Ajker Patrika

প্রেমিক মিলল প্রেমিকার সাথে ঠিকই

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৭: ৪০
প্রেমিক মিলল প্রেমিকার সাথে ঠিকই

গত ইউরোতে পেনাল্টি মিস করে বর্ণবাদী আক্রমণের শিকার হয়ে আলোচনায় এসেছিলেন ইংলিশ ফুটবল তারকা মার্কাস র‍্যাশফোর্ড। ঠিক তার কিছু সময় আগে আরও একটি ঝড় বয়ে গিয়েছিল র‍্যাশফোর্ডের জীবনে। কৈশোরের প্রেমিকা লুসি লুইয়ের সঙ্গে বিচ্ছেদ ঘটেছিল র‍্যাশফোর্ডের। তবে দীর্ঘ আট মাসের বিচ্ছেদ শেষে ফের মিলন ঘটেছে এই দুজনের। 

এ দুজনের পুনর্মিলনের খবর প্রথম সামনে আসে ৩ জানুয়ারি। উলভসের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ১-০ গোলের হারের পর ইংলিশ ফরোয়ার্ডের গাড়িতে দেখা যায় লুসিয়াকে। এরপর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেও নিজেদের সম্পর্ক নতুন করে জোড়া লাগার ইঙ্গিত দিয়েছেন ২৪ বছর বয়সী এই ব্রিটিশ তরুণী। 

ইংল্যান্ডের গ্যালারিতে প্রায়ই দেখা যায় লুসিয়াকের‍্যাশফোর্ড ও লুসিয়ার পরিচিত একটি সূত্র দ্য সানকে নিশ্চিত করে বলেছে, ‘তাদের এই বিচ্ছেদ সম্পর্কের জন্য ভালো ছিল। এটি দুজনকে নিজেদের মতো ভাবার জায়গা করে দিয়েছে, যা তাদের নিজেদের সম্পর্ককে সামনে এগিয়ে নেওয়া নিশ্চয়তাও দিয়েছে। তারা দুজনই স্কুল থেকে সম্পর্কে জড়িয়েছে। তাই নিজেদের মতো করে কিছুটা সময় কাটানো প্রয়োজন ছিল।’ 

এর আগে গত মে মাসে র‍্যাশফোর্ড ও লুসিয়ার আট বছরের সম্পর্কে ছেদ পড়েছিল। সে সময় র‍্যাশফোর্ডের বাসা থেকেও বেরিয়ে যান লুসিয়া।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত