Ajker Patrika

রোমাতে যোগ দিয়েই জার্সি বিক্রিতে রোনালদোর রেকর্ড ভাঙলেন দিবালা

রোমাতে যোগ দিয়েই জার্সি বিক্রিতে রোনালদোর রেকর্ড ভাঙলেন দিবালা

জুভেন্টাসের সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিন্ন করে সদ্য রোমাতে যোগ দিয়েছেন পাওলো দিবালা। রোমান গ্লাডিয়েটরদের হয়ে এখনো অভিষেক হয়নি আর্জেন্টাইন ফরোয়ার্ডের। তার আগেই নতুন এক রেকর্ড গড়লেন তিনি। 

রোমার সঙ্গে চুক্তির পরের দিনই ইতালিতে জার্সি বিক্রির রেকর্ড গড়েছেন দিবালা। ভেঙে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড। ইতালিয়ান আউটলেট দেল্লো স্পোর্টের বরাতে বিজ্ঞপ্তিতে এমনটায় জানায় রোমা প্রেস।  

গত বছর জুভেন্টাস ছাড়েন রোনালদো। এক বছর পর আক্রমণভাগের আরেক হাই-প্রোফাইল তারকাকে হারাল তুরিনের বুড়ি। তুরিন ছেড়ে রোমায় ফ্রি-এজেন্ট হিসেবে তিন বছরের চুক্তিতে হোসে মরিনহোর শিষ্যত্ব গ্রহণ করেছেন দিবালা। সাম্প্রতিক সময়ে ক্লাবটির সবচেয়ে বড় চুক্তি এটি। ২৮ বছর বয়সী তারকাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন রোমার সমর্থকেরা। হু-হু করে বাড়ছে দিবালার জার্সি বিক্রিও। 

২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেন রোনালদো। সে সময় পর্তুগিজ উইঙ্গারের জার্সি বিক্রি করে বড় অঙ্কের অর্থ লাভ করেছিল ইতালিয়ান জায়ান্টরা। অবশ্য এবার কী পরিমাণ দিবালার জার্সি বিক্রি হয়েছে তা প্রকাশ করেনি রোমা। ভবিষ্যতেও এমন জার্সি বিক্রি অব্যাহত থাকবে মনে করছে ক্লাবটি। 

রোনালদো-দিবালা দারুণ সময় কাটিয়েছেন জুভেন্টাসে। ২০১৮-২১ সাল পর্যন্ত দুজনে ছিলেন ক্লাবটির আক্রমণভাগের অন্যতম অস্ত্র। এই তিন বছরে দুটি সিরি’আ, একটি ইতালিয়ান কাপ ও দুটি ইতালিয়ান সুপার কাপ জিতেছেন তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত