Ajker Patrika

এরিকসেনকে বাঁচাতে অধিনায়ক যখন নায়ক

আপডেট : ১৩ জুন ২০২১, ১৫: ২১
এরিকসেনকে বাঁচাতে অধিনায়ক যখন নায়ক

ঢাকা: ‘সায়মন জার, অধিনায়ক হিসেবে আপনি যা করেছেন তা অতুলনীয়। আপনাকে স্যালুট’—ইউরো কর্তৃপক্ষের এই টুইটই আপনাকে একজন আসল অধিনায়কের পরিচয় তুলে ধরবে। কাল ডেনমার্কের কোপেনহেগেন স্টেডিয়ামে ক্রিস্টিয়ান এরিকসেন হঠাৎ মাঠে অচেতন হয়ে পড়লে অধিনায়ক সায়মন যে মানবিকতার পরিচয় দিয়েছেন, তা আসলেই অতুলনীয়। শুধু অধিনায়ক সায়মনই নন, এরিকসেনের সতীর্থরাও যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তাও প্রশংসার দাবিদার।

প্রথমার্ধের শেষ দিকে থ্রু ইন থেকে আসা বল ধরতে গিয়ে মাঠেই অজ্ঞান হয়ে পড়েন ড্যানিশ মিডফিল্ডার এরিকসেন। সঙ্গে সঙ্গে অধিনায়ক সায়মন এরিকসনের কাছে গিয়ে বুকে হাত দিয়ে তাঁর শ্বাস নেওয়ার ব্যবস্থা করেন। এরপর খুব দ্রুত মেডিকেল টিম ডেকে সিপিআরের (কৃত্রিম শ্বাস-প্রশ্বাস) ব্যবস্থা করেছেন সায়মন। স্বামী এরিকসেনের এমন অবস্থায় স্বাভাবিকভাবেই স্ত্রী সাবরিনা খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। ড্যানিশ অধিনায়ক তখন সাবরিনাকে সান্ত্বনা দিয়েছিলেন এই বলে, ‘চিন্তা কোরো না। আমরা সবাই তোমার স্বামীর পাশে আছি।’

এরিকসেনকে হাসপাতালে নিতে উয়েফা ম্যাচ সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। পরে উয়েফা এরিকসেনের জ্ঞান ফেরার খবর জানালে আবারও শুরু হয় ম্যাচটি । তখন ডেনমার্ক দল তো বটেই, ফিনল্যান্ড দলও ‘এরিকসেন, এরিকসেন’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। পড়ে ম্যাচের ৫৯ মিনিটে জোয়েল ফোজানপালোর গোলে (১-০) জয় নিয়ে মাঠ ছাড়ে ফিনিসরা।

ম্যাচের ফল ছাপিয়ে এই মানবিকতার দৃষ্টান্তই হয়ে ওঠে মূল আলোচ্য বিষয়। ডেনমার্ক অধিনায়কের বন্দনায় মেতে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম। ইউরো কর্তৃপক্ষের টুইট তো বটেই, সায়মনকে প্রশংসায় ভাসিয়েছেন আরও অনেকেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত