগুলো সিটির রক্ষণ ভাঙার জন্য যথেষ্ট ছিল না। আতলেতিকোর আক্রমণের মুখে কিছুটা রক্ষণাত্মক ও প্রতি আক্রমণ নির্ভর হয়ে খেলতে শুরু করে সিটি। এই সুযোগে আক্রমণের ধারও বাড়িয়ে দেয় আতিলেতিকো। এ সময় একরকম কোনঠাসা হয়ে পড়ে সিটি। তবে কাছাকাছি গিয়েও কাঙ্ক্ষিত গোলটি পাওয়া হচ্ছিল না আতলেতিকোর।
শেষ দিকে দুই পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষেও জড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড়েরা। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আতলেতিকো ডিফেন্ডার ফেলিপে। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় দুই লেগ মিলিয়ে ১-০ গোলে জিতে শেষ চারে যায় সিটি।
আরেক ম্যাচে লিভারপুলকে ৩-৩ গোলে রুখে দিয়েও লাভ হলো না বেনফিকার। দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলে জিতে সেমিতে গেল লিভারপুল।
রুদ্ধশ্বাস ও রোমাঞ্চকর এক লড়াইয়ে আতলেতিকো মাদ্রিদকে রুখে দিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধে ম্যানসিটিকে চাপে রেখেও প্রয়োজনীয় গোলটি পায়নি আতলেতিকো। আর প্রথম লেগের ১-০ গোলের জয়ে শেষ চারে গেছে পেপ গার্দিওলার দল।
ঘরের মাঠে এদিন শুরু থেকেই খোলস ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করে আতলেতিকো মাদ্রিদ। নিশ্চিত জিততে হবে এমন ম্যাচে ডিয়েগো সিমিওনের দল আক্রমণাত্মক খেলতে চাইলেও সিটির প্রেসিংয়ে খুব বেশি সুবিধা করতে পারছিল না। অন্যদিকে ম্যানসিটিও চেষ্টা করে আক্রমণাত্মক খেলে গোল আদায় করে ম্যাচ বের করে নেওয়ার।
প্রথম সহজ সুযোগটা তারাই পেয়েছিল। তবে আসেনি কাঙ্ক্ষিত গোলটি। আর পাল্টা আক্রমণে গোল করে দুই লেগ মিলিয়ে সমতায় ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয় আতলেতিকো। গোল শূন্য অবস্থাতেই শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর অবশ্য আক্রমণের ধার আরও বাড়ানোর চেষ্টা করে আতলেতিকো। এ সময় শুরু থেকে দারুণ কিছু আক্রমণও শানায় তারা। তবে সেই আক্রমণগুলো সিটির রক্ষণ ভাঙার জন্য যথেষ্ট ছিল না। আতলেতিকোর আক্রমণের মুখে কিছুটা রক্ষণাত্মক ও প্রতি আক্রমণ নির্ভর হয়ে খেলতে শুরু করে সিটি। এই সুযোগে আক্রমণের ধারও বাড়িয়ে দেয় আতিলেতিকো। এ সময় একরকম কোনঠাসা হয়ে পড়ে সিটি। তবে কাছাকাছি গিয়েও কাঙ্ক্ষিত গোলটি পাওয়া হচ্ছিল না আতলেতিকোর।
শেষ দিকে দুই পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষেও জড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড়েরা। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আতলেতিকো ডিফেন্ডার ফেলিপে। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় দুই লেগ মিলিয়ে ১-০ গোলে জিতে শেষ চারে যায় সিটি।
আরেক ম্যাচে লিভারপুলকে ৩-৩ গোলে রুখে দিয়েও লাভ হলো না বেনফিকার। দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলে জিতে সেমিতে গেল লিভারপুল।
জিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
৫ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
৩৫ মিনিট আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১০ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১১ ঘণ্টা আগে