ঢাকা: ‘সায়মন জার, অধিনায়ক হিসেবে আপনি যা করেছেন তা অতুলনীয়। আপনাকে স্যালুট’—ইউরো কর্তৃপক্ষের এই টুইটই আপনাকে একজন আসল অধিনায়কের পরিচয় তুলে ধরবে। কাল ডেনমার্কের কোপেনহেগেন স্টেডিয়ামে ক্রিস্টিয়ান এরিকসেন হঠাৎ মাঠে অচেতন হয়ে পড়লে অধিনায়ক সায়মন যে মানবিকতার পরিচয় দিয়েছেন, তা আসলেই অতুলনীয়। শুধু অধিনায়ক সায়মনই নন, এরিকসেনের সতীর্থরাও যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তাও প্রশংসার দাবিদার।
প্রথমার্ধের শেষ দিকে থ্রু ইন থেকে আসা বল ধরতে গিয়ে মাঠেই অজ্ঞান হয়ে পড়েন ড্যানিশ মিডফিল্ডার এরিকসেন। সঙ্গে সঙ্গে অধিনায়ক সায়মন এরিকসনের কাছে গিয়ে বুকে হাত দিয়ে তাঁর শ্বাস নেওয়ার ব্যবস্থা করেন। এরপর খুব দ্রুত মেডিকেল টিম ডেকে সিপিআরের (কৃত্রিম শ্বাস-প্রশ্বাস) ব্যবস্থা করেছেন সায়মন। স্বামী এরিকসেনের এমন অবস্থায় স্বাভাবিকভাবেই স্ত্রী সাবরিনা খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। ড্যানিশ অধিনায়ক তখন সাবরিনাকে সান্ত্বনা দিয়েছিলেন এই বলে, ‘চিন্তা কোরো না। আমরা সবাই তোমার স্বামীর পাশে আছি।’
এরিকসেনকে হাসপাতালে নিতে উয়েফা ম্যাচ সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। পরে উয়েফা এরিকসেনের জ্ঞান ফেরার খবর জানালে আবারও শুরু হয় ম্যাচটি । তখন ডেনমার্ক দল তো বটেই, ফিনল্যান্ড দলও ‘এরিকসেন, এরিকসেন’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। পড়ে ম্যাচের ৫৯ মিনিটে জোয়েল ফোজানপালোর গোলে (১-০) জয় নিয়ে মাঠ ছাড়ে ফিনিসরা।
ম্যাচের ফল ছাপিয়ে এই মানবিকতার দৃষ্টান্তই হয়ে ওঠে মূল আলোচ্য বিষয়। ডেনমার্ক অধিনায়কের বন্দনায় মেতে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম। ইউরো কর্তৃপক্ষের টুইট তো বটেই, সায়মনকে প্রশংসায় ভাসিয়েছেন আরও অনেকেই।
ঢাকা: ‘সায়মন জার, অধিনায়ক হিসেবে আপনি যা করেছেন তা অতুলনীয়। আপনাকে স্যালুট’—ইউরো কর্তৃপক্ষের এই টুইটই আপনাকে একজন আসল অধিনায়কের পরিচয় তুলে ধরবে। কাল ডেনমার্কের কোপেনহেগেন স্টেডিয়ামে ক্রিস্টিয়ান এরিকসেন হঠাৎ মাঠে অচেতন হয়ে পড়লে অধিনায়ক সায়মন যে মানবিকতার পরিচয় দিয়েছেন, তা আসলেই অতুলনীয়। শুধু অধিনায়ক সায়মনই নন, এরিকসেনের সতীর্থরাও যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তাও প্রশংসার দাবিদার।
প্রথমার্ধের শেষ দিকে থ্রু ইন থেকে আসা বল ধরতে গিয়ে মাঠেই অজ্ঞান হয়ে পড়েন ড্যানিশ মিডফিল্ডার এরিকসেন। সঙ্গে সঙ্গে অধিনায়ক সায়মন এরিকসনের কাছে গিয়ে বুকে হাত দিয়ে তাঁর শ্বাস নেওয়ার ব্যবস্থা করেন। এরপর খুব দ্রুত মেডিকেল টিম ডেকে সিপিআরের (কৃত্রিম শ্বাস-প্রশ্বাস) ব্যবস্থা করেছেন সায়মন। স্বামী এরিকসেনের এমন অবস্থায় স্বাভাবিকভাবেই স্ত্রী সাবরিনা খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। ড্যানিশ অধিনায়ক তখন সাবরিনাকে সান্ত্বনা দিয়েছিলেন এই বলে, ‘চিন্তা কোরো না। আমরা সবাই তোমার স্বামীর পাশে আছি।’
এরিকসেনকে হাসপাতালে নিতে উয়েফা ম্যাচ সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। পরে উয়েফা এরিকসেনের জ্ঞান ফেরার খবর জানালে আবারও শুরু হয় ম্যাচটি । তখন ডেনমার্ক দল তো বটেই, ফিনল্যান্ড দলও ‘এরিকসেন, এরিকসেন’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। পড়ে ম্যাচের ৫৯ মিনিটে জোয়েল ফোজানপালোর গোলে (১-০) জয় নিয়ে মাঠ ছাড়ে ফিনিসরা।
ম্যাচের ফল ছাপিয়ে এই মানবিকতার দৃষ্টান্তই হয়ে ওঠে মূল আলোচ্য বিষয়। ডেনমার্ক অধিনায়কের বন্দনায় মেতে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম। ইউরো কর্তৃপক্ষের টুইট তো বটেই, সায়মনকে প্রশংসায় ভাসিয়েছেন আরও অনেকেই।
ফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখত কাজ চালিয়ে যাবেন তিনি।
৪৪ মিনিট আগেবাফুফে ভবনের চার তলায় থাকেন নারী ফুটবলাররা। ক্যাম্পের খাবার নিয়ে প্রায়ই সমালোচনা করতে দেখা যায় কোচ পিটার বাটলার। ফুটবলারদের মধ্যে সঠিক পুষ্টির অভাবও দেখতে পান তিনি। বাটলার কথার সঙ্গে খুব একটা একমত নন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
১ ঘণ্টা আগেখেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২ ঘণ্টা আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
৩ ঘণ্টা আগে