জুভেন্টাসের সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিন্ন করে সদ্য রোমাতে যোগ দিয়েছেন পাওলো দিবালা। রোমান গ্লাডিয়েটরদের হয়ে এখনো অভিষেক হয়নি আর্জেন্টাইন ফরোয়ার্ডের। তার আগেই নতুন এক রেকর্ড গড়লেন তিনি।
রোমার সঙ্গে চুক্তির পরের দিনই ইতালিতে জার্সি বিক্রির রেকর্ড গড়েছেন দিবালা। ভেঙে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড। ইতালিয়ান আউটলেট দেল্লো স্পোর্টের বরাতে বিজ্ঞপ্তিতে এমনটায় জানায় রোমা প্রেস।
গত বছর জুভেন্টাস ছাড়েন রোনালদো। এক বছর পর আক্রমণভাগের আরেক হাই-প্রোফাইল তারকাকে হারাল তুরিনের বুড়ি। তুরিন ছেড়ে রোমায় ফ্রি-এজেন্ট হিসেবে তিন বছরের চুক্তিতে হোসে মরিনহোর শিষ্যত্ব গ্রহণ করেছেন দিবালা। সাম্প্রতিক সময়ে ক্লাবটির সবচেয়ে বড় চুক্তি এটি। ২৮ বছর বয়সী তারকাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন রোমার সমর্থকেরা। হু-হু করে বাড়ছে দিবালার জার্সি বিক্রিও।
২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেন রোনালদো। সে সময় পর্তুগিজ উইঙ্গারের জার্সি বিক্রি করে বড় অঙ্কের অর্থ লাভ করেছিল ইতালিয়ান জায়ান্টরা। অবশ্য এবার কী পরিমাণ দিবালার জার্সি বিক্রি হয়েছে তা প্রকাশ করেনি রোমা। ভবিষ্যতেও এমন জার্সি বিক্রি অব্যাহত থাকবে মনে করছে ক্লাবটি।
রোনালদো-দিবালা দারুণ সময় কাটিয়েছেন জুভেন্টাসে। ২০১৮-২১ সাল পর্যন্ত দুজনে ছিলেন ক্লাবটির আক্রমণভাগের অন্যতম অস্ত্র। এই তিন বছরে দুটি সিরি’আ, একটি ইতালিয়ান কাপ ও দুটি ইতালিয়ান সুপার কাপ জিতেছেন তারা।
জুভেন্টাসের সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিন্ন করে সদ্য রোমাতে যোগ দিয়েছেন পাওলো দিবালা। রোমান গ্লাডিয়েটরদের হয়ে এখনো অভিষেক হয়নি আর্জেন্টাইন ফরোয়ার্ডের। তার আগেই নতুন এক রেকর্ড গড়লেন তিনি।
রোমার সঙ্গে চুক্তির পরের দিনই ইতালিতে জার্সি বিক্রির রেকর্ড গড়েছেন দিবালা। ভেঙে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড। ইতালিয়ান আউটলেট দেল্লো স্পোর্টের বরাতে বিজ্ঞপ্তিতে এমনটায় জানায় রোমা প্রেস।
গত বছর জুভেন্টাস ছাড়েন রোনালদো। এক বছর পর আক্রমণভাগের আরেক হাই-প্রোফাইল তারকাকে হারাল তুরিনের বুড়ি। তুরিন ছেড়ে রোমায় ফ্রি-এজেন্ট হিসেবে তিন বছরের চুক্তিতে হোসে মরিনহোর শিষ্যত্ব গ্রহণ করেছেন দিবালা। সাম্প্রতিক সময়ে ক্লাবটির সবচেয়ে বড় চুক্তি এটি। ২৮ বছর বয়সী তারকাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন রোমার সমর্থকেরা। হু-হু করে বাড়ছে দিবালার জার্সি বিক্রিও।
২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেন রোনালদো। সে সময় পর্তুগিজ উইঙ্গারের জার্সি বিক্রি করে বড় অঙ্কের অর্থ লাভ করেছিল ইতালিয়ান জায়ান্টরা। অবশ্য এবার কী পরিমাণ দিবালার জার্সি বিক্রি হয়েছে তা প্রকাশ করেনি রোমা। ভবিষ্যতেও এমন জার্সি বিক্রি অব্যাহত থাকবে মনে করছে ক্লাবটি।
রোনালদো-দিবালা দারুণ সময় কাটিয়েছেন জুভেন্টাসে। ২০১৮-২১ সাল পর্যন্ত দুজনে ছিলেন ক্লাবটির আক্রমণভাগের অন্যতম অস্ত্র। এই তিন বছরে দুটি সিরি’আ, একটি ইতালিয়ান কাপ ও দুটি ইতালিয়ান সুপার কাপ জিতেছেন তারা।
জিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
১৭ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
১ ঘণ্টা আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১০ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১১ ঘণ্টা আগে