‘তীরে এসে তরী ডোবা’ বোধ হয় একে বলে। মৌসুমের শেষ দিকে এসে লিভারপুল ও আর্সেনাল হেরে যেন ম্যানচেস্টার সিটির হাতে এক প্রকার শিরোপাই তুলে দিল। প্রিমিয়ার লিগ জয়ের পথে ত্রিমুখী যে লড়াই, সেখানে এগিয়ে গেল সিটিজেনরা।
শেষ আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে লিগে টেবিলে তিনে ছিল সিটি। কিন্তু ফেরার পর এখন পেপ গার্দিওলার শিষ্যরাই শীর্ষে। গত রাতে লিভারপুল ও আর্সেনাল হেরে না গেলে তিনেই থাকত সিটি। কিন্তু অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসের কাছে ১-০ গোলে হেরেছে অলরেডরা। এর আগে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আটালান্টার বিপক্ষে নিজেদের মাঠে বিধ্বস্ত হয়েছিল লিভারপুল।
অ্যানফিল্ডে নিজের শেষ মৌসুমে আবারও কোয়াড্রপলের স্বপ্ন দেখেছিলেন ক্লপ। কিন্তু সেই স্বপ্ন এখন ভাঙার পথে তাঁর। লিগ তো হারানোর পথে, ফিরতি লেগে প্রত্যাবর্তনের গল্প লিখতে না পারলে বাদ পড়তে হবে ইউরোপা লিগ থেকেও। কয়েক দিন আগে লিগে শীর্ষে থাকা লিভারপুল এখন নেমে গেছে তিনে। ৩২ রাউন্ড শেষে তাদের পয়েন্ট ৭১।
সমান পয়েন্ট আর্সেনালেরও। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুইয়ে গানাররা। গতরাতে নিজেদের মাঠ এমিরেটসে ২-০ গোলে অ্যাস্টন ভিলার কাছে না হারলে সিটিকে টপকে শীর্ষে ফিরত মিকেল আর্তেতার দল। গত মৌসুমেও শুরু থেকে শীর্ষে থাকলেও শেষ দিকে এসে একের পর পয়েন্ট বিসর্জন দিয়ে সিটির হাতে শিরোপা তুলে দেয় আর্সেনাল। এবারও শেষ দিকে এসে ভিলার কাছে হেরে হতাশ আর্তেতা। বিবিসি স্পোর্টকে আর্সেনাল কোচ বলেছেন, ‘এই ফলে আমরা নিঃসন্দেহে হতাশ।’ একই ভাগ্য বরণে ক্লপ স্কাই স্পোর্টসকে বলেন, ‘নিজেকে সত্যি সত্যিই জঞ্জাল মনে হচ্ছে।’
আগেরদিন লুটন টাউনকে ৫-১ গোলে লুট করে শীর্ষে উঠেছিল সিটি। গত মৌসুমেও শেষ দিকে মাত্র কয়েক দিন শীর্ষে উঠে টানা তৃতীয়বার লিগ জিতেছিল গার্দিওলার দল। এবারও হয়তো সেটিই হতে যাচ্ছে। লিগে তাদের বাকি ৬ ম্যাচের মধ্যে বড় প্রতিপক্ষ বলতে আছে টটেনহাম। আর্সেনালের সেখানে লড়তে হবে তিনটি বড় দলের বিপক্ষে। চেলসি, টটেনহাম ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। ম্যাচগুলোতে একটি পয়েন্ট হারানো মানেই শিরোপা স্বপ্ন বিসর্জন দেওয়া।
লিভারপুলকে এ মাসে খেলতে হবে এভারটনের বিপক্ষে মার্সিসাইড ডার্বি। এরপর টটেনহামের মাঠে যেতে হবে। মুখোমুখি হতে হবে এ মৌসুমে চমক দেখানো ভিলার বিপক্ষে। যে ভিলা গত রাতে আর্সেনালকে হারিয়ে শীর্ষে চারে থাকার দাবিটা আরও জোরালো করেছে।
‘তীরে এসে তরী ডোবা’ বোধ হয় একে বলে। মৌসুমের শেষ দিকে এসে লিভারপুল ও আর্সেনাল হেরে যেন ম্যানচেস্টার সিটির হাতে এক প্রকার শিরোপাই তুলে দিল। প্রিমিয়ার লিগ জয়ের পথে ত্রিমুখী যে লড়াই, সেখানে এগিয়ে গেল সিটিজেনরা।
