ক্যারিয়ারে সাফল্যের সঙ্গে নিন্দাও কম জোটেনি ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ কিংবদন্তি ওয়েইন রুনির। নারী কেলেঙ্কারিসহ একাধিকবার নেতিবাচক খবরের শিরোনাম হয়েছেন তিনি। এবার ক্যারিয়ারে নিজের করা ভুলগুলো নিয়ে মুখ খুলেছেন রুনি। বলেছেন, ম্যানইউতে ক্যারিয়ারের শুরুর দিকে হতাশায় মদ খেয়ে নিজেকে গৃহবন্দী করে রাখতেন তিনি।
গত শুক্রবার আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে রুনির জীবনী নিয়ে বানানো ডকুমেন্টারি ‘রুনি’। সেই ডকুতে নিজের জীবনের নানা দিক তুলে ধরেছেন তিনি। ক্যারিয়ারের শুরুর দিকে কঠিন সময়গুলো সামাল দিতে বেশ বেগ পেতে হয়েছেন বলেও জানান তিনি। রুনি বলেন, ‘আমি যখন তরুণ ছিলাম তখন অনেক ভুল করেছি। যার কিছু কিছু সংবাদমাধ্যমে এসেছে, কিছু আসেনি। সেটা মারামারি বা যাই হোক। আমার জন্য সেই খবরগুলোর সঙ্গে, তখনকার ম্যানেজারের সঙ্গে এবং পরিবারের সঙ্গে লড়াই করা সহজ ছিল না।’
নিজের প্রথম সন্তান কাই পৃথিবীতে আসা পর্যন্ত জীবন কতটা কঠিন ছিল তা জানাতে গিয়ে রুনি বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের শুরুর দিনগুলোতে আমার প্রথম সন্তান না হওয়া পর্যন্ত আমি নিজেকে বন্দী করে রাখতাম, আমি বাইরে কোথাও যেতাম না। সে সময় ফুটবল থেকে দুই দিনের ছুটি পাওয়া যেত। বিষয়গুলো ভুলে থাকতে আমি আক্ষরিক অর্থেই নিজেকে বন্দী করে রাখতাম এবং মদ খেতাম। নিজেকে বন্দী করার মধ্য দিয়ে কিছু বিষয় আমি ভুলে থাকতে পারতাম।’
তবে রুনি বলেছেন বয়স বাড়ার সঙ্গে তিনি নিজের এমন মানসিকতাকেও নিয়ন্ত্রণ করতে শিখেছেন। ম্যানইউর সাবেক এই তারকা ফুটবলার বলেন, ‘বেড়ে ওঠার সময় আমি বেশ রাগী ও আগ্রাসী ছিলাম। তবে সৌভাগ্যবশত এখন এসব নিয়ন্ত্রণে আছে।’
ক্যারিয়ারে সাফল্যের সঙ্গে নিন্দাও কম জোটেনি ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ কিংবদন্তি ওয়েইন রুনির। নারী কেলেঙ্কারিসহ একাধিকবার নেতিবাচক খবরের শিরোনাম হয়েছেন তিনি। এবার ক্যারিয়ারে নিজের করা ভুলগুলো নিয়ে মুখ খুলেছেন রুনি। বলেছেন, ম্যানইউতে ক্যারিয়ারের শুরুর দিকে হতাশায় মদ খেয়ে নিজেকে গৃহবন্দী করে রাখতেন তিনি।
গত শুক্রবার আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে রুনির জীবনী নিয়ে বানানো ডকুমেন্টারি ‘রুনি’। সেই ডকুতে নিজের জীবনের নানা দিক তুলে ধরেছেন তিনি। ক্যারিয়ারের শুরুর দিকে কঠিন সময়গুলো সামাল দিতে বেশ বেগ পেতে হয়েছেন বলেও জানান তিনি। রুনি বলেন, ‘আমি যখন তরুণ ছিলাম তখন অনেক ভুল করেছি। যার কিছু কিছু সংবাদমাধ্যমে এসেছে, কিছু আসেনি। সেটা মারামারি বা যাই হোক। আমার জন্য সেই খবরগুলোর সঙ্গে, তখনকার ম্যানেজারের সঙ্গে এবং পরিবারের সঙ্গে লড়াই করা সহজ ছিল না।’
নিজের প্রথম সন্তান কাই পৃথিবীতে আসা পর্যন্ত জীবন কতটা কঠিন ছিল তা জানাতে গিয়ে রুনি বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের শুরুর দিনগুলোতে আমার প্রথম সন্তান না হওয়া পর্যন্ত আমি নিজেকে বন্দী করে রাখতাম, আমি বাইরে কোথাও যেতাম না। সে সময় ফুটবল থেকে দুই দিনের ছুটি পাওয়া যেত। বিষয়গুলো ভুলে থাকতে আমি আক্ষরিক অর্থেই নিজেকে বন্দী করে রাখতাম এবং মদ খেতাম। নিজেকে বন্দী করার মধ্য দিয়ে কিছু বিষয় আমি ভুলে থাকতে পারতাম।’
তবে রুনি বলেছেন বয়স বাড়ার সঙ্গে তিনি নিজের এমন মানসিকতাকেও নিয়ন্ত্রণ করতে শিখেছেন। ম্যানইউর সাবেক এই তারকা ফুটবলার বলেন, ‘বেড়ে ওঠার সময় আমি বেশ রাগী ও আগ্রাসী ছিলাম। তবে সৌভাগ্যবশত এখন এসব নিয়ন্ত্রণে আছে।’
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
১ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
২ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
২ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
২ ঘণ্টা আগে