শেষ আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে লিগে টেবিলে তিনে ছিল সিটি। কিন্তু ফেরার পর এখন পেপ গার্দিওলার শিষ্যরাই শীর্ষে। গত রাতে লিভারপুল ও আর্সেনাল হেরে না গেলে তিনেই থাকত সিটি। কিন্তু অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসের কাছে ১-০ গোলে হেরেছে অলরেডরা। এর আগে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আটালান্টার বিপক্ষে নিজেদের মাঠে বিধ্বস্ত হয়েছিল লিভারপুল।
অ্যানফিল্ডে নিজের শেষ মৌসুমে আবারও কোয়াড্রপলের স্বপ্ন দেখেছিলেন ক্লপ। কিন্তু সেই স্বপ্ন এখন ভাঙার পথে তাঁর। লিগ তো হারানোর পথে, ফিরতি লেগে প্রত্যাবর্তনের গল্প লিখতে না পারলে বাদ পড়তে হবে ইউরোপা লিগ থেকেও। কয়েক দিন আগে লিগে শীর্ষে থাকা লিভারপুল এখন নেমে গেছে তিনে। ৩২ রাউন্ড শেষে তাদের পয়েন্ট ৭১।
সমান পয়েন্ট আর্সেনালেরও। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুইয়ে গানাররা। গতরাতে নিজেদের মাঠ এমিরেটসে ২-০ গোলে অ্যাস্টন ভিলার কাছে না হারলে সিটিকে টপকে শীর্ষে ফিরত মিকেল আর্তেতার দল। গত মৌসুমেও শুরু থেকে শীর্ষে থাকলেও শেষ দিকে এসে একের পর পয়েন্ট বিসর্জন দিয়ে সিটির হাতে শিরোপা তুলে দেয় আর্সেনাল। এবারও শেষ দিকে এসে ভিলার কাছে হেরে হতাশ আর্তেতা। বিবিসি স্পোর্টকে আর্সেনাল কোচ বলেছেন, ‘এই ফলে আমরা নিঃসন্দেহে হতাশ।’ একই ভাগ্য বরণে ক্লপ স্কাই স্পোর্টসকে বলেন, ‘নিজেকে সত্যি সত্যিই জঞ্জাল মনে হচ্ছে।’
আগেরদিন লুটন টাউনকে ৫-১ গোলে লুট করে শীর্ষে উঠেছিল সিটি। গত মৌসুমেও শেষ দিকে মাত্র কয়েক দিন শীর্ষে উঠে টানা তৃতীয়বার লিগ জিতেছিল গার্দিওলার দল। এবারও হয়তো সেটিই হতে যাচ্ছে। লিগে তাদের বাকি ৬ ম্যাচের মধ্যে বড় প্রতিপক্ষ বলতে আছে টটেনহাম। আর্সেনালের সেখানে লড়তে হবে তিনটি বড় দলের বিপক্ষে। চেলসি, টটেনহাম ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। ম্যাচগুলোতে একটি পয়েন্ট হারানো মানেই শিরোপা স্বপ্ন বিসর্জন দেওয়া।
লিভারপুলকে এ মাসে খেলতে হবে এভারটনের বিপক্ষে মার্সিসাইড ডার্বি। এরপর টটেনহামের মাঠে যেতে হবে। মুখোমুখি হতে হবে এ মৌসুমে চমক দেখানো ভিলার বিপক্ষে। যে ভিলা গত রাতে আর্সেনালকে হারিয়ে শীর্ষে চারে থাকার দাবিটা আরও জোরালো করেছে।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৪ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৪ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৬ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৬ ঘণ্টা আগে